৮ রানের জন্য যে রেকর্ড ছুঁতে পারেননি নাজমুল
প্রথম ইনিংসে ১৪৮, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫—গল টেস্টে ২৭৩ রান নাজমুল হোসেনের। জোড়া সেঞ্চুরি করা বাংলাদেশ অধিনায়ক অল্পের জন্যই আরেকটি বড় রেকর্ড নিজের করে নিতে পারেননি। রেকর্ডটি এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার।
২০১৮ সালের জানুয়ারি থেকেই যে রেকর্ডের মালিক মুমিনুল হক। ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৮১ রান করেছিলেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৭৬ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৫। টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি পাওয়া মুমিনুল ভেঙেছিলেন তামিম ইকবালের রেকর্ড।
২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৩২ রান করেছিলেন তামিম। প্রথম ইনিংসে ২৫ ও দ্বিতীয় ইনিংসে ২০৬ রান তামিম ডাবল সেঞ্চুরি করার পথে ইমরুল কায়েসকে নিয়ে ৩১২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। টেস্টের দ্বিতীয় ইনিংসে যা উদ্বোধনী জুটির রেকর্ড হিসেবে টিকে আছে এখনো।
তামিমের আগের রেকর্ডটা ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০১৩ সালে গলে ১০ রানের জন্য বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হতে না পারলেও ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন আশরাফুল। প্রথম ইনিংসে ১৯০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২২, মোট ২১২ রান করেছিলেন আশরাফুল।
গলে নাজমুলের ২৭৩ অবশ্য দেশের বাইরে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি রান করার রেকর্ড। দেশের বাইরে বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের রেকর্ড ছিল ২১৭ রান। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসেই করেছিলেন ২১৭ রান। দ্বিতীয় ইনিংসে সাকিব ফিরেছিলেন কোনো রান না করেই।
এক টেস্টে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গ্রাহাম গুচের। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৪৫৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। গুচ প্রথম ইনিংসে করেছিলেন ৩৩৩, দ্বিতীয় ইনিংসে ১২৩। টেস্ট ক্রিকেট এক ম্যাচে কোনো ব্যাটসম্যানকে ৪০০ রান করতে দেখে ওই ম্যাচেই।