ওয়ার্নারকে টুইটার-ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছে হায়দরাবাদ

এক সময় সানরাইজার্স হায়দরাবাদের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ডেভিড ওয়ার্নারবিসিসিআই

আইপিএলে এখন পর্যন্ত একবারই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে হায়দরাবাদের শিরোপাজয়ী দলকে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার। সেই ওয়ার্নারের সঙ্গেই কিনা ফ্র্যাঞ্চাইজিটির সম্পর্ক এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে তাঁকে ব্লক করে দিয়েছে।

আজ দুবাইয়ে বসেছে ২০২৪ আইপিএলের নিলাম। ক্ষুদ্র পরিসরের এ নিলামে সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে কিনে নেয় হায়দরাবাদ।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের দলটি এরপর অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকেও ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নেয়, যা কিছু সময়ের জন্য আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকার শীর্ষে জায়গা করে নেয়। পরে সেটি ভেঙে দেন কামিন্সেরই পেস বোলিং সঙ্গী মিচেল স্টার্ক। বাঁহাতি ফাস্ট বোলার স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে নিজেদের করে নেয় বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

ব্লকের প্রমাণস্বরূপ এই দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন ওয়ার্নার
ইনস্টাগ্রাম

জাতীয় দলের তিন সতীর্থের মধ্যে সবার আগে উদ্বোধনী সঙ্গী ট্রাভিস হেডকে অভিনন্দন জানানোর চেষ্টা করেন ওয়ার্নার। হায়দরাবাদ হেডকে কেনার পর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে যে পোস্ট দেন, সেটিই রিপোস্ট করতে চেয়েছিলেন ওয়ার্নার। কিন্তু শেয়ার দিতে গিয়ে দেখেন, সানরাইজার্স হায়দরাবাদ ইনস্টাগ্রামে তাঁকে ব্লক করে রেখেছে। পরে টুইটারে হেডকে অভিনন্দন জানাতে গিয়ে হায়দরাবাদকে মেনশন করতে গিয়ে লক্ষ্য করেন, সেখানেও ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে ব্লক দিয়ে রেখেছে।

ব্লকের প্রমাণস্বরূপ ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন ওয়ার্নার। ৩৭ বছর বয়সী ওপেনার লিখেছেন, ‘ট্রাভিস হেডের পোস্টটি রিপোস্ট করতে চেয়েছিলাম। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ আমাকে ব্লক দিয়েছে।’

যে ওয়ার্নার হায়দরাবাদকে আইপিএল শিরোপা এনে দিয়েছেন, ৮ মৌসুম দলটার সাফল্য-ব্যর্থতার সবচেয়ে বড় সারথি হয়েছেন, সেই দলই তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দেওয়ায় স্বাভাবিকভাবেই কষ্ট পাওয়ার বা অপমানিত বোধ হওয়ার কথা। হয়তো সে কারণেই বিষয়টি সামনে এনেছেন।

ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ
বিসিসিআই

আইপিএলে ওয়ার্নার বর্তমানে দিল্লি ক্যাপিটালসে খেলছেন। ২০০৯ সালে দিল্লির হয়েই অর্থের ঝনঝনানির এই আসরে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৪ সালে নাম লেখান সানরাইজার্স হায়দরাবাদে। দক্ষিণ ভারতের সংস্কৃতি ধারণ করে ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন।

সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০২১ সালে ব্যাট হাতে রান–খরা তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ওই আসরে মাত্র ৮ ম্যাচ খেলার সুযোগ পান। ১০৭.৭৩ স্ট্রাইক রেটে করেন ১৯৫ রান, যা তাঁর সঙ্গে বড্ড বেমানান। তাঁর নেতৃত্বে দলও একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে নেমে যায়।

আরও পড়ুন

শেষ পর্যন্ত ওয়ার্নারের নেতৃত্ব কেড়ে নিয়ে কেইন উইলিয়ামসনকে নতুন অধিনায়ক বানায় হায়দরাবাদ। তাঁকে দল থেকেও বাদ দেওয়া হয়। গুঞ্জন আছে, একাদশে জায়গা হারানোর পর থেকে তাঁকে নাকি হায়দরাবাদের ড্রেসিংরুমেও ঢুকতে দেওয়া হয়নি। এত অপমানের পরও দলের প্রতি তাঁর নিবেদনের কমতি ছিল না। গ্যালারিতে হায়দরাবাদের পতাকা হাতে সতীর্থদের উজ্জীবিত করতে দেখা যায় তাঁকে।

সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন ডেভিড ওয়ার্নার
এএফপি

২০২১ মৌসুম শেষে হায়দরাবাদের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানেন ওয়ার্নার। ফিরে যান পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিটালসে।