ভারতের হার নিয়ে ভনের ভবিষ্যদ্বাণী, সিধু বললেন ‘বোকা’

নভজ্যোৎ সিং সিধু ও মাইকেল ভন।

বড় কোনো সিরিজ বা টুর্নামেন্ট নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়। আর সিরিজটি ইংল্যান্ড–ভারতের হলে তো কথাই নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে।

ভনের সঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের লড়াইয়ের ঘটনা তো বেশ আলোচিত। এবার ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু।

হেডিংলিতে ইংল্যান্ড–ভারত সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে ভন মন্তব্য করেছিলেন, ‘ওরা (ভারত) আবার হারতে এসেছে।’ এই কথাতেই খেপেছেন সিধু। ভনের সমালোচনা করতে সিধু টেনে এনেছেন ভনের অতীতের ভুল ভবিষ্যদ্বাণীকে।

বোকারা এমনিতেই বাড়তে থাকে। মাইকেল ভন, তোমার ভবিষ্যদ্বাণী সব সময়ই ভুল।
নভজ্যোৎ সিং সিধু

সিধু ভনের কথার জবাব দিয়েছেন হেডিংলিতে প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানরা ভালো করার পর। প্রথম দিনে সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল আর শুবমান গিল। দিন শেষে ৬৫ রানে অপরাজিত থাকা ঋষভ পন্তও তিন অঙ্ক ছুঁয়েছেন দ্বিতীয় দিনে।

ইংলিশ বোলারদের বিপক্ষে ভারতের ব্যাটসম্যানদের এই সাফল্যে উচ্ছ্বসিত সিধু স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ভনকে উদ্দেশ করে বলেন, ‘বোকারা এমনিতেই বাড়তে থাকে। মাইকেল ভন, তোমার ভবিষ্যদ্বাণী সব সময়ই ভুল। দেখো, তোমার বোলিং আক্রমণ যেন হেঁটে চলা পথচারী। ভারতের তিন ব্যাটসম্যান এমন মেরেছে, যেন স্পিনারদের খেলছিল।’

আরও পড়ুন

এখানেই শেষ নয়, ভনকে বিদ্রুপ করে সিধু আরও বলেন, ‘আওয়াজ দিলে কিছু হবে না। একটা মুরগি ডিম পাড়ার সময় এমন ডাক দেয়, যেন গ্রহ সৃষ্টি করছে! কাজ করো, শব্দ কোরো না।’

ভারতের হয়ে ১৯৯৯ সালে সর্বশেষ খেলা সিধু অনুষ্ঠানে ভনের অতীতের ভুল ভবিষ্যদ্বাণীর কথাও মনে করিয়ে দিয়েছেন। বিশেষ করে গত সপ্তাহে শেষ হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া জিতবে বলে মন্তব্য করেছিলেন ভন। তবে প্যাট কামিন্সদের ৫ উইকেটে হারিয়ে ফাইনাল জিতেছে দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় ব্যাটসম্যানদের তোপের মুখে পড়েছিল ইংলিশ বোলাররা
এএফপি

এদিকে হেডিংলি টেস্টে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস টসে জিতে ভারতের বিপক্ষে আগে বোলিং নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে তিনি বলেন, ‘আমি পুরোনো ধ্যানধারণার মানুষ। এই লিডসে যখন রোদ থাকে, উইকেট শুকনা থাকে, তখন ব্যাটিং করা উচিত। এই ইংল্যান্ড দলে ব্যাটিংই শক্তি, বোলিংয়ে অভিজ্ঞতা কম।’

ভারতকে ৪৭১ রানে অলআউট করে ইংল্যান্ড ৩ উইকেটে ২০৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।

আরও পড়ুন