মোস্তাফিজ শুধু শেষ ৪ ওভারের খেলা দেখেন, কেন

চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজচেন্নাই সুপার কিংস

দৃশ্যটা খুব পরিচিত। শেষ কয়েক ওভারের ব্যাটিং চলছে, বল হাতে দৌড়াচ্ছেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দল হোক বা ফ্র্যাঞ্চাইজি, আগে বোলিং হোক বা পরে—ডেথ ওভার বোলিংয়ে অধিনায়কেরা আস্থা রাখেন মোস্তাফিজে। যে ধারা চলছে আইপিএলেও। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ৭ ম্যাচেই ডেথ ওভারে বল হাতে নিয়েছেন মোস্তাফিজ।

‘ডেথ ওভার স্পেশালিস্ট’ মোস্তাফিজ জানিয়েছেন, দর্শক হিসেবে তিনি খেলাও বেশি দেখেন শেষের কয়েক ওভারের। খেলতে খুব পছন্দ করলেও খুব বেশি খেলা দেখেন না। যেটুকু দেখেন, তার বেশির ভাগই ডেথ ওভারের।

আইপিএলে নিজের সপ্তম মৌসুম খেলছেন মোস্তাফিজ, তবে চেন্নাইয়ে এবারই প্রথম। পাঁচবারের শিরোপাধারী দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসারের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। নিজের উঠে আসা, আইপিএলে খেলা ও চেন্নাইয়ের অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে সাক্ষাৎকারটিতে।

মোস্তাফিজ ডেথ ওভারের বোলিং নিয়ে কতটা মনোযোগী, সেটি উঠে এসেছে দর্শক-খেলোয়াড় ভূমিকাবিষয়ক এক মন্তব্যে, ‘বরাবরই আমি একটু খেলা কম দেখি। খেলতে পছন্দ করি। আমার মনে হয় এই সময়টা দেখলে ভালো হয়। টি-টোয়েন্টি খেলা দেখলে আমি শেষের ৪ ওভার...শেষ দিকে দেখি। ব্যাটসম্যানরা কোন দিকে মারছে, কী করে, এগুলো একটু দেখি বেশি। এমনিতে আমি পুরো ৪০ ওভার দেখি খুব কম।’

আরও পড়ুন

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যৌথভাবে দ্বিতীয়। আইপিএলের মতো তারকা-সমাবেশের টুর্নামেন্ট এবং বড় দলগুলোর বিপক্ষে খেলতে বিশেষ ভালো লাগা কাজ করে জানিয়ে মোস্তাফিজ বলেন, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে সব দেশের তারকারা থাকে। এখানে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে বলে মনে হয়। বেশ ভালো লাগা কাজ করে যখন আমি বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন, তখন সেটা হাইলাইটও হয় বেশি। আমার সব সময়ই বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। অনেক দর্শক থাকে।’

এবারের আইপিএলে আর দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ। ২৮ সেপ্টেম্বর হায়দরাবাদ সানরাইজার্স এবং ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে চেন্নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মোস্তাফিজের ছুটি আছে এ পর্যন্ত। এরপর দেশে ফিরে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে। ৩ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ।

আরও পড়ুন