ফাইনালে উইকেট নেওয়ার রেকর্ডটা এখন স্টার্কের, কার রেকর্ড ভাঙল

বৈশ্বিক ফাইনালে এখন সবচেয়ে বেশি উইকেট মিচেল স্টার্কেররয়টার্স

আইসিসি আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট কার জানেন কি?

উত্তরটা এখন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার গতকাল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে ২ উইকেট নিয়েই নতুন রেকর্ড গড়েছেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটনকে স্লিপে উসমান খাজার ক্যাচ বানিয়েই রেকর্ডটা নিজের করে নিয়েছেন স্টার্ক।

ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল মিলিয়ে এটি ছিল স্টার্কের ১১তম উইকেট। স্টার্ক ভেঙেছেন ভারতের মোহাম্মদ শামির রেকর্ড—১০ উইকেট। কাল দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই এইডেন মার্করামকে বোল্ড করে শামিকে ছুঁয়ে ফেলেছিলেন ৩৫ বছর বয়সী পেসার।

স্টার্ক খেলছেন আইসিসি টুর্নামেন্টের পঞ্চম ফাইনাল। তাঁর খেলা প্রথম ফাইনাল ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ। মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে পঞ্চম বিশ্বকাপ এনে দিতে ভূমিকা রেখেছিলেন স্টার্ক।

৬ বছর পর ২০২১ সালে দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ৬০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন স্টার্ক। বেধড়ক মার খেলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের পদকই গলায় উঠেছিল স্টার্কের।

আরও পড়ুন

স্টার্ক তৃতীয় ফাইনালটি খেলেন ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ওভালে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ২টি করে মোট ৪টি উইকেট পেয়েছিলেন স্টার্ক। ২০৯ রানে জিতে চ্যাম্পিয়নও হয় তাঁর দল।

২০২৩ বিশ্বকাপের ফাইনালে ৩ উইকেট পেয়েছিলেন মিচেল স্টার্ক
এএফপি

স্টার্কের চতুর্থ ফাইনাল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। আহমেদাবাদে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট পেয়েছিলেন। এরপর কাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে ২ উইকেট।

আরও পড়ুন

ভারতীয় পেসার শামি খেলেছেন চারটি ফাইনাল। ২০২১ টেস্টে চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডে বিপক্ষে ৪ উইকেট পাওয়া শামি দুই বছর পর একই টুর্নামেন্টে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও পেয়ে যান ৪ উইকেট। শামি এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ১টি ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও ১টি উইকেট পান।

বৈশ্বিক ফাইনালে মোহাম্মদ শামির উইকেট ১০টি
এএফপি

শামি ভেঙেছিলেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার রেকর্ড। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত চারটি ফাইনালে বোল্ট পেয়েছেন ৮ উইকেট। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ফাইনাল খেলা ম্যাকগ্রাও পেয়েছেন ৮ উইকেট।

আরও পড়ুন