আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ানডে তুলে দিতে চান তিনি

হাইনরিখ ক্লাসেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেনএএফপি

বয়স কেবল ৩৩। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন ৭ বছর। ক্যারিয়ারের যখন পরিণত সময়, তখনই কিনা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন হাইনরিখ ক্লাসেন। জাতীয় দলকে বিদায় ও ক্যারিয়ার নিয়ে ক্লাসেন কথা বলেছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে।

সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁর কাছে প্রশ্ন ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো কিছু বদলানোর ক্ষমতা থাকলে কী করতেন? উত্তরে তিনি জানিয়েছেন, তেমন সুযোগ থাকলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ তুলে দিতেন। যদিও ৪ বছর পরপর ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে সমস্যা দেখছেন না ক্লাসেন।

ওয়ানডে নিয়ে ক্লাসেনের প্রস্তাব এমন, ‘আমি যে একটি বদল আনতাম (সুযোগ পেলে), হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ানডে বাদ দিয়ে দিতাম। যে দলগুলো টেস্ট ম্যাচ তেমন খেলে না, তাদের জন্য এই সংস্করণে ম্যাচ বাড়িয়ে দিতাম। আরও বেশি টি–টোয়েন্টি খেলতে দিতাম। কারণ, মানুষ এটাই দেখতে চায়। (ওয়ানডে) বিশ্বকাপের আগে শুধু একটা মাস সময় দিয়ে প্রতিটি দলের জন্য পাঁচ ম্যাচ রাখলেই হয়, যেন তারা এই সংস্করণের সঙ্গে অভ্যস্ত হতে পারে।’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল সিয়াটল ওরকাসের হয়ে খেলছেন ক্লাসেন। দুনিয়াজুড়ে এখন শুধু বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্লাসেনের মতো অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিচ্ছেন।

আরও পড়ুন

কথা উঠেছে এত বেশি ক্রিকেট খেলায় শারীরিক ও মানসিক ধকল নিয়েও। টি–টোয়েন্টি লিগ নিয়ে ক্লাসেন বলেন, ‘আপনার যে খুব বড় পরিবর্তন আনতে হবে, তা–ও নয়। তবে আন্তর্জাতিক দলগুলো আরও বেশি ভুগবে, যদি তারা ক্রিকেটারদের যত্ন না নেয়। এমনটা হলে তারা বাইরের লিগে খেলে বেড়াবে বাড়তি আয়ের জন্য। আপনি যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে দেখেন, তাদের খেলোয়াড়দের ভালো যত্ন নেওয়া হয়,এ জন্য তাদের দুনিয়া ঘুরে লিগে খেলতে হয় না।’

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্লাসেনের। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ ওয়ানডে, ৫৮ টি–টোয়েন্টি আর ৭ টেস্টে মাঠে নেমেছেন। ২০২৩ ওয়ানডে, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর এ বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা দলের সদস্য ছিলেন।

অন্য খেলোয়াড়েরা যেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটমুখী না হন, এ জন্য পরামর্শও দিয়েছেন ক্লাসেন, ‘যদি আইসিসি মনে করে, নির্দিষ্ট এই খেলোয়াড়দের আমার দরকার, তাহলে তাঁদের পেছনে আরেকটু বাড়তি টাকা খরচ করে বিশ্রাম নিশ্চিত করতে হবে। আমার মনে হয় না, সব লিগ ও সংস্করণে একই সঙ্গে খেলাটা খুব একটা টেকসই হবে। এ জন্যই এখন ক্রিকেটারদের নির্দিষ্ট একটা সংস্করণকে গুরুত্ব দিতে দেখা যাচ্ছে। একজন ক্রিকেটারের সব লিগ, সব সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব নয়। এমন হলে তাঁরা এক সময় বিধ্বস্ত হয়ে যাবে।’

আরও পড়ুন