জাতীয় দলেও ভালো খেলার স্বপ্ন ‘মিডটার্ম সলিউশন’ এনামুলের
স্বপ্নের মতো সময়ই কাটছে এনামুল হকের। করছেন একের পর এক সেঞ্চুরি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরির ফিফটি করার পরের ম্যাচেই ৫১তম সেঞ্চুরিটাও পেয়ে যান এনামুল। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুই সেঞ্চুরি হাঁকানোর পর কালই তাঁকে নেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে।
এনামুল হকের অনুভূতি কেমন? মুঠোফোনের ওপ্রান্তে তিনি তখনো ব্যস্ত সন্তানের সঙ্গে খেলতে। চট্টগ্রামে যাওয়ার জন্য ব্যাগ গোছাতেও নিশ্চয়ই শুরু করেছেন এতক্ষণে। তিন বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে এনামুল প্রথম আলোকে বললেন আরও বড় স্বপ্নের কথা, ‘জাতীয় দল তো আর মানুষের লক্ষ্য থাকে না। ওখানে গিয়ে ভালো খেলার স্বপ্ন থাকে। ওটার জন্য সবাই দোয়া রাখবেন।’
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৮৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলা এনামুল। সাদা বলের ক্রিকেটে পারফর্ম করেই কি লাল বলে সুযোগ পেয়ে গেলেন? এর উত্তর পাওয়া যাবে সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের দিকে তাকালে। গত বছর ৭ ম্যাচে ৬৭.৩৭ গড়ে ৭০০ রান করেছিলেন চার দিনের ওই টুর্নামেন্টে, তাঁর চেয়ে বেশি রান ছিল মাত্র একজনের।
এনামুলের প্রতি চোখটা আগে থেকেই ছিল নির্বাচক প্যানেলের। গত বছরের আগস্টে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে। বৃষ্টির কারণে সিরিজের বেশির ভাগটাই ভেস্তে যাওয়ায় খুব বেশি খেলার সুযোগ পাননি। এবার প্রিমিয়ার লিগে তাঁর রান করার ধরন, ধারাবাহিকতার সঙ্গে টেস্ট দলের ওপেনারদের ব্যর্থতা দরজা খুলে দিয়েছে এনামুলের।
তাঁকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘ধারাবাহিকতা, ভালো টেম্পারামেন্ট ও বল নির্বাচনের ক্ষমতার কারণে এনামুলকে নেওয়া হয়েছে। ওর খেলার প্যাটার্ন একটু ভিন্ন। অন্যরা যে প্যাটার্নে শতক করছে, তার চেয়ে সে আলাদা; কয়েকটা ম্যাচে সে শেষ পর্যন্ত খেলেছে।’
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় এনামুলের। যদিও এখন পর্যন্ত মাত্র পাঁচটি টেস্ট ম্যাচই খেলেছেন, তাতে খুব একটা সুবিধা করতে পারেননি, করেছেন মাত্র ১০০ রান। ৩২ বছর বয়সী এই ওপেনারকে এবার বছর তিনেকের ‘মিডটার্ম’ সমাধান হিসেবে জাতীয় দলে সুযোগ দিতে চান নির্বাচকেরা। সুযোগ পাবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের সিরিজেও।
এনামুলও চান দলকে জেতাতে, ‘আমি তো নিজের প্রতিনিধিত্ব ওখানে করব না। দেশের হয়ে খেলতে নামব। দেশকে যেন জেতাতে পারি, এটাই চাওয়া এবার।’