২০২৪ আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন পন্ত

ঋষভ পন্তছবি: ইনস্টাগ্রাম

২০২৪ আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন ঋষভ পন্ত। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, তাঁর ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালস আশা করছে আগামী ফেব্রুয়ারির আগেই পুরোপুরি সুস্থ হয়ে আইপিএলের নতুন মৌসুমে দিল্লির অধিনায়কত্ব করবেন পন্ত। গত বছর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। খেলতে পারেননি ২০২৩ আইপিএল।

আরও পড়ুন

তবে পন্ত তাঁর চিরাচরিত উইকেটকিপার-ব্যাটসম্যান নাকি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ফিরবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দিল্লি তাঁকে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে পেলেই খুশি বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’কে দিল্লি ক্যাপিটালসের এক অফিশিয়াল বলেছেন, ‘সে কিপিং না করলে অবশ্যই মাঠে থাকবে এবং অধিনায়কত্ব করবে।’

পন্তের আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার সম্ভাবনা প্রথম টের পাওয়া গিয়েছিল গত নভেম্বরে। তখন কলকাতায় দিল্লির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। সেখানে দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলী, প্রধান কোচ রিকি পন্টিং এবং সহকারী কোচ প্রবীন আমরেও ছিলেন। আগামী মৌসুম সামনে রেখে দিল্লি কোন খেলোয়াড় ধরে রাখবে, কোন খেলোয়াড় ছেড়ে দেবে, এসব নিয়ে তাঁদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন পন্ত।

আরও পড়ুন

গাড়ি দুর্ঘটনায় ডান হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর ২০২৩ আইপিএল থেকে ছিটকে পড়েন পন্ত। অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যান। গত কয়েক মাসে নিজের সেরে ওঠার প্রক্রিয়ার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে পন্ত বুঝিয়েছেন তিনি সঠিক পথেই আছেন।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, তিনি ব্যাটিং করাও শুরু করেছেন। তবে উইকেটকিপিং করবেন কি না, তা এখনো অনিশ্চিত। ২০২২ সালের ডিসেম্বরে ভারতে হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন পন্ত। সেটি ছিল মিরপুর টেস্ট।

আরও পড়ুন