একাধিকবার জোড়া সেঞ্চুরি, নাজমুলের পাশে আছেন যাঁরা

গল টেস্টে দ্বিতীয়বার সেঞ্চুরি পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনএএফপি

জোড়া সেঞ্চুরি—এক টেস্টে কোনো ব্যাটসম্যানের দুই ইনিংসেই সেঞ্চুরিকে এই শব্দযুগল দিয়েই বোঝানো হয়। ইংরেজিতে যে কীর্তিকে বলা হয় ‘সেঞ্চুরি ইন ইচ ইনিংস’। ১৯০৯ সালে প্রথম কোনো ব্যাটসম্যানকে জোড়া সেঞ্চুরি করতে দেখেছিল টেস্ট ক্রিকেট। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে যে কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ারেন বার্ডসলি। প্রথম ইনিংসে ১৩৬ করার পর দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করেছিলেন।

আজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টেস্ট ক্রিকেটকে ৯৬তম জোড়া সেঞ্চুরি উপহার দিলেন। তবে ব্যাটসম্যানের সংখ্যা ৯৬ নয়, ৭৮ জন। নাজমুলসহ ১৫ জন ব্যাটসম্যান যে একাধিকবার জোড়া সেঞ্চুরি করেছেন। তাঁদের মধ্যে তিনজনের আবার এই কীর্তি আছে তিনবার করে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল ছাড়া জোড়া সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হকের। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি করেছিলেন মুমিনুল।

টেস্টে একাধিকবার জোড়া সেঞ্চুরি

১৬
জোড়া সেঞ্চুরি করা ১৬তম অধিনায়ক নাজমুল। তাঁদের মধ্যে রিকি পন্টিং অধিনায়ক হিসেবেই তিনবার জোড়া সেঞ্চুরি পেয়েছেন।
২৫
সবচেয়ে বেশি জোড়া সেঞ্চুরি অস্ট্রেলীয়দের। ১৩ জোড়া সেঞ্চুরি নিয়ে দুইয়ে ইংল্যান্ড।
১৬
সবচেয়ে বেশি জোড়া সেঞ্চুরি হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার অস্ট্রেলিয়ার বিপক্ষে।
টেস্টের নবীনতম দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদেরই কোনো জোড়া সেঞ্চুরি নেই।
আরও পড়ুন
সবচেয়ে বেশি জোড়া সেঞ্চুরি দেখেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল।
জোড়া সেঞ্চুরি করে দুই ইনিংসেই অপরাজিত থাকা একমাত্র ব্যাটসম্যান শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা।
দুই ইনিংসেই ১৫০ ছাড়িয়েছেন শুধু অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার।
ছয়বার একই টেস্টে দুজন ব্যাটসম্যান জোড়া সেঞ্চুরি পেয়েছেন। সর্বশেষ ২০২৪ সালে সিলেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
টেস্ট অভিষেকে জোড়া সেঞ্চুরি আছে দুজনের—ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো ও পাকিস্তানের ইয়াসির হামিদ।
ইংল্যান্ডের গ্রাহাম গুচ ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা একই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরি পেয়েছেন। গুচ ১৯৯০ সালে ভারতের বিপক্ষে ও সাঙ্গাকারা ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে।
এক ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি পেয়েছেন ছয়জন।