সাকিব খেলতে যাওয়ার আগেই আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

সাকিব এবার খেলবেন মেজর লিগ ক্রিকেটেবিসিসিআই

বাংলাদেশের বিপিএলে তো খেলেছেনই, সাকিব আল হাসানের অভিজ্ঞতা হয়েছে ভারতের আইপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল আর ক্যারিবিয়ান সিপিএলে খেলারও। এই লিগগুলোর সব কটিরই আছে লিস্ট এ মর্যাদা।

সাকিব এবার নতুন আরেকটি টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম। সাকিব খেলতে যাওয়ার আগেই একটি সুখবর পেয়েছে লিগ কর্তৃপক্ষ। আইসিসি এই লিগকেও দিয়েছে লিস্ট এ ক্রিকেটের মর্যাদা।

আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোকে এর আগে লিস্ট মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আইসিসির শর্ত ছিল—অবশ্যই আয়োজক দেশকে হতে হবে টেস্ট খেলুড়ে দল। মানে একমাত্র আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর টুর্নামেন্টই পেত লিস্ট এর মর্যাদা।
সম্প্রতি এই শর্ত শিথিল করেছে আইসিসি। শর্ত শিথিল করার পর গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে লিস্ট এ মর্যাদা দিয়েছে তারা। এবার আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্য দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবে এমএলসকেও একই মর্যাদা দিল আইসিসি।

লিস্ট মর্যাদা পাওয়ার এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি।’

আরও পড়ুন