ফাওয়াদের শিশুপুত্রের স্মরণে ম্যাক্সওয়েল–ওয়ার্নারদের কালো আর্মব্যান্ড

আজ নেদারল্যান্ডসের বিপক্ষে কালো বাহুবন্ধনী নিয়ে খেলতে নামেন স্টিভেন স্মিথরাছবি: এএফপি

লেগ স্পিনার ফাওয়াদ আহমেদের চার মাস বয়সী সন্তানের মৃত্যুতে শোক জানিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ২৩ অক্টোবর ছেলের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন ফাওয়াদ। দিল্লিতে আজ ডাচদের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া।

এক্সে এক পোস্টে ফাওয়াদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ছোট্ট ফেরেশতা, আবার দেখা হবে। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ভোগার পর আমার ছেলে এই কঠিন ও কষ্টকর লড়াইয়ে হেরে গেছে। আমার বিশ্বাস, তুমি আরেকটু ভালো কোনো জায়গায় গেছ, আমরা তোমাকে অনেক মিস করব। আশা করি, আর কেউ এই কষ্টের মধ্য দিয়ে না যাক। প্রার্থনার আবেদন।’

ফাওয়াদের ছেলের মৃত্যুতে শোক জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘শিশুপুত্রের মৃত্যুতে অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের সমবেদনা সাবেক অস্ট্রেলিয়া লেগ স্পিনার ফাওয়াদ আহমেদের প্রতি। ফাওয়াদ, তার পরিবার ও বন্ধুদের এই কঠিন সময়ে আমাদের সমবেদনা।’

জন্মের পর থেকে অসুস্থ ছিল ফাওয়াদের ছেলে, তবে ঠিক কোন রোগ, সেটি চিকিৎসকেরা ধরতে পারেননি। গত সেপ্টেম্বরে ক্রিকেটডটকমডটএইউকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ বলেছিলেন, ‘এটা খুবই অপ্রত্যাশিত। সন্তানের জন্মের পর আপনি রোমাঞ্চিত থাকবেন, কিন্তু এরপরই হুট করে এমন কঠিন পরিস্থিতি। জানিও না কী হতে চলেছে।’

আরও পড়ুন

নিজেদের তখনকার জীবন নিয়ে তিনি বলেন, ‘আমাদের জীবন পুরোপুরি বদলে গেছে। প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি, হাসপাতালে যেতে প্রস্তুত হই। এরপর সন্ধ্যায় ফিরে আসি। এই চলছে, এর বাইরে কিছু না।’

পাকিস্তানে জন্ম নেওয়া ফাওয়াদ এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, সব কটি ছিল ২০১৩ সালে। গত মৌসুমেও বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন তিনি। পিএসএল, সিপিএলেও খেলেছেন এখন পর্যন্ত ১৬৮টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলা ফাওয়াদ।

ফাওয়াদ ও তাঁর স্ত্রীর তিন বছর বয়সী একটি মেয়ে আছে।