মোস্তাফিজ ফিরলেন চূড়ায়, চেন্নাইও ফিরল জয়ে

মোস্তাফিজুর রহমান। আজ কলকাতার বিপক্ষেআইপিএল

৪ ওভারে ২২ রানে ২ উইকেট। এর মধ্যে ‘ডট’ ১৬টি ডেলিভারি। বাকি ৮টি ডেলিভারিতে দিয়েছেন এই ২২ রান। চারের মার হজম করতে হয়েছে মাত্র তিনটি। মোস্তাফিজুর রহমানের আইপিএলে ফেরাটা তাই ভালোই হলো। তাঁর দল চেন্নাই সুপার কিংস যেহেতু জিতেছে, তাই মোস্তাফিজের আনন্দ আরও বেশি হওয়াই স্বাভাবিক।

আরও পড়ুন

আইপিএলে আজ টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই সুপার কিংস। টসের সময় চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় জানান, মোস্তাফিজ আজ খেলছেন। চেন্নাইয়ের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে ব্যাটিংটা ভালো হয়নি নাইটদের। অধিনায়ক শ্রেয়াস আইয়ারই শুধু ত্রিশোর্ধ্ব রানের (৩৪) ইনিংস খেলতে পেরেছেন। সুনীল নারাইন ২৭ এবং অংকৃশ রঘুবংশী ২৪ রান করেন। ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৩৭ রানে থেমেছে কলকাতা। এই রান তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে চেন্নাই।

২টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ
আইপিএল

কলকাতার ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে নারাইন ও রঘুবংশীর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫৬ রানের জুটি। চেন্নাইয়ের হয়ে ৩৩ রানে ৩ উইকেট পেসার তুষার দেশপান্ডের। ১৮ রানে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার। মোস্তাফিজকে কলকাতার ইনিংসে ২য়, ৬ষ্ঠ, ১৮তম ও ২০তম ওভারে ব্যবহার করেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ।

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছিলেন মোস্তাফিজ। এ কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের চতুর্থ ম্যাচে খেলা হয়নি। ম্যাচটা ৬ উইকেটে হেরেছিল চেন্নাই। গতকাল ভারতে গিয়ে আজ মাঠে নেমেই জয় তুলে নিলেন মোস্তাফিজ। তাঁর দল চেন্নাইও ফিরল জয়ের ধারায়। ৪ ইনিংসে ৯ উইকেট নিয়ে এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারিও মোস্তাফিজ।

মোস্তাফিজের উইকেটসংখ্যা আরও বাড়তে পারত, যদি ১৮তম ওভারে তাঁর বলে চেন্নাই উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি আন্দ্রে রাসেলের ক্যাচটা নিতে পারতেন। মোস্তাফিজের স্লোয়ার বুঝতে পারেননি কলকাতা অলরাউন্ডার। বল তাঁর ব্যাটে লেগে ধোনির গ্লাভস ছুঁয়ে চলে যায়।

আরও পড়ুন

কলকাতার স্বল্প সংগ্রহ তাড়া করতে নেমে চেন্নাইয়ের কোনো অসুবিধাই হয়নি। অধিনায়ক রুতুরাজ ৫৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ২৫ রান করেন ড্যারিল মিচেল এবং শিবম দুবের ব্যাট থেকে এসেছে ২৮ রানের ইনিংস। ২৮ রানে ২ উইকেট নেন কলকাতার পেসার বৈভব অরোরা। ৩০ রানে ১ উইকেট নারাইনের।

৫ ম্যাচে তৃতীয় জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ চেন্নাই। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলকাতা। চেন্নাইয়ের (০.৬৬৬) সঙ্গে রানরেটে এগিয়ে কলকাতা (১.৫২৮)।