মোস্তাফিজ নিলেন ৩ উইকেট, ভাঙলেন সাকিবের রেকর্ড

শশাঙ্ক সিংকে ফিরিয়ে আইপিএলে সাকিব আল হাসানের রেকর্ড ভাঙার পর সতীর্থ আশুতোষ শর্মার সঙ্গে মোস্তাফিজুর রহমানরয়টার্স

ম্যাচে মোস্তাফিজুর রহমানের শেষ বল। ঠিকঠাক ব্যাটে নিতে পারলেন না মার্কাস স্টয়নিস। বল উঠল ওপরে, ক্যাচের জন্য মিড উইকেটের দিকে দৌড়ালেন মোস্তাফিজসহ দুজন। কিন্তু মুখোমুখি সংঘর্ষ বেধে যাবে বলে শেষ চেষ্টা কেউই করলেন না। বল পড়ল একটু সামনে, ফাঁকায়।

দুজনের একজন ক্যাচটা নিতে পারলে মোস্তাফিজের উইকেটসংখ্যা বাড়ত আরও একটি। তবে সেটা না হলেও আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো বোলিংয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার চার ওভার বল করে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে দুটিই ডেথ ওভারে।

জয়পুরের মানসিং স্টেডিয়ামে মোস্তাফিজ ৩ উইকেট নেওয়ার পথে সাকিবকে ছাড়িয়ে গেছেন। ৯ মৌসুম আইপিএলে খেলে ৭০ ইনিংসে ৬৩ উইকেট নিয়েছিলেন সাকিব। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছিল। আজ মোস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে নামেন নামের সঙ্গে ৬২ উইকেট নিয়ে। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্যকে ট্রিস্টান স্টাবসের ক্যাচ বানিয়ে বসেন সাকিবের পাশে।

৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ
বিসিসিআই

এরপর ইনিংসের ১৬তম ওভারে মোস্তাফিজের বলে সেই স্টাবসের হাতে ক্যাচ দিয়েই ফেরেন শশাঙ্ক সিং। যে উইকেটে সাকিবকে ছাড়িয়ে আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে ওঠেন ‘দ্য ফিজ’। এরপর শেষ ওভারে মোস্তাফিজের বলে ক্যাচ দেন মার্কো ইয়ানসেন, এবারও উইকেটের পেছনে স্টাবসের হাতেই। সব মিলিয়ে আইপিএলে ৬০ ইনিংসে বল করে ৬৫ উইকেট নিলেন মোস্তাফিজ।

আরও পড়ুন

এবারের আসরে শেষ বেলায় দিল্লিতে যোগ দেওয়া মোস্তাফিজ ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।

মোস্তাফিজের রেকর্ডের ম্যাচে পাঞ্জাব কিংস করেছে ৮ উইকেটে ২০৬ রান। ২০৭ রানের লক্ষ্যটা ৩ বল ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে দিল্লি। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে এবারের আইপিএল শেষ করল মোস্তাফিজের দল।

আরও পড়ুন