টি–টোয়েন্টিতে মিরাজের সেরা বোলিং ও রেহানের অন্যরকম রেকর্ড

স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ৪ উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজছবি: শামসুল হক
মিরপুরে বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচটা রেকর্ড কম উপহার দেয়নি। যে রেকর্ডে জড়িয়ে মেহেদী হাসান মিরাজ, রেহান আহমেদ ও ইংল্যান্ড ক্রিকেট দল।
ইংল্যান্ডের ১১৭…

• পুরো ২০ ওভারে খেলে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১১৮/৭, ২০১২ সালে চেস্টার-লি-স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
• পুরো ২০ ওভার খেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন। ২০২১ সালে মিরপুরেই অস্ট্রেলিয়া ১০৮ রানে অলআউট হয়েছিল। ওই সিরিজেই আরেকবার অস্ট্রেলীয়রা ৪ উইকেটে ১১৭ রান করে।
• বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১২৬/২, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবুধাবিতে।

আরও পড়ুন
মিরাজের ৪/১২…
১১৬ ম্যাচে স্বীকৃতি টি-টোয়েন্টি ক্যারিয়ারে মিরাজের সেরা বোলিং
ছবি: প্রথম আলো

• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজের সেরা বোলিং। আগের সেরা ৩/১৭, ২০২২ সালে দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে।
• ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা ২/২৬, এই সিরিজের প্রথম ম্যাচে হাসান মাহমুদের।
• ১১৬ ম্যাচে স্বীকৃতি টি-টোয়েন্টি ক্যারিয়ারে মিরাজের সেরা বোলিং। আগের সেরা ৪/১৬, ২০২১-২২ মৌসুমে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে। ২০ ওভারের ক্রিকেটে এ দুবারই ৪ উইকেট পেয়েছেন মিরাজ।

আরও পড়ুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি পঞ্চমবার এক ম্যাচে বাংলাদেশের আট বোলার বোলিং করলেন।

রেহান আহমেদ
ছবি: প্রথম আলো
১৮ বছর ২১১ দিন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় রেহান আহমেদ। আগের রেকর্ড স্টুয়ার্ট ব্রডের। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের দিন ব্রডের বয়স ছিল ২০ বছর ৬৫ দিন। তিন সংস্করণেই ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় রেহান।

আরও পড়ুন