একাধিকবার জোড়া সেঞ্চুরি, নাজমুলের পাশে আছেন যাঁরা
জোড়া সেঞ্চুরি—এক টেস্টে কোনো ব্যাটসম্যানের দুই ইনিংসেই সেঞ্চুরিকে এই শব্দযুগল দিয়েই বোঝানো হয়। ইংরেজিতে যে কীর্তিকে বলা হয় ‘সেঞ্চুরি ইন ইচ ইনিংস’। ১৯০৯ সালে প্রথম কোনো ব্যাটসম্যানকে জোড়া সেঞ্চুরি করতে দেখেছিল টেস্ট ক্রিকেট। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে যে কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ারেন বার্ডসলি। প্রথম ইনিংসে ১৩৬ করার পর দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করেছিলেন।
আজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টেস্ট ক্রিকেটকে ৯৬তম জোড়া সেঞ্চুরি উপহার দিলেন। তবে ব্যাটসম্যানের সংখ্যা ৯৬ নয়, ৭৮ জন। নাজমুলসহ ১৫ জন ব্যাটসম্যান যে একাধিকবার জোড়া সেঞ্চুরি করেছেন। তাঁদের মধ্যে তিনজনের আবার এই কীর্তি আছে তিনবার করে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল ছাড়া জোড়া সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হকের। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি করেছিলেন মুমিনুল।