আমির ফিরবেন, ফিরবেন না
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বছর তিনেক হলো। ২০২০ সালের ডিসেম্বরে তখনকার বোর্ড ও কোচিং স্টাফ সদস্যদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনে অবসরের ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আমির। বর্তমানে জাতীয় দলের অধিনায়ক বাবর আজমসহ অনেকের সঙ্গেই নাকি আমিরের সম্পর্কটাও খুব একটা স্বাভাবিক নয়, এমন গুঞ্জন আছে।
তবে এখনো মোহাম্মদ আমিরকে ভক্তরা জাতীয় দলে দেখতে চান। ভক্তদেরই বা কী দোষ, কিছুদিন পরপরই তো আমিরের জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন শোনা যায়। ভারত বিশ্বকাপের আগে আবারও তেমন গুঞ্জনই কানে আসছে।
হঠাৎ করে আবার এমন কানাঘুষা কেন? আমিরের দলে ফেরার গুঞ্জন শুরু হয় পাকিস্তানের অন্যতম সেরা পেসার নাসিম শাহর ইনজুরির পর থেকে। এশিয়া কাপে কাঁধে চোট পাওয়া নাসিম শাহ আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মিস করতে পারেন।
শুধু বিশ্বকাপই নয়, সামনের ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। বিশ্বকাপের আগে নাসিমের এমন চোট চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে। কে হতে পারেন নাসিমের বিকল্প? সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সমর্থকেরাও এই প্রশ্ন নিয়েই আলোচনা করছেন। অনেকেই মনে করেন নাসিমের বিকল্প হতে পারেন অভিজ্ঞ আমির।
নাসিম ও আমির দুজন দুই ধরনের বোলার। আমিরের সঙ্গে আরও মিল খুঁজে পাওয়া যায় আরেক পেসার শাহিন শাহ আফ্রিদির। আফ্রিদির সঙ্গে আমির নতুন বলের দায়িত্ব নিলে নিঃসন্দেহে আগের মতো বোলিং আক্রমণে ভিন্নতা থাকবে না পাকিস্তানের। তবে যাঁরা আমিরকে চাইছেন, তাঁদের যুক্তি একটাই—আমিরের অভিজ্ঞতা। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এই আমিরই ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন। তাঁর অবসরের পর আর কোনো বড় শিরোপা জিততে পারেনি পাকিস্তান। ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে আমিরকে প্রয়োজন বলেই দাবি তাদের।
প্রশ্ন হচ্ছে, ৩১ বছর বয়সী আমিরের ওই ক্ষুরধার বোলিং কি এখনো আছে? এই প্রশ্নের উত্তরে হয়তো লেটার মার্কসই পেয়ে যাবেন আমির। কারণ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও আছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। ফর্মের বিচারে লেটার মার্কস পাওয়া আমির কি ফিটনেসের প্রশ্নেও পাস নম্বর তুলতে পারবেন?
সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমির এ সময় খেলেছেন শুধু ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট। ৫০ ওভারে ক্রিকেটের ধারেকাছেও ছিলেন না। তাহলে কীভাবে ওয়ানডে বিশ্বকাপের মতো লম্বা টুর্নামেন্টে সেরা ছন্দে খেলবেন?
সিপিএলে সর্বশেষ ম্যাচে চোটও পেয়েছেন আমির। জ্যামাইকার হয়ে এলিমেনটরে খেলতে নেমে মাত্র ৩ বল করেই চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। যদিও আমির নিশ্চয়তা দিয়েছেন যে এটা তেমন গুরুতর নয়।
আমিরের চোটে পড়ার ছবি দিয়ে পাকিস্তান এক সাংবাদিক টুইটে লেখেন, ‘আমির–ভক্তদের জন্য দুঃসংবাদ। অনেকেই আশা করেছিলেন যে অবসর ভেঙে বিশ্বকাপে খেলবেন আমির।’ এই টুইটের জবাব নিজেকে ফিট দাবি করেছেন আমির। টুইটারে লিখেছেন, ‘ ইনশা আল্লাহ আমি ঠিক হয়ে যাব। পেটের সংক্রমণের জন্য চিকিৎসা চলছিল কিছুদিন ধরে। শুধু ক্র্যাম্প হয়েছে। শুক্রবারের মধ্যে ঠিক হয়ে যাব ইনশা আল্লাহ।’
এর আগে অনেকবারই জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন আমির। নিজেকে ফিট দাবি করে কি আরও একবার আবেদন জানিয়ে রেখেছেন পেসার? কে জানে!
পাকিস্তানের হয়ে ৬১ ওয়ানডে, ৫০ টি-টোয়েন্টি আর ৩৬ টেস্ট মিলিয়ে ২৫৯ উইকেট নিয়েছেন আমির। পাকিস্তানের জার্সিতে উইকেটের সংখ্যাটা আরও বাড়বে কি না, তা কিছুদিনের মধ্যেই জানা যাবে।