সম্প্রচার শেষ ১০ জুলাই ২০২৫

বাংলাদেশ–শ্রীলঙ্কা

প্রথম টি–টোয়েন্টি: ৬ বল আর ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতল শ্রীলঙ্কা

১৬: ৫৫ , জুলাই ১০

সিরিজ বাঁচানোর লড়াই ডাম্বুলায়

ওয়ানডের মতো টি–টোয়েন্টিতেও সিরিজের প্রথম ম্যাচে হারল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলের এই হারটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলের টানা ষষ্ঠ। এর আগে মে মাসে সংযুক্ত আরব আমিরাতে দুটি এবং মে–জুনে পাকিস্তানে তিনটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ।

হার দিয়ে শুরু হওয়ায় সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য সিরিজ–বাঁচানোর লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে ১৩ জুলাই রোববার।

১৬: ৪০ , জুলাই ১০

৭ উইকেটে জিতল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫৯/৩।

ম্যাচ শেষ ওভারে যেতে দিলেন না চারিত আসালঙ্কা। তানজিম হাসানের করা ইনিংসের উনিশতম ওভারের শেষ বলে লং অনের ওপর দিয়ে ছয় মেরে দিলেন শ্রীলঙ্কা অধিনায়ক। তাতেই জয় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার। ৭ উইকেট আর ৬ বল হাতে রেখেই।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪। তাড়া করার জন্য শ্রীলঙ্কাকে ১৯ ওভার খেলতে হলেও খুব কষ্ট যে করতে হয়েছে তা নয়। মাত্র ৪.৩ ওভারেই জয়ের জন্য দরকারি রানের অর্ধেক তুলে ফেলেছিলেন দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দলকে ৭৮ রানে রেখে নিশাঙ্কা ১৬ বলে ৪২ করে আউট হওয়ার পর রানের গতিই যা কমেছে, এক প্রান্ত আগলে রেখে জয় অবশ্যম্ভাবী করে রেখেছিলেন কুশল।

৩১ বলে পঞ্চাশ ছোঁয়া এই ওপেনার অবশ্য ম্যাচ শেষ করে আসতে পারেননি। তবে শামীম হোসেনের দুর্দান্ত ক্যাচ হওয়ার ৫১ বলে ৭৩ রান করে জয়ে বড় অবদানই রেখেছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (পারভেজ ৩৮, নাঈম ৩২, মিরাজ ২৯, শামীম ১৪; তিকশানা ২/৩৭)। শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫৯/৩ (মেন্ডিস ৭৩, নিশাঙ্কা ৪২, পেরেরা ২৪; মিরাজ ১/২৪, সাইফউদ্দিন ১/২২, রিশাদ ১/২৪)। ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কুশল মেন্ডিস।
১৬: ৩২ , জুলাই ১০

শামীমের দুর্দান্ত ক্যাচ

শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৫০/৩। বাংলাদেশ: ১৫৪/৫।

নিশ্চিতভাবেই টেলিভিশন চ্যানেলগুলোর ভবিষ্যৎ ‘প্রমো’র জন্য দারুণ এক ক্যাচ উপহার দিলেন শামীম হোসেন। সাইফউদ্দিনের বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন কুশল মেন্ডিস, বল ব্যাটের কানায় লেগে চলে যায় কাভারে। বাঁ দিকে সরে লাফ দিয়ে শূন্যে ভেসে থাকা অবস্থায় এক হাতে ক্যাচ নিয়েছেন শামীম। উইকেটটা বোলার সাইফউদ্দিনের নামেই লেখা থাকবে, তবে বড় অবদান শামীমেরই।

দুর্দান্ত ক্যাচে ফেরার আগে কুশল মেন্ডিস খেলেছেন ৭৩ রানের ইনিংস। নতুন ব্যাটসম্যান চারিত আসালঙ্কা।

১৬: ১৩ , জুলাই ১০

রিশাদ ফেরালেন পেরেরাকে

শ্রীলঙ্কা: ১৩ ওভারে ১২০/২। বাংলাদেশ: ১৫৪/৫।

ম্যাচের ফল কী হতে পারে স্কোরকার্ডই বলে দিচ্ছে। পাল্লেকেলে স্টেডিয়ামে তাই উত্তাপ কমই। তবে এমন নিস্তরঙ্গ সময়ে বাংলাদেশ দলকে উইকেট এনে দিয়েছেন রিশাদ হোসেন। ১৩তম ওভারের পঞ্চম বলে তাঁর গুগলিতে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলেছেন কুশল পেরেরা, কিছুটা দৌড়ে গিয়ে সহজেই গ্লাভসে নিয়েছেন উইকেটকিপার লিটন।

নতুন ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো। ৫৩ রানে ব্যাট করছেন কুশল মেন্ডিস।

১৫: ৫৮ , জুলাই ১০

শ্রীলঙ্কার ১০০

শ্রীলঙ্কা: ৯ ওভারে ১০১/১। বাংলাদেশ: ১৫৪/৫।

নবম ওভারের প্রথম বলেই ১০০ রানে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। এর আগে বাংলাদেশ দল তিন অঙ্কে পৌঁছেছিল পনেরতম ওভারের চতুর্থ ওভারে।

কুশল মেন্ডিস ৪৭ ও কুশল পেরেরা ১১ রানে ব্যাট করছেন।

১৫: ৪৪ , জুলাই ১০

অবশেষে উইকেটের দেখা

শ্রীলঙ্কা: ৫ ওভারে ৭৮/১। বাংলাদেশ: ১৫৪/৫।

শ্রীলঙ্কার চার–ছক্কার বৃষ্টির মধ্যে পঞ্চম ওভারে বল করতে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তাঁকেও সমীহ করেননি পাতুম নিশাঙ্কা। প্রথম ও তৃতীয় বলে মেরেছেন ছক্কা। তবে চতুর্থ বলে আরেকটি মারতে গিয়ে বল তুলেছেন আকাশে, মিড অনে সহজ ক্যাচ রিশাদ হোসেনের হাতে।

পঞ্চম ওভারের চতুর্থ বলে ৭৮ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। নিশাঙ্কা ফিরছেন ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে। নতুন ব্যাটসম্যান কুশল পেরেরা।

১৫: ৩৮ , জুলাই ১০

চার–ছক্কার বৃষ্টি

শ্রীলঙ্কা: ৪ ওভারে ৬৪/০। বাংলাদেশ: ১৫৪/৫।

পাল্লেকেলেতে রীতিমতো চার–ছক্কার বৃষ্টি ঝরাচ্ছে শ্রীলঙ্কা। প্রথম চার ওভারের মধ্যেই ৮টি চার আর ৪টি ছক্কা মেরেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার নিশাঙ্কা ও মেন্ডিস।

তাসকিনের প্রথম ওভারে ১৬ রানের পর দ্বিতীয় ওভারে উঠেছে ১৮ রান। এ ছাড়া সাইফউদ্দিন ১৪ ও তানজিম হাসান ১৬ রান দিয়েছেন। নিশাঙ্কার রান ১২ বলে ২৮, মেন্ডিসের ১২ বলে ৩৫।

১৫: ২৮ , জুলাই ১০

দুই ওভারেই খরচ ৩০ রান

শ্রীলঙ্কা: ২ ওভারে ৩০/০। বাংলাদেশ: ১৫৪/৫।

রান তাড়া করতে নেমে প্রথম দুই ওভারেই ৩০ রান নিয়েছে শ্রীলঙ্কা। ১৪ মাস পর দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন প্রথম ওভারে বল হাতে নিলে প্রথম তিন বলেই চার মারেন পাতুম নিশাঙ্কা, ওভারে যায় ১৪ রান।

দ্বিতীয় ওভার করেন তাসকিন আহমেদ। এই ওভারে তাঁকে দুটি চার ও একটি ছক্কা মেরেছেন কুশল মেন্ডিস।

১৫: ২১ , জুলাই ১০

জাকের কেন খেলছে না

বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের অন্যতম পারফরমার জাকের আলী আজকের ম্যাচে খেলছেন না। পাল্লেকেলে থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, জাকেরের বাম উরুর মাংসেপশীতে টান পড়েছে। গত দুই দিন ধরেই সমস্যাটায় ভুগছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।

১৫: ০৯ , জুলাই ১০

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জয়ের জন্য শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে লিটন দাসের দল।

পারভেজ হোসেন ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ওঠে ৪৬ রান। পাওয়ার প্লে শেষেও দলের রান ছিল ১ উইকেটে ৫৩। তবে এরপর পারভেজ হোসেন ২২ বলে ৩৮ রান করে আউট হয়ে গেলে খেই হারাতে শুরু করে বাংলাদেশ। লিটন, তাওহিদ হৃদয়দের দ্রুত বিদায়ে রানের গতিও হয়ে পড়ে ধীর। বিশেষ করে প্রায় তিন বছর পর টি–টোয়েন্টি দলে ফেরা মোহাম্মদ নাঈম রান তুলতে হিমশিম খেয়েছেন। পঞ্চম উইকেটে তাঁর ও মিরাজের ৪৬ রানের জুটির মধ্যে ২৯–ই করেন মিরাজ।

শেষ পর্যন্ত অপরাজিত থাকা নাঈম মাঠ ছাড়েন ২৯ বলে ৩২ রান নিয়ে। শামীম হোসেন ৫ বল খেলার সুযোগ পেয়ে ১৪ রান করলে বাংলাদেশ দলের রান ১৫০ ছাড়ায়।

বাংলাদেশ ইনিংস

বাংলাদেশ ইনিংস: ২০ ওভারে ১৫৪/৫ (পারভেজ ৩৮, তানজিদ ১৬, লিটন ৬, নাঈম ৩২*, হৃদয় ১০, মিরাজ ২৯, শামীম ১৪*; তিকশানা ২/৩৭, শানাকা ১/২২)।
১৫: ০১ , জুলাই ১০

মিরাজ ফিরলেন তিকশানার বলে

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১৩৫/৫।

উনিশতম ওভারের তৃতীয় বলে মিরাজকে হারাল বাংলাদেশ। ২৩ বলে ২৯ রান করে তিকশানার বলে কাভারে আসালঙ্কার হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

১৪: ৫৫ , জুলাই ১০

তিন ওভারে কত রান যোগ করতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ: ১৭ ওভারে ১২২/৪।

পনেরতম ওভারে এক শ রানে পৌঁছানো বাংলাদেশ উইকেট হাতে রেখেও রানের গতি বাড়াতে পারছে না। ১৬তম ওভারে ৮ আর ১৭তম ওভারে ৬ রান উঠেছে। নাঈম ২১ বলে ২১ আর মিরাজ ১৮ বলে ২৪ রানে ব্যাট করছেন।

১৪: ৪১ , জুলাই ১০

রিভিউতে বাঁচলেন নাঈম

রিভিউ নিয়ে বাঁচলেন নাঈম শেখ। আগের ওভারে হৃদয় আউট হয়ে গিয়েছিলেন। ভ্যান্ডারসের বলে সুইপ করতে গেলে তাঁর প্যাডে লাগে বল। আম্পায়ারও আউট দেন। রিভিউতে দেখা যায়, বলের পিচিং ছিল আউটসাইড লেগ।

আজকের আগে ৩৫ টি–টোয়েন্টিতে মাঠে নেমেছেন নাঈম শেখ। আগের সবগুলোতেই তিনি নেমেছিলেন ওপেনিংয়ে। আজ প্রথমবার চার নম্বরে নেমে কত দূর যেতে পারবেন তিনি?

১৪: ৩৫ , জুলাই ১০

তাওহীদ হৃদয় আউট

বাংলাদেশ: ১৩ ওভারে ৯৩/৪।

চাপ বাড়ছিল। শট খেলতেই হতো। কিন্তু তা খেলতে গিয়ে আউট হয়ে গেছেন তাওহীদ হৃদয়। দাসুন শানাকার অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়েছিলেন, তবে তা গেছে স্টাম্পের পেছনে দাঁড়ানো মেন্ডিসের হাতে। ১৩ বলে ১০ রান করে আউট হয়ে গেছেন হৃদয়।

১৪: ১৯ , জুলাই ১০

২৭ বল পর বাউন্ডারি

বাংলাদেশ: ১০ ওভারে ৭৯/৩।

ষষ্ঠ ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোকে চার মেরেছিলেন পারভেজ হোসেন। ওই সময় আরেক অপরাজিত ব্যাটসম্যান ছিলেন লিটন দাস। এরপর লিটন আউট হলেন, পারভেজও আউট হলেন, বাংলাদেশ বাউন্ডারি পায়নি।

২৭ বল পর বাংলাদেশকে বাউন্ডারি এনে দিলেন মোহাম্মদ নাঈম। দশ ওভারের পঞ্চম বলে ভ্যান্ডারসের গুগলিকে স্লগ সুইপে স্কয়ার লেগ দিয়ে পার করিয়েছেন নাঈম।

১৪: ১৬ , জুলাই ১০

পারভেজও আউট

বাংলাদেশ: ৯ ওভারে ৬৯/৩।

অন্য প্রান্তে তানজিদের পর লিটনকে আউট হতে দেখেছেন। তিন ওভারের বেশি হয়ে গেছে বাউন্ডারিও নেই। আর এমন পরিস্থিতিতে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরলেন পারভেজ হোসেন। তিকশানার বলে লং অফে শানাকার দারুণ ক্যাচে থেমেছে ২২ বলে ৩৮ রানের ইনিংস।

নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, সঙ্গে নাঈম।

১৪: ১১ , জুলাই ১০

রিভিউতেও বাঁচলেন না লিটন

বাংলাদেশ: ৮ ওভারে ৬৫/২।

লিটন দাসের ইনিংস থেমে গেল অল্পতেই। জেফরি ভ্যান্ডারসের গুগলিতে সুইপ করতে চেয়েছিলেন। বল ব্যাটে লাগেনি, আম্পায়ার দিয়েছেন এলবিডব্লু।

রিভিউ চেয়েছিলেন লিটন, তবে ‘আম্পায়ার্স কল’–ই বহাল থেকেছে। অধিনায়ক ফিরেছেন ১১ বলে ৬ রান করে। নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম।

১৪: ০৩ , জুলাই ১০

পাওয়ার প্লেতে ৫৩/১

বাংলাদেশ: ৬ ওভারে ৫৩/১।

পাওয়ার প্লের শেষ ওভারে পঞ্চাশের ঘর ছুঁয়েছে বাংলাদেশ। এই দলগত ফিফটির বেশির ভাগ রানই পারভেজ হোসেনের। বাঁহাতি ওপেনার ১৬ বল খেলে ৫টি চার ও ১টি ছয়ে করেছেন ৩৫ রান। তাঁর সঙ্গে ৩ বলে ২ রান করে অপরাজিত অধিনায়ক লিটন দাস।

এর আগে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে তানজিদ হাসানের আউটে।

১৩: ৫৮ , জুলাই ১০

তানজিদ আউট!

বাংলাদেশ: ৫ ওভারে ৪৬/১।

ম্যাচে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। তুষারার লো ফুল টসে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলেছেন তানজিদ হাসান। অথচ ঠিক আগের বলেই একই অঞ্চল দিয়ে চার মেরেছেন তিনি। বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙল ৪৬ রানে। তানজিদ ফিরেছেন ১৭ বলে ১৬ রান করে।

নতুন ব্যাটসম্যান লিটন দাস।

১৩: ৫২ , জুলাই ১০

৩৮ রানের মধ্যে ২৭–ই পারভেজের

বাংলাদেশ: ৪ ওভারে ৩৮/০।

চতুর্থ ওভারেই স্পিনার মহীশ তিকশানাকে নিয়ে এসেছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক। প্রথম, পঞ্চম ও ষষ্ঠ—তিনটি ডেলিভারিতে চার মেরেছেন পারভেজ হোসেন। এ ওভার থেকে এসেছে মোট ১৪ রান।

বাংলাদেশ দলের ৪ ওভারে ওঠা ৩৮ রানের ২৭–ই পারভেজের, খেলেছেন ১১ বল। তানজিদ খেলছেন ১৩ বলে ১০ রান নিয়ে।

১৩: ৪২ , জুলাই ১০

তানজিদ–পারভেজে ভালো শুরু

বাংলাদেশ: ২ ওভারে ১৫/০।

ম্যাচের দ্বিতীয় বলেই মিডউইকেট দিয়ে চার মেরেছেন পারভেজ হোসেন। শট খেলার ধরনেই ছিল ‘ইনটেন্ট’। চামিকা করুনারত্নের প্রথম ওভারে ওই বাউন্ডারির পর উঠেছে আরও ৪ রান।

নুয়ান তুষারার পরের ওভার থেকে এসেছে ৭ রান। এই ওভারে একটি চার মেরেছেন তানজিদ হাসান। প্রথম দুই ওভারে দুই ওপেনারের বাউন্ডারি মিলিয়ে বাংলাদেশের শুরুটা ভালোই।

১৩: ৩১ , জুলাই ১০

চার ওপেনারের ম্যাচে শুরুতে তানজিদ–পারভেজই

ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে যে দুজন ওপেনিং করেছিলেন, সেই তানজিদ হাসান ও পারভেজ হোসেনই প্রথম টি–টোয়েন্টিতে ওপেন করতে নেমেছেন।

বাংলাদেশের আজকের একাদশে ওপেনার কিন্তু আরও দুজন আছেন—মোহাম্মদ নাঈম ও লিটন দাস। নাঈম প্রায় তিন বছর আগে খেলা তাঁর শেষ টি–টোয়েন্টিতেই ওপেনিং করেছিলেন, লিটন ইনিংস ওপেন করেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজেও।

১৩: ২৬ , জুলাই ১০

নাঈমের অপেক্ষার অবসান

সাইফউদ্দিনের চেয়ে মোহাম্মদ নাঈমের অপেক্ষা অবশ্য আরও বড় ছিল। এই বাঁহাতি ব্যাটসম্যান ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে দলের বাইরে। ঘরোয়ায় ভালো খেলে আবার জাতীয় দলে ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে।

তবে তিন ওয়ানডের কোনোটিতে একাদশে জায়গা পাননি। তবে প্রথম টি–টোয়েন্টিতে তাঁকে নিয়েই নামছে বাংলাদেশ।

নাঈম সর্বশেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের আগস্টে, শারজায় আফগানিস্তানের বিপক্ষে।

১৩: ২১ , জুলাই ১০

১৪ মাস পর দলে সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন জাতীয় দলে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। ১৪ মাস পর মাঠে ফিরছেন আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পেয়ে সাইফউদ্দিন শ্রীলঙ্কায় যাওয়ার আগে ঢাকায় কী বলেছিলেন, জানতে পড়ুন: জায়গা পাওয়ার চেয়ে ধরে রাখা কঠিন

১৩: ২০ , জুলাই ১০

শ্রীলঙ্কা একাদশে কারা

পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিত আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহীশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।
১৩: ১৩ , জুলাই ১০

বাংলাদেশ একাদশে কারা

বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে। ১ জুন পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁদের জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
১৩: ০৬ , জুলাই ১০

টস জিতেছে শ্রীলঙ্কা, ব্যাটিং করবে বাংলাদেশ

টসে জিতেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা। ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি। বলেছেন, শ্রীলঙ্কা রান তাড়া করতে চায়। যার অর্থ, শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ দল।

টসের সময় কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
তারেক মাহমুদ
১৩: ০৫ , জুলাই ১০

টি–টোয়েন্টি সিরিজে স্বাগত

টেস্ট ও ওয়ানডের পর এবার টি–টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ–শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে পাল্লেকেলেতে।

দুই টেস্টের সিরিজে ১–০ আর তিন ওয়ানডের সিরিজে ২–১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবু টি–টোয়েন্টি নিয়ে বাংলাদেশ দল আশাবাদী হতেই পারে। কারণ জানতে পড়তে পারেন পাল্লেকেলে থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদের পাঠানো এই প্রতিবেদনে: টি–টোয়েন্টি বলেই কি আশাবাদী হতে পারে বাংলাদেশ