ম্যালানকে ছোঁয়ার মিশন সূর্যকুমারের

সূর্যকুমার যাদবছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক সহজাত ব্যাটিংটা করতে পারেননি। বিধ্বংসী ইনিংস খেলতে পারেননি বলে যে রান পাননি, তা নয়। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই দলের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন সূর্যকুমার যাদব।

প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪৭ রান করার পাশাপাশি দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেছেন ৩১ বলে অপরাজিত ২৬ রান। তাতে রেটিং পয়েন্ট কমলেও শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছেন সূর্যকুমার। তৃতীয় টি-টোয়েন্টিতে রান পেলে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক হওয়ার সুযোগ আছে সূর্যের সামনে।

আরও পড়ুন

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক ডেভিড ম্যালান। ২০২০ সালের পয়লা ডিসেম্বর ৯১৫ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রান করার পর সূর্যের রেটিং পয়েন্ট ছিল ৯১০।

সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা
এএফপি

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৬ রান করার পর ২ রেটিং পয়েন্ট কমেছে তাঁর। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি আজ। এই ম্যাচে বড় ইনিংস খেলতে পারলে ম্যালানকে ছাড়িয়ে যাওয়ার বড় সুযোগ আছে সূর্যকুমারের সামনে। র‌্যাঙ্কিংয়ে সূর্যের পর দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ রিজওয়ান। আপাতত আন্তর্জাতিক টি-টোয়েন্টি নেই পাকিস্তানের। তাই স্বাভাবিকভাবেই সূর্যকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত অর্ধশতক করেছিলেন ড্যারেল মিচেল। এই ফিফটিতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন মিচেল। আছেন ২৯ নম্বরে। আট ধাপ এগিয়ে ফিন অ্যালেন আছেন ১৯ নম্বরে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন মিচেল স্যান্টনার। ব্যাটে–বলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ রান করেছিলেন স্যান্টনার। বল হাতেও নিয়েছিলেন ২ উইকেট। ভালো পারফর্ম করার ফলও পেয়েছেন এই অলরাউন্ডার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন স্যান্টনার। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিং পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩ নম্বরে।

অন্যদিকে ওয়ানডে সংস্করণে এই সময়ে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সিরিজ চলছে। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন টেম্বা বাভুমা।

আরও পড়ুন

সিরিজের দ্বিতীয় ম্যাচে তো করেছেন ম্যাচ জেতানো সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে ২৭ ধাপ এগিয়েছেন বাভুমা। আছেন ৪৯ নম্বরে। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রাসি ফন ডার ডুসেন। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই ব্যাটসম্যানের ২৭ রেটিং পয়েন্ট বেড়েছে। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৭৯৫। ৮৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন বাবর আজম।