‘ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা’—দায় নিলেন নাজমুল

সেই শট। মুজারাবানির বাউন্সারে লোভ সামলাতে না পেরে ক্যাচ দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনশামসুল হক

নাজমুল হোসেন টিকে থেকে ভালো কিছু করবেন, এমন আশা নিয়েই সিলেট টেস্টের চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দিনের দ্বিতীয় বলে গিয়েই কিনা বাংলাদেশ অধিনায়ক আউট ফাঁদে পা দিয়ে, ব্লেসিং মুজারাবানির বাউন্সারে অবিবেচকের মতো শট খেলে।

এই আউটেই যেন বদলে গেল সব। বাংলাদেশ আর খুব বেশি দূর যেতে পারেনি। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শুরু করা দলটি অলআউট ২৫৫ রানে। তাতে জিম্বাবুয়েকে নাজমুলরা দিতে পারেন ১৭৪ রানের লক্ষ্য। ওই রান যথেষ্ট হয়নি, জিম্বাবুয়ে ম্যাচটি জিতে গেছে ৩ উইকেটে

‘আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা। সকালে ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে।
নাজমুল হোসেন, অধিনায়ক, বাংলাদেশ

তাঁর আউটে যে ম্যাচটা পুরোপুরি জিম্বাবুয়ের দিকে হেলে পড়ে, ম্যাচ শেষে সেটি স্বীকার করে নিতে একটুও ইতস্তত করেননি নাজমুল। হারের দায় কাঁধে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা। সকালে ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে হয়তো ২২০ বা এর বেশি রান হলে কিন্তু আমরা ভালো অবস্থানে থাকতাম। (হারের) পুরো দায়ভার আমি নিতে চাই। খুব বাজে সময়ে আউট হয়েছি।’

ম্যাচশেষে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
প্রথম আলো

শুধু যে নাজমুল একাই ব্যর্থ, তা তো আর নয়। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরাও ব্যর্থই হচ্ছেন। প্রথম ইনিংসেও বাংলাদেশ থেমেছিল ১৯১ রানে। দুই ইনিংস মিলিয়েই নাজমুলের দ্বিতীয় ইনিংসের ৬০ রান দলের পক্ষে সর্বোচ্চ। ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

এ নিয়ে হতাশা ছিল নাজমুলের কণ্ঠেও, ‘‌ব্যাটিং দেখেন, খুবই সফট ডিসমিসাল সবগুলোতে। আমার মনে হয় না আমরা খুব ভালো বলে উইকেট দিয়ে এসেছি। স্কিলের থেকে মেন্টালি অনেক ব্যর্থতাা থাকতে পারে। ব্যাটসম্যানদের আরও দায়িত্ববোধ বাড়ানো উচিত। বিশেষ করে যারা সেট হয়ে আউট হচ্ছে।’

ম্যাচে ১০ উইকেট নিয়েও বাংলাদেশকে জেতাতে পারেননি মেহেদী হাসান মিরাজ
প্রথম আলো

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে জোর দিয়েই বাংলাদেশ ভালো উইকেটে খেলার কথা জানিয়েছিল। এমন উইকেটে খেলে হারই জুটেছে। জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়ায় সমালোচনাটাও বেশ হওয়ার কথা।

তবে নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নন নাজমুল, ‘আমার মনে এ রকম স্পোর্টিং উইকেটে খেলা উচিত। উইকেট খুবই ভালো ছিল। ব্যাটসম্যানদের জন্য সুবিধা ছিল। বোলারদের জন্যও টুকটাক সুবিধা ছিল। এখান থেকে আসলে পেছনে তাকানোর প্রয়োজন নেই। সামনের ম্যাচে এ ধরনের উইকেট থাকা উচিত।’

আরও পড়ুন