- পরের টেস্ট শুরু ২৫ জুন
- ১২ বছর পর গলে ড্র
- ৬ উইকেট দরকার বাংলাদেশের
- ম্যাথুজ আউট, দরকার ৭ উইকেট
- ৭ ওভারে ৯ রান
- চা বিরতি
- ৫ ওভারে শ্রীলঙ্কার ২৭
- ২য়ইনিংস ডিক্লেয়ার করলেন নাজমুল
- আবারও সেঞ্চুরি নাজমুলের
- জাকের আউট
- নেমেই বোল্ড লিটন!
- একটু পরই শুরু হবে খেলা
- থেমেছে বৃষ্টি
- আবারও বৃষ্টি
- লাঞ্চের আগে ২৪৭ রানের লিড বাংলাদেশের
- রোদ উঠেছে
- বড় লিডের পথে বাংলাদেশ
- কোথায় থামবে বাংলাদেশ?
- চতুর্থ দিন শেষে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ
- নাজমুলের ফিফটি
- লিড দেশ শ ছাড়িয়ে
- রান আউট থেকে বাঁচলেন মুশফিক
- সাদমানের আউটে ভাঙল ৬৮ রানের জুটি
- এক শ পেরিয়ে বাংলাদেশ
- সাদমানের ফিফটি
- ৭৫ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
- হতাশই করলেন এনামুল
- ১০ রানের লিড পেল বাংলাদেশ
- লাঞ্চের পর অন্য বাংলাদেশ, ১০ বলের মধ্যে নিয়েছে ৩ উইকেট!
- ‘পথের কাঁটা’ কামিন্দুও আউট
- হাসানের আরেকটি উইকেট
- লাঞ্চের আগে ২টি উইকেটই সাফল্য বাংলাদেশের
- কামিন্দু মেন্ডিসের ফিফটি
- কুশল মেন্ডিসকে হাসান না লিটন ফেরালেন?
- ধনঞ্জয়া আউট, নিজের ওপর বিরক্তও কি?
- চতুর্থ দিনে কত দূর যাবে শ্রীলঙ্কা?
- ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করল শ্রীলঙ্কা
- নিশাঙ্কাকে ডাবল সেঞ্চুরি করতে দিলেন না হাসান মাহমুদ
- ম্যাথুসকে ফেরালেন মুমিনুল
- টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস নিশাঙ্কার
- শক্ত ভিত শ্রীলঙ্কার, চা বিরতিতে দুই দল
- চান্ডিমালকে ফেরালেন নাঈম
- চান্ডিমালের ফিফটি
- নিশাঙ্কার সেঞ্চুরি
- বাড়ছে বাংলাদেশের বোলারদের হতাশা
- নিশাঙ্কার ফিফটি
- লাঞ্চের আগে ১০০ শ্রীলঙ্কার
- লঙ্কানদের টানছেন নিশাঙ্কা–চান্ডিমাল
- প্রথম উইকেট তাইজুলের
- ৫০০ হলো না বাংলাদেশের
- তৃতীয় দিনে কতক্ষণ টিকতে পারবে বাংলাদেশ?
- মুশফিকের পর লিটনও আউট
- মুশফিক আউট, ফিরলেন ১৬৩ রান করে
- ৪টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা
- গলে রোদের উঁকি
- গলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে
- বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় যদি আলস্য জাগে...
- বৃষ্টিতে থামল খেলা, আকাশে কালো মেঘের ঘনঘটা
- লিটনের ফিফটি
- বাংলাদেশের চার শ
- মুশফিকের কীর্তি
- মুশফিক–লিটন জুটিতেই লাঞ্চ বিরতি
- দুটি ক্যাচ মিস ও সাড়ে তিন শ রান
- মুশফিক–লিটনের জুটি গড়ার চেষ্টা
- সুইং পাচ্ছেন আসিথা ফার্নান্দো
- দ্বিতীয় দিনে মাঠে নামার অপেক্ষা
- মুশফিকের ১২তম টেস্ট সেঞ্চুরি
- মুশফিক–নাজমুলের ২০০ রানের জুটি
- নাজমুলের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি
- মুশফিক–নাজমুলের ১৫০ রানের জুটি
- দারুণ এক সেশন কাটাল বাংলাদেশ
- নাজমুল–মুশফিকের ফিফটি ও সেঞ্চুরিও
- মুশফিক–নাজমুল ৫০ পেরিয়ে, বাংলাদেশও ১০০ পেরিয়ে...
- প্রথম সেশনে বাংলাদেশ ৯০/৩
- দুর্দান্ত ক্যাচে আউট মুমিনুল
- যেভাবে আউট সাদমান
- ৩২ রানের মধ্যে ২২ রানই মুমিনুলের
- জুটি গড়ার চেষ্টা...
- শূন্য রানে ফিরলেন এনামুল
- এনামুল ও সাদমানে শুরু বাংলাদেশের
- চার বিশেষজ্ঞ বোলারের বাংলাদেশ
- শ্রীলঙ্কা একাদশ
- মেহেদী হাসানের জায়গায় দলে নাঈম হাসান
- টস
- আকাশ মেঘলা...
- স্বাগতম
পরের টেস্ট শুরু ২৫ জুন
ড্র–তে শেষ হলো বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজের গল টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট গড়াবে কলম্বোতে, শুরু হবে ২৫ জুন।
১২ বছর পর গলে ড্র
তাইজুল ইসলাম জোরালো আবেদন করেছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি ধনাঞ্জয়া ডি সিলভাকে। রিভিউ নিয়েও দেখা গেল, বল ছুঁয়ে যায়নি ব্যাট। দিনের খেলার তখনও ৫ ওভার বাকি। তবে ড্র মেনে নেন নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে ফেরা শুরু করেন ড্রেসিংরুমে।
১২ বছর পর গলে কোনো টেস্ট ড্র হলো। ২০১৩ সালে আগের ঘটনাটিও ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার, মাঝে চলে গেছে ২৬ ম্যাচ। এখন পর্যন্ত গলে ৪৫ ম্যাচের ৭টি ড্র হয়েছে।
৩ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ শেষদিন শুরু করেছিল বাংলাদেশ। ঘণ্টাখানেক খেলা হওয়ার পর বৃষ্টি নেমে আসে। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে খেলা। শুরু হওয়ার পর বাংলাদেশ আবার ব্যাটিংয়ে নামে। প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও নাজমুল সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ২৮৫ রানে গিয়ে।
২৯৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার ৪ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ৩টিই পেয়েছেন তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯৫ ও ৮৭ ওভারে ২৮৫/৬ ডি. (নাজমুল ১২৫, সাদমান ৭৬, মুশফিক ৪৯; থারিন্দু ৩/১০২)। শ্রীলঙ্কা: ৪৮৫ ও ৩২ ওভারে ৭২/৪ (নিশাঙ্কা ২৪, কামিন্দু ১২*, ডি সিলভা ১২*; তাইজুল ৩/২৩, নাঈম ১/২৯)। ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন।
ক্যাচ ছাড়লেন মুশফিক
খেলা বাকি আর ৮ ওভার। এমন সময়ে ক্যাচ ছেড়ে দিলেন মুশফিকুর রহিম। তাইজুলের বলে এগিয়ে এসে খেলেছিলেন কামিন্দু মেন্ডিস, মিড অফে দাঁড়ানো মুশফিক তাঁর বাঁ দিকে ঝাপিয়ে পড়েও ক্যাচটা নিতে পারেননি।
৭ ওভারে ৬ উইকেট নিতে হবে বাংলাদেশকে। ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
১০ ওভার বাকি
দিনের খেলা আর ১০ ওভার বাকি। বাংলাদেশের এখনও দরকার ৬ উইকেট। তা নিতে মরিয়া দেখা যাচ্ছে বোলার–ফিল্ডারদের। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কোনো তাড়া নেই, তাঁরা ধীরে ধীরে এগোতে চাইছেন ড্রয়ের দিকে।
৬ উইকেট দরকার বাংলাদেশের
আরও একটি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। দুর্দান্ত এক ডেলেভারিতে তিনি বোল্ড করেছেন দিনেশ চান্ডিমালকে। ৪৪ বলে ৬ রান করে তাঁর বিদায়ে চতুর্থ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। বাকি ৬ উইকেট নেওয়ার জন্য বাংলাদেশের হাতে আছে ১৩ ওভার।
ম্যাথুজ আউট, দরকার ৭ উইকেট
আগের বলে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু পিচিং আউটসাইড লেগ হওয়ায় বেঁচে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। পরের বলেই তিনি সিলি মিড অফে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়েছেন। নিজের শেষ টেস্ট ইনিংসে তাইজুলের বলে আউট হওয়ার আগে ৪৫ বল খেলে ৮ রান করেছেন ম্যাথুস।
ড্রেসিংরুমে ফেরার আগে বাংলাদেশের প্রায় সব খেলোয়াড়রাই এসে করমর্দন করেছেন ম্যাথুসের সঙ্গে। অভিবাদন পেয়েছেন দর্শক, সতীর্থদের কাছ থেকেও।
৭ ওভারে ৯ রান
বিরতির পর ৭ ওভার খেলা হয়েছে। কিন্তু বলার মতো তেমন কিছু হয়নি। শ্রীলঙ্কা ধীরে ধীরে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের বোলাররাও ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেননি।
১৫ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ৪১।
এই সেশনে বলার মতো কিছু না হলেও আগেরটিতে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন। দুই ইনিংসেই সেঞ্চুরি করে অনেকগুলো রেকর্ডই তিনি নতুন করে লিখেছেন। সেসবের বিস্তারিত পড়তে পারেন নিচে দেওয়া লিংকে।
চা বিরতি
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৮ ওভার ব্যাট করার পর এল চা বিরতির ঘোষণা। ৩৪ রানে এখন ২ উইকেট নেই স্বাগতিকদের। শেষ সেশনে জয়ের জন্য তাঁদের ২৬২ রান দরকার, বাংলাদেশের ৮ উইকেট।
দুই ওভারে দুই উইকেট নেই শ্রীলঙ্কার
আগের ওভারে তাইজুল পেয়েছিলেন প্রথম উইকেট। পরেরটির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। নাঈম হাসান ফিরিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কাকে। শর্ট মিডউইকেটে দাঁড়ানো নাজমুলের হাতে ক্যাচ তুলে ২৫ বলে ২৪ রান করে ফিরেছেন।
শ্রীলঙ্কার এখন ৩৪ রান, ২ উইকেট নেই। বাকি ৮ উইকেট নেওয়ার জন্য বাংলাদেশে হাতে এখনও আছে ৩০ ওভার।
তাইজুল এনে দিলেন প্রথম উইকেট
নিজের তৃতীয় ওভারে এসে উইকেট পেলেন তাইজুল ইসলাম। তাঁর বলে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন লাহিরু উদারা, কিন্তু বলের কাছাকাছি যেতে পারেননি। উইকেটের পেছনে কোনো ভুল করেননি লিটন দাসও। ১৩ বলে ৯ রান করা উদারাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাইজুল।
৫ ওভারে শ্রীলঙ্কার ২৭
২৯৬ রানের লক্ষ্য। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে শ্রীলঙ্কা পায় ৯ রান। পাঁচ ওভারে তাঁরা করেছে ২৭। বাংলাদেশের বোলাররা এখনও উইকেটের দেখা পাননি।
২য়ইনিংস ডিক্লেয়ার করলেন নাজমুল
সেঞ্চুরি পাওয়ার পর আরও দুই ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। ৮৭ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ২৮৫ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলেন অধিনায়ক নাজমুল হোসেন।
দুই ইনিংস মিলিয়ে ২৯৫ রানের লিড নিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৯৬ রান করতে হবে শ্রীলঙ্কাকে। স্বাগতিকেরা এ লক্ষ্য তাড়া করবে নাকি ড্রয়ের জন্য খেলবে সেটা বড় প্রশ্ন।
দিনের খেলা বাকি ৩৭ ওভার।
১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নাজমুল। অন্য প্রান্তে ২৩ বলে ৭ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ১০২ রানে ৩ উইকেট নেন লঙ্কান স্পিনার থারিন্দু রত্নায়েকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯৫ ও ২৮৫/৬ ডি. (নাজমুল ১২৫*, সাদমান ৭৬, মুশফিক ৪৯, মুমিনুল ১৪, নাঈম ৭* এনামুল ৪, লিটন ৩; থারিন্দু ১০২/৩, মিলান ১/২৬, জয়াসুরিয়া ১/৯২)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৮৫।
আবারও সেঞ্চুরি নাজমুলের
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৮৫ ওভারে ২৫৯/৬। দুই ইনিংস মিলিয়ে ২৬৯ রানের লিড বাংলাদেশের।
গলে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন নাজমুল। দ্বিতীয় ইনিংসেও আজ সেঞ্চুরি তুলে নিলেন। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬ তম ক্রিকেটার নাজমুল। টেস্ট এ নিয়ে দ্বিতীয়বার দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন নাজমুল। প্রথমবার করেছিলেন ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।
টেস্টে ১৪ তম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরি করলেন নাজমুল।
আজ থারিন্দু রত্নায়েকের করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৮৫ তম ওভারে দ্বিতীয় বলে রিভার্স সুইপে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল।
১৯০ বলে ১০০ রানে অপরাজিত নাজমুল।
আজ নাজমুলের আগে টেস্ট অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের মার্চে সিলেটে। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
প্রথম কীর্তিটি গড়েছিলেন ১৯৪৭ সালে নটিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যালান মেলভিল। অধিনায়ক হিসেবেই তিন ম্যাচেই জোড়া সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের।
জাকের আউট
জাকের কী করতে চাইলেন, তিনিই জানেন। থারিন্দুর লেগ স্টাম্পের বাইরে করা হাওয়ায় ভাসানো বলে ভারসাম্য হারিয়ে স্টাম্পড হয়েছেন। করেছেন ২ রান।
বাংলাদেশের রান ২৪৯। লিড ২৫৯ রানের।
নেমেই বোল্ড লিটন!
মাত্র ৫ বল খেলতে পেরেছেন ৩ রান করে আউট।
থারিন্দু রত্নায়েকের বলটি লেগ সাইডে পরে দারুণ বাঁক নিয়ে স্টাম্পে আঘাত হেনেছে। লিটন পুরোপুরি পরাস্ত।
ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলী। নাজমুল ৯২ রানে অপরাজিত।
একটু পরই শুরু হবে খেলা
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে খেলা। অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে খেলা পুনরায় শুরু হবে।
বৃষ্টির কারণে বাংলাদেশ সময় ১১টা ৩৫ মিনিটে খেলা বন্ধ হয়ে দুপুর ২ টা ৪০ মিনিটে খেলা শুরু হয়েছে। আলো থাকা সাপেক্ষে আজ শেষ দিনের খেলা হবে বাংলাদেশ সময় ৬টা ১৫ মিনিট পর্যন্ত।
ক্রিজে নাজমুলের নতুন সঙ্গী লিটন দাস।
থেমেছে বৃষ্টি
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, এখন বৃষ্টি নেই। রোদ উঠেছে। আকাশও ভালো। তবে এই অবস্থা থেকেও যদি আর বৃষ্টি না হয়, তবু কাভার আর কাভারে জমে থাকা পানি সরিয়ে খেলা শুরু হতে অন্তত ঘন্টাখানেক লাগবে।
আবারও বৃষ্টি
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, আবারও বৃষ্টি শুরু হয়েছে।
আপডেট: প্রবল বৃষ্টি হচ্ছে এখন।
লাঞ্চের আগে ২৪৭ রানের লিড বাংলাদেশের
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭৬ ওভারে ২৩৭/৪। দুই ইনিংস মিলিয়ে ২৪৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
৭৬তম ওভারের শেষ বলে মুশফিক ৪৯ রানে রান আউট হওয়ার পর বৃষ্টি নামায় বন্ধ ছিল খেলা। একটু পরে রোদ উঠলেও খেলা আর পুনরায় শুরু হয়নি। এরই মধ্যে লাঞ্চের বিরতি দিয়েছেন আম্পায়াররা।
নাজমুল এক প্রান্তে ১৬৮ বলে ৮৯ রানে অপরাজিত।
৫৭ ওভারে ১৭৭/৩ স্কোর নিয়ে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে ১ উইকেট হারানোর বিনিময়ে ১৯ ওভারে ৬০ রান তুলেছে বাংলাদেশ।
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, রোদ ওঠায় মাঠ থেকে কাভার সরানো হলেও পরে রোদের মধ্যেই মাঠে আবার কাভার নিয়ে আসা হয়েছে।
চলছে ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজও। সিরিজের প্রথম দিনেই নতুন ইতিহাস লিখেছেন জয়সোয়াল। জানতে চান? তাহলে পড়ুন...
রোদ উঠেছে
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, বৃষ্টি থামার পর রোদ উঠেছে মাঠে। তবে আকাশে মেঘ আছে।
রান আউট মুশফিক, এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ
মিড অনে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন মুশফিক। ডিরেক্ট থ্রোতে হয়ে গেছেন রান আউট। তাতে এক রানের জন্য ফিফটি পাওয়া হয়নি তাঁর।
মুশফিকের বিদায়ের পরই নামে বৃষ্টি। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ।
বাংলাদেশের রান ৪ উইকেটে ২৩৭। নাজমুল অপরাজিত আছেন ৮৯ রানে। বাংলাদেশের লিড ২৪৭।
বড় লিডের পথে বাংলাদেশ
১৮৭ রানের লিড নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম এখন পর্যন্ত যোগ করেছেন আরও ১৯ রান।
বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬।
কোথায় থামবে বাংলাদেশ?
গল টেস্টে আজ শেষ দিন। এরই মধ্যে ১৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। জিততে হলে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামিয়ে অলআউট করতে হবে। তার আগে স্কোরবোর্ডে চাই ভালো পুঁজি। সেজন্য আজ কতক্ষণ ব্যাট করবে বাংলাদেশ সেটা বড় প্রশ্ন।
আগের দিনের দুই অপরাজিত মুশফিকুর রহিম (২২*) ও নাজমুল হোসেন (৫৬*) আজ ব্যাটিংয়ে নেমেছেন।
চতুর্থ দিন শেষে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫৭ ওভারে ১৭৭/৩। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ১৮৭ রানে এগিয়ে।
দিনের শেষ ওভারটা করলেন কামিন্ডু মেন্ডিস। তাঁর ডানহাতি অফ স্পিন থেকে নাজমুল নিলেন এক রান, মুশফিকও এক রান। দিনের শেষ ওভারে দুই রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
স্কোরবোর্ডে ১৭৭/৩, প্রথম ইনিংসে ১০ রানের লিড থাকায় দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ দল এগিয়ে ১৮৭ রানে। নাজমুল ৫৬, মুশফিক ২২ রানে ব্যাট করছেন। দুজনে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে।
আগামীকাল গল টেস্টের পঞ্চম ও শেষ দিন। বাংলাদেশ দলকে জিততে হলে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামিয়ে অলআউট করতে হবে। তবে তার আগে দরকার হবে স্কোরবোর্ডে ভালো পুঁজি। যাতে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে অলআউট করা না গেলেও প্রয়োজনীয় রান যাতে তুলে নিতে না পারে।
স্কোরকার্ড (চতুর্থ দিন শেষে)
বাংলাদেশ: ৪৯৫ ও ১৭৭/৩ (সাদমান ৭৬, নাজমুল ৫৬*, মুশফিক ২২*; রত্নায়েকে ১/১৩)। শ্রীলঙ্কা: প্রথম ইনিংসে ৪৮৫ (নিশাঙ্কা ১৮৭, কামিন্ডু ৮৭, চান্ডিমাল ৫৪; নাঈম ৫/১২১, হাসান ৩/৭৪)।
নাজমুলের ফিফটি
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫৬ ওভারে ১৭৫/৩। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ১৮৫ রানে এগিয়ে।
প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন এবার দ্বিতীয় ইনিংসে করলেন ফিফটি। ইনিংসের ৫৬তম ওভারের তৃতীয় বলে থারিন্ডুকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটিতে পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক।
লিড দেশ শ ছাড়িয়ে
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫১ ওভারে ১৫১/৩। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ১৬১ রানে এগিয়ে।
চতুর্থ দিনের শেষ ঘণ্টার খেলা চলছে। এরই মধ্যে বাংলাদেশের লিড ১৫০ ছাড়িয়ে গেছে। প্রথম ইনিংসে ৪৯৫ রান তোলা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫০–এ পৌঁছেছে।
ব্যাট করছেন নাজমুল হোসেন (৩৮) ও মুশফিকুর রহিম (১৪)।
রান আউট থেকে বাঁচলেন মুশফিক
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৬ ওভারে ১৩২/৩। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ১৪২ রানে এগিয়ে।
ইনিংসের ৪৬তম ওভারের দ্বিতীয় বলে রানআউট থেকে বেঁচেছেন মুশফিকুর রহিম। মিড অফে বল ঠেলে এক রান নিতে চেয়েছিলেন। ভাগ্য ভালো, দিনেশ চান্ডিমালের থ্রো সরাসরি স্টাম্পে লাগেনি। বল স্টাম্প ঘেঁষে যাওয়ার সময় মুশফিক কয়েক গজ দূরে ছিলেন। বেঁচেছেন ৪ রানে।
সাদমানের আউটে ভাঙল ৬৮ রানের জুটি
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১৩২/৩। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ১৪২ রানে এগিয়ে।
মিলান রত্নায়েকের বলটি পিচ করেছিল অফ স্টাম্পের বেশ বাইরে। তবে ভেতরে ঢুকে আঘাত হেনেছে সাদমান ইসলামের প্যাডে। এলবিডব্লুর আবেদনে সাড়া দিতে সময় নেননি আম্পায়ার।
দারুণ খেলতে থাকা সাদমান ফিরলেন ১২৬ বলে ৭৬ রান করে। ভাঙল নাজমুল হোসেনের সঙ্গে তাঁর ৬৮ রানের তৃতীয় উইকেট জুটি।
নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দ্বিতীয় বলেই বল তাঁর ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে গেছে। আরেক প্রান্তে নাজমুল অপরাজিত ৩৩ রানে।
এক শ পেরিয়ে বাংলাদেশ
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৪ ওভারে ১০৫/২। দুই ইনিংস মিলিয়ে ১১৫ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
৩২তম ওভারে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে রান ১০০ পেরিয়ে গেল। তৃতীয় উইকেটে সাদমান ও নাজমুল অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়েছেন।
সাদমান ৬২ ও নাজমুল ২৪ রানে অপরাজিত।
সাদমানের ফিফটি
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৪ ওভারে ৭৫/২। দুই ইনিংস মিলিয়ে ৮৫ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
থারিন্দু রত্নায়েকের করা ২৪তম ওভারের প্রথম বলে ডিপ কাভারে ১ রান নিয়ে ফিফটি তুলে নিলেন সাদমান ইসলাম। তাঁর টেস্ট ক্যারিয়ারে এটি ষষ্ঠ ফিফটি।
৭৫ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
দ্বিতীয় সেশনে ২৯.২ ওভারের খেলা হয়েছে। ৮৫ রান ওঠার বিনিময়ে দুই দলের ইনিংস মিলিয়ে উইকেট পড়েছে মোট ৬টি।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে এই সেশনে ২ উইকেটে ৬৫ রান তুলেছে বাংলাদেশ।
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এ পর্যন্ত ৭৫ রানের। সাদমান ৬৭ বলে ৪৪ ও অধিনায়ক নাজমুল ৫ বলে ২ রানে অপরাজিত।
যেভাবে ফিরলেন মুমিনুল
স্পিনার থারিন্দু রত্নায়েকের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন মুমিনুল। ভালো খেলতে খেলতে ১৪ রান করে ফিরে গেছেন এই বাঁহাতি। তাঁর আউটে সাদমানের সঙ্গে ৩৬ রানের জুটি ভাঙল।
বাংলাদেশের রান ২ উইকেটে ৬৪।
এগােচ্ছেন সাদমান–মুমিনুল
স্বচ্ছন্দেই খেলছেন সাদমান–মুমিনুল। এনামুল ৪ রানে ফিরে গেলেও সাদমান অপরাজিত আছেন ৩৭ রানে। ১১ রানে ব্যাটিং করছেন মুমিনুল।
বাংলাদেশের রান ১ উইকেটে ৫৪।
হতাশই করলেন এনামুল
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৮ ওভারে ২৪/১। ৩৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ইনিংসে ১০ বলে শূন্য রানে আউট হন ওপেনার এনামুল হক। আজ দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে নেমে আরও ১০ বল বেশি খেলে ৪ রান করে আউট হলেন। দুই ইনিংস মিলিয়ে হতাশই করলেন এ ব্যাটসম্যান।
প্রবাত জয়াসুরিয়ার করা ৮ম ওভারে পঞ্চম বলটি একটু উঠেছিল অফ স্টাম্পের বাইরে। এনামুল অযথাই খোঁচা মেরে আউট হলেন।
তিনে নেমেছেন মুমিনুল হক। সাদমান অন্য প্রান্তে ২৭ বলে ১৯ রানে অপরাজিত।
১০ রানের লিড পেল বাংলাদেশ
১৩১তম ওভারের দ্বিতীয় বলে আসিতা ফার্নান্ডোকে বোল্ড করে শ্রীলঙ্কাকে তাদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট করলেন স্পিনার নাঈম।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪৩.২ ওভার বোলিং করে ১২১ রানে ৫ উইকেট পেলেন নাঈম। টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট পেলেন এই অফ স্পিনার। আগের তিনবার পেয়েছেন দেশের মাটিতে। এবার বিদেশের মাটিতে প্রথমবার বোলিং করেই পেলেন ৫ উইকেট।
বাংলাদেশ আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল। এরপর শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হওয়ায় ১০ রানের লিড পেল বাংলাদেশ।
গলে কাল ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ ৩৮.২ ওভারে ১১৭ রানে বাকি ৬ উইকেট হারিয়ে অলআউট হয় স্বাগতিকরা।
গতকাল শুধু দিনেশ চান্ডিমালের উইকেট নিয়েছিলেন নাঈম। আজ ফিরিয়েছেন কামিন্দু, ধনঞ্জয়া, থারিন্দু ও আসিতাকে।
ধারাভাষ্যকারেরা জানিয়েছেন, চতুর্থ দিনে আরও ৫৭ ওভারের খেলা হবে।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৮৫ (নিশাঙ্কা ১৮৭, কামিন্দু ৮৭, চান্ডিমাল ৫৪, ম্যাথুস ৩৯, মিলান ৩৯, উদারা ২৯, ধনঞ্জয়া ১৯, জয়াসুরিয়া ১১*; নাঈম ৫/১২১, হাসান ৩/৭৪, মুমিনুল ১/২৮, তাইজুল ১৫৬/১)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৯৫।
লাঞ্চের পর অন্য বাংলাদেশ, ১০ বলের মধ্যে নিয়েছে ৩ উইকেট!
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১২৮ ওভারে ৪৭১/৯। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
১২৭তম ওভারের তৃতীয় বল থেকে ১২৮তম ওভারের শেষ বল—এই ১০টি ডেলিভারির মধ্যে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের লিড ছোঁয়ার আগেই দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় শ্রীলঙ্কা।
১২৭তম ওভারে হাসান মাহমুদ মিলান রত্নায়েকে তুলে নেওয়ার পরের ওভারের প্রথম বলে কামিন্দু এবং শেষ বলে থারিন্দু রত্নায়েকে (০) ফেরান নাঈম। বাংলাদেশের এই স্পিনার এরই মধ্য নিয়েছেন ৪ উইকেট।
‘পথের কাঁটা’ কামিন্দুও আউট
৮৭ রান করা কামিন্দু মেন্ডিস বাংলাদেশের পথে ‘কাঁটা’ হয়েছিলেন। তাঁকে ১২৮তম ওভারের প্রথম বলে দারুণ এক ডেলিভারিতে উইকেটকিপার লিটন দাসের ক্যাচে পরিণত করেন স্পিনার নাঈম হাসান। এর মধ্য দিয়ে কামিন্দুর ১৪৮ বলের ইনিংসটি থামল।
ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রবাত জয়াসুরিয়া।
হাসানের আরেকটি উইকেট
শ্রীলঙ্কা: ১২৭ ওভারে ৪৭০/৭। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২৫ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
১২৭তম ওভারে হাসানের করা তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে একটু খাটো লেংথে ছিল। পুল করতে গিয়ে বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন মিলান রত্নায়েকে। ৮৩ বলে ৩৮ রানে আউট হলেন এই বাঁহাতি। এর মধ্য দিয়ে দুজনের ১৫৩ বলে ৮৪ রানের জুটিও ভাঙল।
ক্রিজে নতুন ব্যাটসম্যান থারিন্দু রত্নায়েকে। কামিন্দু অন্য প্রান্তে ৮৭ রানে অপরাজিত।
লাঞ্চের আগে ২টি উইকেটই সাফল্য বাংলাদেশের
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১২৪ ওভারে ৪৬৫/৬। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৩০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
আজ চতুর্থ দিন সকালের সেশনে ৯৭ রান তোলার বিনিময়ে ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। খেলা হয়েছে ৩১ ওভারের।
সকালের সেশনে ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ১৯ রান করা ধনঞ্জয়াকে ৯৬তম ওভারে ফেরান স্পিনার নাঈম হাসান। ৫ রান করা কুশল মেন্ডিসকে ১০১তম ওভারে ফেরান পেসার হাসান মাহমুদ।
সপ্তম উইকেটে কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যান। কামিন্দু ১৩৯ বলে ৮৩ এবং রত্নায়েকে ৭৬ বলে ৩৮ রানে অপরাজিত।
কামিন্দু মেন্ডিসের ফিফটি
ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পেলেন কামিন্দু মেন্ডিস। বাঁহাতি এই ব্যাটসম্যানের সেঞ্চুরিও আছে পাঁচটি। লিড পেতে হলে দ্রুতই কামিন্দুকে আউট করতে হবে বাংলাদেশের।
শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৩৯৫।
কুশল মেন্ডিসকে হাসান না লিটন ফেরালেন?
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১০২ ওভারে ৩৮৬/৬। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১০৯ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
স্কোরবোর্ডে কুশল মেন্ডিসের উইকেটের পাশে হাসান মাহমুদের নাম লেখা থাকবে। কারণ বোলিংটা তিনি করেছেন। কিন্তু কুশলের আউটের পেছনে তাঁর অবদান সামান্যই!
১০১তম ওভারে হাসানের শেষ বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছিল। কুশল চাইলে বলটি ছাড়তেও পারতেন। কী মনে করে ব্যাটে খেলতে গিয়ে ঠিকমতো লাগাতে পারেননি। বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পথে দারুণ এক ডাইভে ক্যাচটি নেন উইকেটকিপার লিটন। ১৭ বলে ৫ রানে ফিরলেন কুশল।
আটে নেমেছেন মিলান রত্নায়েকে। কামিন্দু অন্য প্রান্তে ৪৬ রানে অপরাজিত।
ধনঞ্জয়া আউট, নিজের ওপর বিরক্তও কি?
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯৬ ওভারে ৩৭৭/৫। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১১৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
ড্রেসিং রুমে ফেরার পথে ধনঞ্জয়ার চোখমুখ দেখে মনে হলো, নিজের ওপর তিনি কিছুটা বিরক্ত। হবেন না কেন? বাজে এক শট খেলে যে আউট হয়েছেন!
নাঈমের করা ৯৬তম ওভারের শেষ বলটি লেগ স্টাম্পে পরে বের হয়ে যাচ্ছিল। ধনঞ্জয়া তা ব্যাটে খেলার চেষ্টা করে ঠিকমতো লাগাতে পারেননি। বল তাঁর ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে।
৩৬ বলে ১৯ রানে ফিরলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া। এর মধ্য দিয়ে তাঁদের ৪৬ রানের জুটিও ভাঙল। ক্রিজে নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিস।
চতুর্থ দিনে কত দূর যাবে শ্রীলঙ্কা?
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯৫ ওভারে ৩৭৫/৪। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১২০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
গলে রৌদ্রজ্জ্বল দিন। আগের দিনের দুই অপরাজিত ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস আজ চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নেমেছেন।
দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকার ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড পিচ রিপোর্টে জানিয়েছেন, উইকেটে ফাটল স্পষ্ট এবং তা ভাঙতে শুরু করবে। অর্থাৎ উইকেট আস্তে আস্তে স্পিনারদের হয়ে উঠেছে।
বাংলাদেশ দলও চতুর্থ দিন সকালের সেশনে স্পিনার নাঈমকে দিয়ে বোলিং শুরু করিয়েছে। পরের ওভারে অবশ্য অন্য প্রান্ত থেকে এসেছে পেসার হাসান মাহমুদ।
ধনঞ্জয়া ১৮ ও কামিন্দু ৪১ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করল শ্রীলঙ্কা
বাংলাদেশের চেয়ে ১২৭ রানে পিছিয়ে থেকে গল টেস্টের তৃতীয় দিনটা শেষ করেছে শ্রীলঙ্কা। ১৫ মিনিট আগে শুরু দিনটা শ্রীলঙ্কা শেষ করেছে ৪ উইকেটে ৩৬৮ রান তুলে। এর আগে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে।
শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৪৭ রানে। অভিষিক্ত লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান তাইজুল ইসলাম। এরপর দিনেশ চান্ডিমালকে (৫৪) নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫৭ রান যোগ করেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা। নাঈম হাসান চান্ডিমালকে আউট করার পর বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে ৮৯ রান যোগ করেন নিশাঙ্কা।
অনিয়মিত স্পিনার মুমিনুল হকের হঠাৎ লাফিয়ে ওঠা বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাথুস (৩৯)। এরপর ফিরেছেন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগানো নিশাঙ্কা। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান ফিরেছেন হাসান মাহমুদলের বলে বোল্ড হয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৭ রান করে। বাংলাদেশ নতুন বল নিয়ে প্রথম ওভারেই পেয়ে যায় নিশাঙ্কার উইকেট। এরপর দিনের শেষকটি ওভার কাটিয়ে দিয়েছেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।
আগামীকাল চতুর্থ দিনের খেলাও শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল সোয়া ১০টায়।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৩.৪ ওভারে ৪৯৫ (মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০; আসিতা ৪/৮৬, মিলন ৩/৩৯, থারিন্দু ৩/১৯৬)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৮/৪ (নিশাঙ্কা ১৮৭, চান্ডিমাল ৫৪, ম্যাথুস ৩৯, কামিন্দু ৩৭*, উদারা ২৯, ডি সিলভা ১৭*; মুমিনুল ১/২৪, হাসান ১/৪৯, নাঈম ১/৮৬, তাইজুল ১/১২৬)।
নিশাঙ্কাকে ডাবল সেঞ্চুরি করতে দিলেন না হাসান মাহমুদ
নতুন বল নিয়ে প্রথম ওভারেই উইকেট পেল বাংলাদেশ। ৮৬তম ওভারের তৃতীয় বলে পেসার হাসান মাহমুদ বোল্ড করেছেন ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকা পাতুম নিশাঙ্কাকে। লঙ্কান ওপেনার ফিরলেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৮৭ রানের ইনিংস খেলে। শ্রীলঙ্কা হারাল চতুর্থ উইকেট। উইকেটে এসেছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৩১/৪
ডাবল সেঞ্চুরি ডাকছে নিশাঙ্কাকে
দিনের খেলা বাকি আর ৯ ওভার। শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা এগোচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে। নিশাঙ্কা অপরাজিত আছেন ১৮৭ রানে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটাকে প্রথম ডাবল সেঞ্চুরি বানাতে পারবেন কি না এখন প্রশ্ন সেটিই।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩২৯/৩
ম্যাথুসকে ফেরালেন মুমিনুল
একটু বাউন্স করেছিল মুমিনুলের করা বলটি। সামনে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে শুধু ব্যাটের কানায় লাগাতে পারেন অ্যাঞ্জেলো ম্যাথুস। বলটি উড়ে গিয়ে আশ্রয় নেয় বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে ম্যাথুস ফিরলেন ৩৯ রান করে। আরেকবার ব্যাটিং করার সুযোগ কি পাবেন ম্যাথুস, নাকি এটিই হয়ে থাকবে শেষ ইনিংস!
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০০/৩ (নিশাঙ্কা ১৬৯*. কামিন্দু ৬*)
১৫০ পেয়ে গেলেন নিশাঙ্কা
টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস খেলে আরও বড় কিছুর দিকে এগোচ্ছেন নিশাঙ্কা। শ্রীলঙ্কাও এগোচ্ছে বড় সংগ্রহের দিকে। বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েছেন নিশাঙ্কা।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৭৫/২ (নিশাঙ্কা ১৫৯*, ম্যাথুস ৩০*)।
টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস নিশাঙ্কার
নাহিদ রানার করা ওভারের প্রথম বলে ১ রান নিয়ে টেস্টে নিজের আগের সর্বোচ্চ ছুঁয়েছিলেন পাতুম নিশাঙ্কা। দুই বল পর আবার স্ট্রাইক পেয়েই চার মেরে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা পেয়ে যান নিশাঙ্কা। ১৭ টেস্টের ক্যারিয়ারে শ্রীলঙ্কান ওপেনারের আগের সর্বোচ্চ ছিল ১২৭। গত বছর ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সেটি পেয়েছিলেন। সেই নিশাঙ্কা এখন ব্যাট করছেন ১৩৬ রান নিয়ে।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৪৯/২
শক্ত ভিত শ্রীলঙ্কার, চা বিরতিতে দুই দল
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৬০ ওভারে ২৩৩/২। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২৬২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
দ্বিতীয় সেশনে ৩৩ ওভারে ১৩৩ রান তোলার বিনিময়ে ১ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।
এই সেশনে ৫২তম ওভারে চান্ডিমালকে (৫৪) ফেরান স্পিনার নাঈম। এরপর তৃতীয় উইকেটে নিশাঙ্কার সঙ্গে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে যান শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস।
নিশাঙ্কা ১৭৯ বলে ১২৬ ও ম্যাথুস ৩০ বলে ২১ রানে অপরাজিত।
চান্ডিমালকে ফেরালেন নাঈম
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫২ ওভারে ২০৪/২। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২৯১ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
দীর্ঘ সময় পর সাফল্যের দেখা পেলেন বাংলাদেশের বোলাররা। নাঈমের করা ৫২তম ওভারের পঞ্চম বলে লেগ স্লিপে সাদমানকে ক্যাচ দিয়ে ফিরলেন ১১৯ বলে ৫৪ রান করা চান্ডিমাল।
এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে চান্ডিমাল–নিশাঙ্কার ২৩৮ বলে ১৫৭ রানের জুটিও ভাঙল।
ক্রিজে নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস। এটি তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট। ক্রিজে যাওয়ার আগে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ম্যাথুসকে গার্ড অব অনার দিলেন বাংলাদেশের ফিল্ডাররা। গলের গ্যালারিতে করতালি।
চান্ডিমালের ফিফটি
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫০ ওভারে ২০৩/১। শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ২৯২ রানে পিছিয়ে।
পাতুম নিশাঙ্কার সেঞ্চুরির পর ফিফটির দেখা পেলেন দিনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ব্যাটসম্যানের এটি ৩৩তম টেস্ট ফিফটি, বাংলাদেশের বিপক্ষে পঞ্চম।
আরেকটি হতাশার তথ্য হলো, বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাঁচটি সেঞ্চুরিও আছে চান্ডিমালের। আজকের ফিফটিকেও নিশ্চয় সেঞ্চুরিতে রূপান্তর করার চেষ্টা করবেন তিনি।
নিশাঙ্কা ১১৭ ও চান্ডিমাল ৫৪ রানে ব্যাট করছেন।
নিশাঙ্কার সেঞ্চুরি
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৩ ওভারে ১৭৮/১। শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ৩১৭ রানে পিছিয়ে।
টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন পাতুম নিশাঙ্কা। তাঁর সেঞ্চুরি ঠেকাতে এই সেশনে নাহিদ রানাকে প্রথমবার বোলিংয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। কিন্তু লাভ হয়নি।
নাহিদের ওভারের তৃতীয় বলে চার মেরে ৯৯ রানে পৌঁছান নিশাঙ্কা। পঞ্চম বলে সিঙ্গেলে নিয়ে পূরণ করেন সেঞ্চুরি। লঙ্কান এই ওপেনারের আগে দুই টেস্ট সেঞ্চুরি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ওভালে (১২৭*) ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় (১০৩)। দেশের মাটিতে এটিই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি।
বাড়ছে বাংলাদেশের বোলারদের হতাশা
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪২ ওভারে ১৭২/১। শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ৩২৩ রানে পিছিয়ে।
তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাঈম হাসানকে ঘুরিয়ে–ফিরিয়ে বোলিংয়ে আনছেন অধিনায়ক নাজমুল হোসেন। কিন্তু কাজ হচ্ছে হচ্ছে না। বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়েই চলেছেন পাতুম নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমাল। দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১২৫ রান। নিশাঙ্কা সেঞ্চুরির সুবাস (৯৫*) পাচ্ছেন, চান্ডিমাল আছেন ফিফটির পথে (৪৫*)।
নিশাঙ্কার ফিফটি
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩২ ওভারে ১১৮/১। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৩৭৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে (ইনিংসের ২৯.১) টেস্ট ক্যারিয়ারে নিজের ৮ম ফিফটি তুলে নিলেন পাতুম নিশাঙ্কা।
দ্বিতীয় উইকেটে ১১৮ বলে এ পর্যন্ত ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। নিশাঙ্কা ৫৭ ও চান্ডিমাল ২৯ রানে অপরাজিত।
লাঞ্চের আগে ১০০ শ্রীলঙ্কার
গলে আজ তৃতীয় দিন সকালের সেশনে ২৯.৪ ওভারের খেলা হয়েছে। বাংলাদেশ এর মধ্যে খেলেছে ২.৪ ওভার।
১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রানে রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করার পর আজ ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ।
শ্রীলঙ্কা দল এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগে ২৭ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ১০০ রান তুলেছে। ১৩তম ওভারে লাহিরু উদারাকে (২৯) তুলে নেন স্পিনার তাইজুল। নিশাঙ্কা ৮৩ বলে ৪৬ ও চান্ডিমাল ৪৭ বলে ২২ রানে ক্রিজে অপরাজিত।
বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৩৯৫ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
লঙ্কানদের টানছেন নিশাঙ্কা–চান্ডিমাল
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৩ ওভারে ৮৮/১
অভিষিক্ত লাহিরু উদারা আউট হওয়ার পর ভালোভাবেই পরিস্থিতি সামলে নিচ্ছে শ্রীলঙ্কা। দলকে টানছেন পাতুম নিশাঙ্কা ও অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল। দুজন এরই মধ্যে ৪১ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে তুলেছেন। তবে বাংলাদেশ এখনো ৪০৭ রানে এগিয়ে।
প্রথম উইকেট তাইজুলের
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১২.১ ওভারে ৪৭/১।
ভালোই খেলছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। কিন্তু ১২.১ ওভারে দলীয় ৪৭ রানে তাইজুলকে অন সাইডে খেলতে গিয়ে তাঁর হাতে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৪ বলে ২৯ রান করা উদারা।
তিনে নেমেছেন দিনেশ চান্ডিমাল। নিশাঙ্কা অন্য প্রান্তে ৪১ বলে ১৫ রানে অপরাজিত।
৫০০ হলো না বাংলাদেশের
গল টেস্টে তৃতীয় দিন সকালে মাত্র ২.৪ ওভার টিকল বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫৩.৪ ওভারে আসিতা ফার্নান্ডোর বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে শূন্য রান করা নাহিদ রানা। এর মধ্য দিয়ে শেষ উইকেটটি হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হলো বাংলাদেশ। অন্য প্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত হাসান।
ফিল্ডিংয়ে নামার প্রায় ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশকে অলআউট করল শ্রীলঙ্কা। আজ ১১ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।
৮৬ রানে ৪ উইকেট নিলেন পেসার আসিতা ফার্নান্ডো। ৩টি করে উইকেট মিলন রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
তৃতীয় দিনে কতক্ষণ টিকতে পারবে বাংলাদেশ?
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫২ ওভারে ৪৮৯/৯।
কাল নিজেদের প্রথম ইনিংসে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ কি পাঁচ শ এর দেখা পাবে নাজমুলের দল?
শেষ উইকেট জুটি নাহিদ রানা ও হাসান মাহমুদের কাছে রয়েছে উত্তর।
আজ তৃতীয় দিনে পেসার আসিথা ফার্নান্ডোকে দিয়ে বোলিং শুরু করায় শ্রীলঙ্কা। প্রথম ওভারেই বাউন্সার মেরে নিজের লক্ষ্যটা তিনি পরিস্কার বুঝিয়ে দিয়েছেন। যদিও এই ওভার থেকে একটি চারসহ মোট ৫ রান তুলে নিয়েছে বাংলাদেশ।
আলোকস্বল্পতায় আগেভাগে শেষ দিনের খেলা, বাংলাদেশ ৪৮৪/৯
বৃষ্টি–বিরতির পর ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু গলে আজ শেষ বিকেলে খেলা হতে পারল ২০.৪ ওভার। বৃষ্টি–বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৪২৩। শেষ সেশনে ফিরেছেন ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা মুশফিকুর রহিম, নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন লিটন দাস। এরপর আরও ৩ উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দ্বিতীয় দিনটা শেষ করল ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে।
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে বাংলাদেশ সময় সোয়া ১০টায়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫১ ওভারে ৪৮৪/৯ (মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০; মিলন ৩/৩৮, আসিতা ৩/৯০, থারিন্দু ৩/১৯৬)। (২য় দিন শেষে)
অষ্টম উইকেট হারাল বাংলাদেশ, ৫০০ হবে কি
জাকেরের পর তাইজুলকেও বোল্ড করলেন মিলন রত্নায়েকে। ৬ রান করা তাইজুলকে ফিরিয়ে বাংলাদেশের স্কোরটাকে ৪৮৩/৮ বানিয়ে দিলেন এই পেসার। নিজের পরের ওভারেই নাঈম হাসানকে ফিরিয়ে তৃতীয় উইকেট পেয়ে যান মিলন। নাঈম ফিরেছেন ১১ রান করে দলকে ৪৮৪ রানে রেখে।
মুশফিক–লিটনের পর আউট জাকের
বেশিক্ষণ টিকলেন না জাকের আলী। দলকে ৪৭৪ রানে রেখে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন জাকের। মিলন রত্নায়েকের বলে বোল্ড হয়েছেন ১৬ বলে ৮ রান করা ব্যাটসম্যান। ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারানো বাংলাদেশ ৫০০ করতে পারবে কি না, সেটিই প্রশ্ন।
মুশফিকের পর লিটনও আউট
টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার নড়বড়ে নব্বইয়ের ঘরে আউট হলেন লিটন। মুশফিকের মতো দলকে ৪৫৮ রানে রেখেই আউট হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। স্পিনার থারিন্দু রত্নায়েকেকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন ৯০ রান করা লিটন।
লিটন এর আগে ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৪ ও ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রান করে আউট হয়েছিলেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশিবার ৯০–এর ঘরে আউট হয়েছেন শুধু মুশফিক—৪ বার।
মুশফিক আউট, ফিরলেন ১৬৩ রান করে
প্রথম দিনের লাঞ্চের আগে উইকেটে এসেছিলেন মুশফিকুর রহিম। সেই মুশফিক ফিরলেন দ্বিতীয় দিনের শেষ সেশনে। ৩৫০ বলে ১৬৩ রান করে আসিতা ফার্নান্ডোর বলে এলবিডব্লু হয়েছেন মুশফিক। রিভিউ নিয়েছিলেন, তবে অল্পের জন্যই সফল হননি। আম্পায়ার্স কলের কারণেই উইকেটটি পেয়েছেন আসিতা। মুশফিকের বিদায়ে ভাঙল ১৪৯ রানের পঞ্চম উইকেট জুটি। উইকেটে এসেছেন জাকের আলী।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫৮/৫ (লিটন ৯০*, জাকের ০*)।
৪৫০ পেয়ে গেল বাংলাদেশ, ৮০–র ঘরে লিটন
নিজেদের টেস্ট ইতিহাসে ১৮তম বার ৪৫০ ছুঁয়েছে বাংলাদেশ। এর ৬ বারই শ্রীলঙ্কার বিপক্ষে। মুশফিকুর রহিম ১৬৩ ও লিটন দাস ৮৬ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫২/৪।
খেলা আবার শুরু হলো
প্রায় আড়াই ঘণ্টা পর আবার শুরু হয়েছে গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা। মিলন রত্নায়েকে দীর্ঘ অপেক্ষার পর শেষ করেছে তাঁর ওভার।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২৯/৪ (মুশফিক ১৬০*, লিটন ৬৬*)।
৪টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা
বাংলাদেশ সময় ৪টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা খেলা। আর বৃষ্টি না হলে কিংবা আলোকস্বল্পতা না হলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সাড়ে ৬টা) পর্যন্ত চলার কথা খেলা। ওভারের হিসাবে আরও ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা।
মাঠ পরিদর্শনে আম্পায়াররা
গলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোদ উঁকি দিয়েছে। উইকেটের কাভার সরানো হয়েছে। আম্পায়াররাও মাঠ পরিদর্শন করেছেন। তবে আউটফিল্ডে অনেক জায়গা এখনো কাভারে ঢাকা।
গলে রোদের উঁকি
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, কালো মেঘ সরে গিয়ে আকাশে রোদ উঁকি দিয়েছে। বৃষ্টি থেমেছে। উইকেট থেকে কাভার সরানো হয়েছে। এখন মাঠকর্মীরা মাঠ খেলার উপযোগী করার চেষ্টা করছেন।
গলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, এখনো সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পুরো মাঠ কাভারে ঢাকা।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় যদি আলস্য জাগে...
গলে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় যদি শরীরে আলস্য ভর করে কিংবা কিছুই করার না থাকে, তাহলে জেনে নিতে পারেন ক্লাব বিশ্বকাপে মেসির সঙ্গে দেখা হলো কোন কিংবদন্তির। ক্লিক করুন নিচের লিংকে—
সেই নীল জার্সি ও কিংবদন্তিকে পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন মেসি
আর ভুললে চলবে না আজ ১৮ জুন। ২০ বছর আগে এই দিনে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় সেই জয় মনে আছে তো? সেই ম্যাচের পর প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম বেশ আলোচনার জন্ম দিয়েছিল। চাইলে নিচের লিংকে ক্লিক করে ডুব দিতে পারেন হিরণ্ময় সেই নস্টালজিয়ায়—
বৃষ্টিতে থামল খেলা, আকাশে কালো মেঘের ঘনঘটা
বৃষ্টি হানা দেওয়ায় দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনে ১৩.২ ওভার পর বন্ধ হয়েছে খেলা।
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, পুরো মাঠ ঢাকা হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিও নামছে। আকাশ অনেক কালো হয়ে আসছে।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩০.২ ওভারে ৪২০/৪।
মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে ২০৫ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
লিটনের ফিফটি
বাংলাদেশ ৪ উইকেটে ৪০৪।
ওয়ানডে মেজাজেই শুরু থেকেই খেলেছেন লিটন। দুয়েকবার জীবনও পেয়েছেন। এভাবে খেলেই টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি পেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
বাংলাদেশের চার শ
মুশফিকের কীর্তি
মুশফিক–লিটন জুটিতেই লাঞ্চ বিরতি
বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৭ ওভার ৩৮৩/৪।
গলে আজ দ্বিতীয় দিনে প্রথম সেশনে ২৭ ওভারের খেলা হয়েছে। নাজমুলের উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে বাংলাদেশ।
২৭২ বলে ১৪১ রানে অপরাজিত মুশফিক। অন্য প্রান্তে ৫৭ বলে ৪৩ রানে অপরাজিত লিটন। পঞ্চম উইকেটে ১২৫ বলে ৭৪ রানের জুটি গড়েছেন দুজন।
আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া নাজমুল আজ সকালের সেশনে তাঁর ইনিংসে ১২ রান যোগ করে আসিথা ফার্নান্ডোর বলে আউট হন। এর মধ্য দিয়ে মুশফিক ও নাজমুলের ৪৮০ বলে ২৬৪ রানের জুটি ভাঙে।
কিন্তু লিটন ক্রিজে আসার পর তাঁকে নিয়ে আবারও জমাট ব্যাটিং শুরু করেন মুশফিক। লিটন একটু আক্রমণাত্বক হলেও মুশফিক বড় ইনিংস খেলার স্বপ্ন নিয়ে ব্যাট করছেন। ধীর–স্থির ব্যাট করছেন বাংলাদেশের এই কিংবদন্তি।
লাঞ্চ বিরতির আগে শেষ ২০ মিনিটে স্পিনাররা বাঁক পেতে শুরু করেন। অর্থাৎ, দিন যত গড়াবে উইকেট আরও ভাঙলে স্পিনাররা আরও বেশি সুবিধা পাবেন।
দুটি ক্যাচ মিস ও সাড়ে তিন শ রান
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৯ ওভারে ৩৫৬/৪।
১০৮তম ওভারের চতুর্থ বলে মুশফিকের ফিরতি ক্যাচ হাতে রাখতে পারেননি স্পিনার প্রবাত জয়াসুরিয়া। এগিয়ে এসে বেশ জোরে মেরেছিলেন মুশফিক। থারিন্দু রত্নায়েকের করা পরের ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ডাইভ দিয়েও লিটনের ক্যাচ নিতে পারেননি নিশাঙ্কা। পরের তিন বলে তিনটি চার মারার পথে বাংলাদেশের সংগ্রহ সাড়ে তিন শ পার করেন লিটন।
লিটন ২৭ ও মুশফিক ১৩০ রানে অপরাজিত। দুজনের জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৪৮ রান।
মুশফিক–লিটনের জুটি গড়ার চেষ্টা
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৩ ওভারে ৩২৭/৪।
নাজমুল আউট হওয়ার পর জুটি গড়ার চেষ্টা করছেন লিটন ও মুশফিক। ৪২ বলে এ পর্যন্ত ১৯ রানের জুটি গড়েছেন দুজন।
মুশফিক ১২০ ও লিটন ৮ রানে অপরাজিত।
ভাঙল মুশফিক–নাজমুলের ২৬৪ রানের জুটি
আগের দিন শেষে নাজমুলের কাছ থেকে ডাবল সেঞ্চুরির প্রত্যাশার কথা জানিয়েছিলেন মুশফিক। কিন্তু আজ সে প্রত্যাশা পূরণ করতে পারেননি নাজমুল। ব্যক্তিগত ১৪৮ রানে পেসার ফার্নান্ডোর বলে ক্যাচ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসকে। নাজমুলের বিদায়ের মধ্য দিয়ে ভাঙল ২৬৪ রানের অনবদ্য জুটিটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাস।
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৯/৪ ( মুশফিক ১১০*, লিটন ০)।
সুইং পাচ্ছেন আসিথা ফার্নান্দো
বাংলাদেশ প্রথম ইনিংস: ৯৪ ওভারে ৩০১/৩।
দ্বিতীয় দিনে সকালের সেশনে হালকা সুইং পাচ্ছেন শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। তবে এখন পর্যন্ত তাঁকে খেলতে কোনো সমস্যায় পড়েননি মুশফিক ও নাজমুল।
মুশফিক ১৯৪ বলে ১০৯ ও নাজমুল ২৭০ বলে ১৪১ রানে ব্যাট করছেন। ৪৬২ বলে ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছে তারা।
দ্বিতীয় দিনে মাঠে নামার অপেক্ষা
গল টেস্টে দ্বিতীয় দিনে মাঠে নামার অপেক্ষায় মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। প্রথম আলোর ক্রীড়া সম্পাদক গল থেকে ছবিটি পাঠিয়েছেন।
৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
মুশফিক ও নাজমুল যখন জুটি বাঁধলেন ৪৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। এরপর গলে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ আর উইকেট হারায়নি। তাঁদের অবিচ্ছিন্ন ২৪৭ রানের জুটিতে ভর করে প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। অধিনায়ক নাজমুল হোসেন ১৩৬ রানে ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। নাজমুল পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, মুশফিক পেয়েছেন ১২তম সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪*, এনামুল ০, মুমিনুল ২৯, নাজমুল ১৩৬*, মুশফিক ১০৫*; থারিন্দু ২/১২৪, আশিতা ১/৫১)। (১ম দিন শেষে)
মুশফিকের ১২তম টেস্ট সেঞ্চুরি
আশিতা ফার্নান্ডোর করা বলটা যখন ইনসাইড এজ হয়ে পেছনের দিকে গেল ভয়ের একটা চোরাস্রোত বয়ে গিয়েছিল মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় থাকা সবার মনেই। তবে বলটা উইকেটকেও ফাঁকি দিয়ে পেছনে চলে যেতেই নাজমুলের ডাকে সাড়া দিয়ে ১ রান নিয়ে সেঞ্চুরি পেয়ে যান মুশফিক। টেস্টে এটি তাঁর ১২তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুলের–১৩টি।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৮১/৩ (নাজমুল ১২৯*, মুশফিকু ১০১*)।
মুশফিক অপরাজিত ৯৯
গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রান করেছিলেন মুশফিকুর রহিম। এরপর খেলা ৭ টেস্টের ১৩ ইনিংসে ফিফটিও পাননি মুশফিক। এই ১৩ ইনিংসে তাঁর সর্বোচ্চ ছিল ৪০। গল টেস্টে ফিফটি করে ফর্মে ফেরা মুশফিক করে ফেলেছেন ৯৯ রান। আর ১ রান পেলেই টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পেয়ে যাবেন।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৩/৩
মুশফিক–নাজমুলের ২০০ রানের জুটি
চতুর্থ উইকেটে ২০০ রানের জুটি গড়েছেন মুশফিক ও নাজমুল। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় ২০০ ছাড়ানো জুটি। ২৬৬ ও ২২২ রানের প্রথম দুটি জুটিই জিম্বাবুয়ের বিপক্ষে। আজকের জুটির মতো আগের দুটি ২০০ ছাড়ানো জুটিতেও এক পাশে ছিলেন মুশফিক। সেই দুই জুটিতেই মুশফিকের সঙ্গী ছিলেন মুমিনুল হক।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭/৩।
নাজমুলের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি
প্রবাত জয়াসুরিয়াকে সুইপ করে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা পেয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। ২০২৩ সালের নভেম্বরের পর টেস্টে নাজমুলের এটি প্রথম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়।
নাজমুলের দরকার ২ রান
টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি থেকে ১ রানে দূরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।মুশফিককে নিয়ে চতুর্থ উইকেটে ১৮৬ রান যোগ করেছেন নাজমুল।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩১/৩
মুশফিক–নাজমুলের ১৫০ রানের জুটি
টেস্টে চতুর্থ উইকেটে অষ্টমবার ১৫০ রানের জুটি দেখল বাংলাদেশ। এর পাঁচটিতে এক পাশে ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়বার চতুর্থ উইকেটে ১৫০ ছাড়াল বাংলাদেশ। এই জুটিতে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ দুবার ১৫০ পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।
দারুণ এক সেশন কাটাল বাংলাদেশ
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৮ ওভারে ১৮২/৩।
দ্বিতীয় সেশনটি বাংলাদেশের। দারুণ ব্যাট করেছেন মুশফিক ও নাজমুল। এই সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ৩০ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলেছে বাংলাদেশ। নাজমুল ১৪৩ বলে ৭০ ও মুশফিক ১১১ বলে ৬৬ রানে অপরাজিত।
২৮ ওভারে ৩ উইকেটে ৯০ রান তুলে প্রথম সেশনের খেলা শেষ করেছিলেন মুশফিক ও নাজমুল। চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ২৫১ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
নাজমুল–মুশফিকের ফিফটি ও সেঞ্চুরিও
বাংলাদেশ প্রথম ইনিংস : ৪৯ ওভারে ১৫০/৩।
প্রবাত জয়াসুরিয়ার করা ৪৮তম ওভারের দ্বিতীয় বলে বল লেগে ঠেলে একটি রান নিয়ে টেস্টে নিজের ষষ্ঠ ফিফটি তুলে নেন নাজমুল। এর মধ্য দিয়ে চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে তাঁর জুটিতে ১০০ রানও হয়ে গেল।
পরের বলে মুশফিকও পয়েন্টে একটি সিঙ্গেল নিয়ে ২০২৪ সালের আগস্টের পর টেস্টে নিজের প্রথম ফিফটি তুলে নেন। টেস্টে তাঁর ২৮তম ফিফটি। মুশফিক ৫১ ও নাজমুল ৫৩ রানে ব্যাট করছেন।
১৯৭ বলে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। টেস্টে এটা মুশফিক ও নাজমুলের সর্বোচ্চ রানের জুটি।
২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ৯৮ রানের জুটি গড়েছিলেন দুজন। সেটাও চতুর্থ উইকেটেই।
মুশফিক–নাজমুলের ব্যাটিং দেখার অবসরে গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদের পাঠানো লেখাও পড়তে পারেন। ক্লিক করুন নিচের লিংকে।
মুরালির প্রাণে বেঁচে যাওয়া শহরে আরেক ‘সুনামির পূর্বাভাস’ নয় তো
জুটি ভাঙতে না পেরে এবার বাঁ হাতে বোলিং
বাংলাদেশ প্রথম ইনিংস : ৪১ ওভারে ১২৯/৩।
বড় হচ্ছে মুশফিক–নাজমুলের জুটি। ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। মুশফিক ৪১ ও নাজমুল ৪২ রানে অপরাজিত।
শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৯তম ওভারে পঞ্চম বলটি করার আগ পর্যন্ত ডান হাতে অফ স্পিন বোলিং করেছেন। ওই ওভারের শেষ বলে বাঁ হাতে স্পিন বোলিং করেছেন তিনি।
কে এই থারিন্দু রত্নায়েকে? জানতে হলে ক্লিক করুন নিচের লিংকে।
দুই হাতে বোলিং করা আরও এক স্পিনার শ্রীলঙ্কা দলে, কে এই বোলার
মুশফিক–নাজমুল ৫০ পেরিয়ে, বাংলাদেশও ১০০ পেরিয়ে...
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩২ ওভারে ১০৫/৩।
চতুর্থ উইকেটে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক ও নাজমুল। দ্বিতীয় সেশনে খেলার শুরুতেও জমাট ব্যাটিং করছেন দুজন। বাংলাদেশও দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে (৩২তম ওভার) পেরিয়ে গেছে দলীয় ১০০ রান।
নাজমুল ২৬ ও মুশফিক ৩৩ রানে অপরাজিত।
প্রথম সেশনে বাংলাদেশ ৯০/৩
প্রথম সেশনে মোট ২৮ ওভারের খেলা হয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে। অধিনায়ক নাজমুল ৪৩ বলে ২৫ রানে অপরাজিত। অন্য প্রান্তে ৩১ বলে ২০ রানে অপরাজিত মুশফিক। চতুর্থ উইকেটে দুজনে ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।
সিরিজে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম সেশনটি আসলে দুই দলেরই। শূন্য রানে আউট হওয়া ওপেনার এনামুলকে ৫ম ওভারে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৩৪ রানের জুটি গড়েন মুমিনুল ও সাদমান। কিন্তু ৮ বলের মধ্যে অভিষিক্ত থারিন্দু রত্নায়েকের বলে দুজনকেই হারায় বাংলাদেশ।
১৪ রানে আউট হন সাদমান। মুমিনুল আউট হন ২৯ রানে। এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেছেন দুই অভিজ্ঞ নাজমুল ও মুশফিক।
শ্রীলঙ্কার হয়ে ৫২ রানে ২ উইকেট থারিন্দু রত্নায়েকের। ১২ রানে ১ উইকেট ফার্নান্ডোর।
দুর্দান্ত ক্যাচে আউট মুমিনুল
বাংলাদেশ প্রথম ইনিংস : ২০ ওভারে ৫৩/৩।
৮ বলের মধ্যে ২ উইকেট হারাল বাংলাদেশ! এবার শিকার মুমিনুল।
১৫তম ওভারের শেষ বলে সাদমানকে স্লিপে ক্যাচ বানিয়ে আউট করেন থারিন্দু রত্নায়েকে। মাঝে এক ওভার পর ১৭তম ওভারে ফিরে প্রথম বলেই উইকেট পেলেন অভিষিক্ত এই স্পিনার। তাঁর বলে স্লিপে মুমিনুলের দুর্দান্ত ক্যাচ নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া।
৩৩ বলে ২৯ রানে ফিরলেন মুমিনুল। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অন্য প্রান্তে নাজমুল।
যেভাবে আউট সাদমান
সব্যসাচী বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলটিতে সাদমান সামনের পায়ে ভর দিয়ে খেলার চেষ্টা করেন। বলটি একটু নিচু হয়, তারপর হালকা টার্ন করে—যেটুকু দরকার, ঠিক ততটুকুই। স্লিপে থাকা ধনঞ্জয়া ডি সিলভা ক্যাচ নিতে আর ভুল করেননি।
সাদমান করেছেন ১৪ রান। বাংলাদেশের রান ২ উইকেটে ৪৫। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন।
৩২ রানের মধ্যে ২২ রানই মুমিনুলের
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৩ ওভারে ৩২/২।
মুমিনুল একটু আক্রমণাত্বক খেলছেন। ৩ চারে ২৬ বলে ২২ রানে অপরাজিত। সাদমান অন্য প্রান্তে ৪৩ বলে ৯ রানে অপরাজিত। দুজনের জুটিতে এ পর্যন্ত ২৭ রান উঠেছে।
অভিষিক্ত থারিন্দু রত্নায়েকের করা পানি পানের বিরতির আগের ওভারে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান মুমিনুল।
মুহূর্ত...
জুটি গড়ার চেষ্টা...
বাংলাদেশ প্রথম ইনিংস : ১০ ওভারে ২২/১।
সাদমান ও মুমিনুল মিলে ১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। সাদমান ৩৩ বলে ৮ ও মুমিনুল ১৬ বলে ১৩ রানে অপরাজিত।
শূন্য রানে ফিরলেন এনামুল
বাংলাদেশ প্রথম ইনিংস : ৫ ওভারে ৬/১।
অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন এনামুল। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।
তিনে নেমেছেন মুমিনুল হক।
এনামুল ও সাদমানে শুরু বাংলাদেশের
বাংলাদেশ প্রথম ইনিংস : ২ ওভারে বিনা উইকেটে ৫।
বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে নেমেছেন এনামুল হক ও সাদমান ইসলাম। পেসার আসিথা ফার্নান্দোর প্রথম ওভারে একটি চার মারেন সাদমান। এ ওভারে উঠেছে ৫ রান। পরের ওভার মেডেন নেন মিলান রত্নায়েকে।
অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ী টেস্ট শুরুর আগে...
বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। দুই দল মিলে তাঁকে বিদায় জানানোর মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন গল স্টেডিয়ামে অবস্থান করা প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ।
পরিবারকে নিয়ে আবেগঘন মুহূর্তে ম্যাথুস।
চার বিশেষজ্ঞ বোলারের বাংলাদেশ
গল টেস্টে অসুস্থতার জন্য খেলছেন না স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। চোট কাটিয়ে ওঠা পেসার ইবাদত হোসেনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা বাড়ল। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের সঙ্গে স্পিনারও দুজন—তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
শ্রীলঙ্কা একাদশ
মেহেদী হাসানের জায়গায় দলে নাঈম হাসান
টস
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, উইকেট শুকনো এবং শেষে বোলিংয়ের চিন্তা থেকেই তাঁরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়াও টস জিতে আগে ব্যাটিং করতেন বলে জানিয়েছেন। দলে দুজন নতুন মুখ—ব্যাটসম্যান লাহিরু উদারা ও স্পিনার থারিন্দু রত্নায়েকে।
আকাশ মেঘলা...
গল থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, আজ ভোরে বৃষ্টি নেমেছে গলে। এখন অবশ্য থেমেছে। তবে আকাশ কিছুটা মেঘলা। দুই দল মাঠে নেমে গা গরম করছে।
স্বাগতম
গলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচের আবহ ও অতীত চিত্র নিয়ে পড়তে পারেন উৎপল শুভ্রর লেখা। নিচের লিংকে ক্লিক করুন
মুশফিকের প্রেমকাহিনির মঞ্চে ম্যাথুসের বিদায়ী সুর
পরিসংখ্যানের আলোয় টেস্ট শ্রীলঙ্কা–বাংলাদেশ সিরিজের কি অবস্থা? জানতে হলে ক্লিক করুন নিচের লিংকে।
৬০০ শুধুই শ্রীলঙ্কার বিপক্ষে, প্রথম ডাবল সেঞ্চুরি ও আর যত রেকর্ড