লিস্ট ‘এ’: মাশরাফিকে পেছনে ফেলে দ্রুততম শতকের রেকর্ড হাবিবুরের

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন হাবিবুর রহমানফেসবুক

শতক পেয়েছেন মাত্র ৪৯ বলে। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটিও লেখা হলো নতুন করে।

মাশরাফি বিন মুর্তজাকে পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম শতক এখন হাবিবুর রহমানের। আজ কক্সবাজারে বিসিএল ওয়ানডেতে এই রেকর্ড গড়েন উত্তরাঞ্চলের উদ্বোধনী ব্যাটসম্যান হাবিবুর।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০১ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৯ বলে ১০০ রান করেন হাবিবুর। রেকর্ডটি গড়ার পথে মারেন ৭ চার ও ৮ ছক্কা।

সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন সিরাজগঞ্জের ছেলে হাবিবুর
ফেসবুক

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড ছিল মাশরাফির। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে শতক করেছিলেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল নারায়ণগঞ্জের ফতুল্লায়।

তবে ২৪ বছর বয়সী হাবিবুরের আজকের রেকর্ড লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসের দ্রুততম ১০ শতকের তালিকায় জায়গা পায়নি। এ তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাগার্ক

গত ৭ অক্টোবর দেশটির ঘরোয়া টুর্নামেন্ট দ্য মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ১৩ ছক্কা, ১০ চারে মাত্র ২৯ বলে শতক পূরণ করেন ফ্রেজার-ম্যাগার্ক। তাসমানিয়ার বিপক্ষে সে ম্যাচ হয়েছিল অ্যাডিলেডে।

গত অক্টোবরে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার–ম্যাগার্ক
এক্স

২৯ বলে শতক তুলে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড (৩১ বলে শতক) ভেঙে দেন আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া তরুণ ফ্রেজার-ম্যাগার্ক।