আইপিএলে মোস্তাফিজের আছে আর ৪ ম্যাচ

ম্যাচসেরার পুরস্কার হাতে মোস্তাফিজএক্স/চেন্নাই সুপার কিংস

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে মোস্তাফিজ উইকেট নিয়েছেন ৯টি। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার এখন আছেন ৩ নম্বরে। সমান ১০ উইকেট নিয়ে এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল। এর আগে এবারের আইপিএলে দুই দফায় টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ মাথায় পরেছেন মোস্তাফিজ।  

তাঁর দল চেন্নাইও ভালো করছে। ৫ ম্যাচে ৩ জয়ে চেন্নাই এখন আইপিএলের পয়েন্ট তালিকার ৩ নম্বরে। তবে মোস্তাফিজকে পুরো মৌসুমের জন্য পাচ্ছে না চেন্নাই। বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকতে পারবেন মোস্তাফিজ। এরপর তাঁকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে হবে। ৩০ এপ্রিলের পর তাই তাঁকে দেশে ফিরতে হবে।  

আরও পড়ুন
আইপিএলে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ
এক্স

ওই সময়ের মধ্যে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস খেলবে ৪টি ম্যাচ। এই ৪ ম্যাচে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস (১৪ এপ্রিল), লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (১৯ ও ২৩ এপ্রিল) ও সানরাইজার্স হায়দরাবাদের (২৮ এপ্রিল)। ৪ ম্যাচের দুটি চেন্নাই খেলবে নিজেদের মাঠে। সব ঠিক থাকলে এই ৪ ম্যাচ খেলে দেশে ফিরবেন মোস্তাফিজ।

এদিকে ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই সিরিজের প্রথম ৩ ম্যাচের ভেন্যু চট্টগ্রাম যাবে দলটি। আগামী ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। সিরিজের চট্টগ্রাম পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে আগামী ১০ ও ১২ মে।

আরও পড়ুন