• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজের সেরা বোলিং। আগের সেরা ৩/১৭, ২০২২ সালে দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে।
• ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা ২/২৬, এই সিরিজের প্রথম ম্যাচে হাসান মাহমুদের।
• ১১৬ ম্যাচে স্বীকৃতি টি-টোয়েন্টি ক্যারিয়ারে মিরাজের সেরা বোলিং। আগের সেরা ৪/১৬, ২০২১-২২ মৌসুমে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে। ২০ ওভারের ক্রিকেটে এ দুবারই ৪ উইকেট পেয়েছেন মিরাজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি পঞ্চমবার এক ম্যাচে বাংলাদেশের আট বোলার বোলিং করলেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় রেহান আহমেদ। আগের রেকর্ড স্টুয়ার্ট ব্রডের। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের দিন ব্রডের বয়স ছিল ২০ বছর ৬৫ দিন। তিন সংস্করণেই ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় রেহান।