টানা পাঁচ জয়ে সুপার লিগে মোহামেডান

১২৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা মোহামেডানের মাহিদুল ইসলামছবি: সংগৃহীত

মেহামেডান এবার হাঁফ ছাড়তে পারে! লিগের প্রথম পাঁচ ম্যাচে যে দল একটিও জয় পায়নি, আজ শাইনপুকুরকে ৫২ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে তারা। এ জয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে মোহামেডানের। দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স হেরে যাওয়ায় সাকিব আল হাসানরা এখন পাঁচে উঠে এসেছেন।

১০ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১১, সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ ছয়ে। ১২ দলের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগে খেলে ছয় দল। মোহামেডান শেষ ম্যাচে হারলেও ছয়ের মধ্যে থাকবে।

প্রতিটি দলের আর একটি করে ম্যাচ বাকি।

আজ মোহামেডান খেলতে নামে বিকেএসপির তিন নম্বর মাঠে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৬ রান তোলে মোহামেডান। তিনে নামা মাহিদুল ইসলাম ১২৫ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন। ডানহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছয়। অধিনায়ক ইমরুল কায়েস খেলেন ৮৬ বলে ৬৯ রানের ইনিংস।

আরও পড়ুন

ইমরুলের আউটের পর ২৭তম ওভারে ব্যাটিংয়ে নামেন সাকিব। ডানহাতি পেসার মাসুম খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৫ বলে ৩০ রান করেন তিনি। সাকিবের ইনিংসে ছিল ১টি চার ও ২টি ছয়। মাহমুদউল্লাহ (০) আর মেহেদি হাসান মিরাজ (২) অবশ্য উইকেটে থিতু হতে পারেননি। শাইনপুকুরের হয়ে দুটি করে উইকেট নেন বাঁহাতি পেসার মেহেদী হাসান ও মাসুম।

রান তাড়ায় ৪৩.২ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। ভারতীয় ব্যাটসম্যান শুবম শর্মা ৬৬ এবং ওপেনার খালিদ হাসান ৫৬ রানের ইনিংস খেলেন। ৯ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান দিয়ে শুবমের উইকেটটি নেন সাকিব। ৩১ রান দিয়ে মিরাজের শিকারও ১ উইকেট। ৪১ রানে ৩ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম। লিগ পর্বের শেষ ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস। ১০ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে লেপার্ডস।

বৈশাখের প্রথম দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপের তিন শর বেশি রান তাড়া করে জিতেছে ব্রাদার্স। প্রথমে ব্যাট করে মেহেদী মারুফের ১০০ আর ফরহাদ হোসেনের ৭০ রানে ভর করে ৭ উইকেটে ৩০৫ রান তোলে গাজী।

ব্রাদার্সের জয়ে ম্যাচসেরা হন তানজিদ হাসান তামিম
ছবি: সংগৃহীত

রান তাড়ায় ব্রাদার্সকে পথ দেখান তানজিদ হাসান তামিম। বাঁহাতি এ ওপেনার ১১৪ বলে খেলেন ১০৬ রানের ইনিংস। এ ছাড়া আনিসুল ইসলাম করেন ৫৭ রান। ৪৯তম ওভারের শেষ বলে লিগে নিজেদের চতুর্থ জয় তুলে নেয় ব্রাদার্স। মিজানুর রহমানের নেতৃত্বাধীন দলটি এখন ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে।

এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিটি ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের সমাপ্তি ঘটেছে শেষ বলে। রূপগঞ্জের ৮ উইকেটে ২৩১ রান সিটি টপকে যায় পঞ্চাশতম ওভারের ষষ্ঠ বলে। আলাউদ্দিন বাবুর করা শেষ বলে দুই রান নিয়ে সিটিকে ২ উইকেটের জয় এনে দেন রবিউল হক।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সিটি ক্লাবকে শেষ বলে জয় এনে দেন রবিউল হক
ছবি: সংগৃহীত

১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিটি ক্লাব এখন ৮ নম্বরে, সমান ম্যাচে ৭ পয়েন্ট রূপগঞ্জ টাইগার্স ৯ নম্বরে। আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ যথাক্রমে ১৮, ১৮ ও ১৬ পয়েন্ট নিয়ে প্রথম তিনে আছে।