পাকিস্তানের কাছেও হেরে আরও অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা
টেনিসের পরিভাষা ব্যবহার করে বলাই যায় জানুয়ারিতে বাংলাদেশের মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ সফরটা ছিল ‘প্রথম ম্যাচ পয়েন্ট’। ওয়ানডে সিরিজটা হেরে উইমেন্স চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হারায় বাংলাদেশ। তাতে বাছাইপর্বে ‘অবনমন’ও হয় বাংলাদেশের।
পাকিস্তানে চলমান সেই বাছাইপর্বে টানা তিনটি জয়ের পর আবার ম্যাচ পয়েন্টের সামনে দাঁড়ায় বাংলাদেশ নারী দল। এবার প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। জিতলেই বিশ্বকাপে, বৃহস্পতিবার সেই ম্যাচটিতেও হেরে অপেক্ষা বাড়ায় বাংলাদেশ।
এরপর বাংলাদেশর জন্য ‘তৃতীয় ম্যাচ পয়েন্ট’ হিসেবে আসে পাকিস্তান ম্যাচটি। আজ সেই ম্যাচটিতেও হেরেছে বাংলাদেশ। তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নেট রান রেট কমে +০.৬৩৯ হয়ে গেলেও সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনো আছে। বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় শুরু ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশেরই। বাংলাদেশকে টপকে যেতে ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত ওভারে জিততে হবে, সেটি অবশ্য এখনই বলার উপায় নেই। থাইল্যান্ডের ইনিংস শেষ হলেই বলা যাবে সেটি। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল –০.২৮৩।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ ব্যাটিংটা বাজেই করেছে বাংলাদেশ। পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে করতে পেরেছে ১৭৮ রান। রিতু মনি (৪৮) ও ফাহিমা খাতুনের (৪৪*) দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস না থাকলে এই রানও তো হয় না।
বোলিংয়ে যেমন শুরু দরকার, তেমন শুরুই ছিল বাংলাদেশের। পেসার মারুফা আক্তার ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডব্লু করে দেন পাকিস্তান ওপেনার শাওয়াল জুলফিকারকে। এরপর সিদরা আমিন ও মুনিবা আলীর ৮০ রানের জুটি ম্যাচ থেকে মোটামুটি ছিটকে ফেলে বাংলাদেশকে। ৩৭ রান করা সিদরাকে লেগ স্পিনার রাবেয়া খাতুন উইকেটকিপারের ক্যাচ বানানোর পর আলিয়া রিয়াজকে ৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে পুরোপুরিই ছিটকে ফেলে পাকিস্তান। মুনিবা ৬৯ রান করে আউট হওয়ার পর নাতালিয়া পারভেইজকে বাকি পথটা পাড়ি দেন আলিয়া।
৩৯.৪ ওভারেই ৭ উইকেটে জিতে যায় পাকিস্তান। আলিয়া ৫২ রানে ও নাতালিয়া ১৩ অপরাজিত ছিলেন।