আফগানিস্তানের নেতৃত্বে ফিরলেন রশিদ খান

আফগানিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খানছবি: এএফপি

আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে রশিদ খানকে। গত বিশ্বকাপের পর এ সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মোহাম্মদ নবী।

এর আগে তিন সংস্করণেই আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে রশিদের। ২০১৯ সালে তিন মাসের জন্য টি-টোয়েন্টিতে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন এ লেগ স্পিনার। সে সময় তাঁর অধীনে সাতটি ম্যাচ খেলে তিনটিতে জিতেছিল আফগানিস্তান।

এরপর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার দায়িত্ব দেওয়া হয় রশিদকে। তবে কোনো ম্যাচে দায়িত্ব পালন করার আগেই সরে দাঁড়ান তিনি। সে সময় রশিদ বলেছিলেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড দল নির্বাচনে তাঁর পরামর্শ নেয়নি।

এর আগে তিন সংস্করণেই আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন রশিদ খান
ছবি: এএফপি

রশিদের বদলে সে সময় দায়িত্ব দেওয়া হয় নবীকে। মজার ব্যাপার, নবীও এবার দায়িত্ব ছাড়ার পর বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির ঘাটতির সঙ্গে নির্বাচক কমিটির সঙ্গে তাঁর বনিবনা না হওয়ার কারণ উল্লেখ করেছিলেন।

এবার রশিদের প্রথম দায়িত্ব হবে আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত সফরে, যেখানে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুন

দায়িত্ব পাওয়ার পর রশিদ বলেছেন, ‘অধিনায়কত্ব বিশাল এক দায়িত্ব। দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আমার আছে। ছেলেরা দারুণ, তাদের সঙ্গে আমার বোঝাপড়া ভালো, আমি স্বচ্ছন্দও। আমরা একসঙ্গে থাকার চেষ্টা করব, সবকিছু ঠিকঠাক রাখতে কঠোর পরিশ্রম করব। যাতে করে আমাদের দেশ ও জাতির জন্য গর্ব আর আনন্দ বয়ে আনতে পারি।’

রশিদকে দায়িত্ব দেওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন, ‘রশিদ খান আফগানিস্তান ক্রিকেটে বড় একটি নাম। বিশ্বজুড়ে এ সংস্করণে খেলার অনেক অভিজ্ঞতা তার। এ সংস্করণে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে সে।’

সব মিলিয়ে এখন পর্যন্ত রশিদের অধীনে আফগানিস্তান খেলেছে ১৬টি ম্যাচ, জিতেছে ৭টি। এর মধ্যে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ও আছে।