‘কোনো নাচের ভিডিও দিয়ো না,’ মজা করে ওয়ার্নারকে খোঁচা কামিন্সের

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নাচের ভিডিও দেন ওয়ার্নারছবি : ইনস্টাগ্রাম

নতুন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যোগ দেওয়ার হিড়িক পড়েছে সবার মধ্যে। বিভিন্ন জগতের তারকারা তো বটেই, প্রতিদিনই থ্রেডসে যোগ দিচ্ছেন লাখো মানুষ।

ডেভিড ওয়ার্নারই–বা বসে থাকবেন কেন! অস্ট্রেলিয়ান ওপেনারও যোগ দিয়েছেন মেটার নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাঁর সেই যোগ দেওয়ার ঘোষণা দেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মজা করে খোঁচা মেরেছেন, ‘দয়া করে এখানে কোনো নাচের ভিডিও দিয়ো না।’

এই খোঁচার অবশ্য একটা কারণও আছে। টিকটক, ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ডেভিড ওয়ার্নার। ইনস্টাগ্রামে নিয়মিতই নিজের ও পরিবারের ছবিটবি দেন। অন্যদের ছবিতে মন্তব্য করেন।

আর টিকটকে তো তাঁর জুড়ি মেলা ভার! নানা রকম ভিডিও বানিয়ে নিয়মিতই আপলোড করেন। কখনো নিজের একা নাচের ভিডিও, কখনো পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। নানা রকম ভিডিও কোলাজ করা কিংবা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অন্যের মাথার জায়গায় নিজের মাথা বসিয়ে দেওয়া, টিকটকে কত কিছুই না করেন ওয়ার্নার।

ভারতীয় সিনেমা, বিশেষ করে দক্ষিণ ভারতীয় সিনেমার নায়কদের নাচের ভিডিওতে অ্যাপ ব্যবহার করে নিজের মুখ বসিয়ে দিয়ে সেই ভিডিও টিকটকে কত যে আপলোড করেছেন! তাঁর এই অভ্যাসে জানা আছে জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর বিভিন্ন দলের সতীর্থদের। তাঁরাও বেশ মজা পান ওয়ার্নারের কর্মকাণ্ডে। আবার কখনো কখনো হয়তো বিরক্তও হন।

আরও পড়ুন

সেই ওয়ার্নার থ্রেডসে যোগ দিয়ে ঘোষণা দিলেন, ‘হেই, আমি এখন থেকে থ্রেডসে আছি।’ এই ঘোষণা দিতে গিয়ে আবার ওয়ার্নার ট্যাগ করেছেন তাঁর জাতীয় দলের অধিনায়ক প্যাট কামিন্সকে।

সেটা দেখেই কামিন্স মন্তব্য করেছেন, ‘দয়া করে এখানে কোনো নাচের ভিডিও দিয়ো না।’ এখানেই শেষ নয়, ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস সতীর্থ ঋষভ পন্তও আবার কামিন্সের সেই মন্তব্য দেখে লিখেছেন, ‘সবচেয়ে সেরা উপদেশ এটা।’

কিন্তু ওয়ার্নার কি আদৌ সেই উপদেশ শোনার লোক! কয়েক দিনের মধ্যেই হয়তো দেখা যাবে একের পর এক নিজের নাচের ভিডিও দিয়ে ভরিয়ে ফেলবেন থ্রেডসও।

আরও পড়ুন