ফিরেছেন মিচেল মার্শ, দলে থাকবেন তো মোস্তাফিজুর

আজ কি দলে থাকবেন মোস্তাফিজুর রহমান?ছবি: আইপিএল

যেন কিছুতেই কিছু হচ্ছে না! আইপিএলে এবারের মৌসুমে এখন পর্যন্ত একমাত্র জয়হীন দলের নাম দিল্লি ক্যাপিটালস। টানা চার ম্যাচে হারা দলটার আজ ‘বেঙ্গালুরু পরীক্ষা’।

বিরাট কোহলিদের ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে ডেভিড ওয়ার্নারের দল। এই ম্যাচে মাঠে নামার আগে দিল্লির শক্তি কিছুটা হলেও বেড়েছে। ব্যক্তিগত কাজ শেষে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন মিচেল মার্শ।

এই মৌসুমে দিল্লির দুর্দশার অন্যতম কারণ ব্যাটসম্যানের ব্যর্থতা। ওপেনার পৃথ্বী শ জ্বলে উঠতে পারেননি। অধিনায়ক ওয়ার্নার রান করলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা অনেক

আরও পড়ুন

অক্ষর প্যাটেল ছাড়া অন্য কোনো দিল্লির ব্যাটসম্যানেরাও ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। তাই  ব্যাটিং শক্তি বাড়াতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্শের দলে ঢোকার সম্ভাবনা অনেক। মার্শ দলে সুযোগ পেলে স্বাভাবিকভাবেই আগের ম্যাচে খেলা কোনো বিদেশি ক্রিকেটারকে দলের বাইরে থাকতে হবে। প্রশ্নটা হচ্ছে, সেই বিদেশি ক্রিকেটারটি কে? মোস্তাফিজুর রহমান নয়তো!

প্রথম তিন ম্যাচে বেঞ্চে থাকার পর গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই পেসার যে খুব একটা খারাপ বোলিং করেছেন ব্যাপারটা তেমন নয়। মোস্তাফিজই দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন।

নিজের করা তৃতীয় ওভারে ওয়াইড ইয়র্কারে মোস্তাফিজ বিদায় করেছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। ৬৫ রানে ব্যাট করা রোহিত টিকে গেলে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যেত কি না, সেটাই সন্দেহ। নিজের করা দ্বিতীয় ওভারে দিয়েছিলেন মাত্র ২ রান। তবে বোলিং স্পেলের প্রথম ওভার ও শেষ ওভারে খরুচে ছিলেন মোস্তাফিজ।

আরও পড়ুন

বিশেষ করে ১৯তম ওভারে শেষ তিন বলের মধ্যে ২ ছক্কা হজম করাতেই দিল্লি ম্যাচ থেকে ছিটকে যায়। এরপরও আজকের ম্যাচে টিকে যেতে পারেন মোস্তাফিজ। কারণ, ছন্দে থাকা কোহলি-ফাফ ডু প্লেসিদের বিপক্ষে একজন বাঁহাতি পেসার খেলানোর কথা ভাবতেই পারে দিল্লি ম্যানেজমেন্ট।

প্রোটিয়া পেসার আনরিখ নর্কিয়া
ছবি: ইনস্টাগ্রাম

আর স্কোয়াডে থাকা দুই ভারতীয় বাঁহাতি পেসার চেতন সাকারিয়া ও খলিল আহমেদও এখনো নিজেদের সেরাটা দিতে পারেননি।  চিন্নাস্বামী স্টেডিয়ামেও সাধারণত অনেক রান হয়ে থাকে। এই মাঠে হওয়া ১১৭৯টি ছক্কা যার বড় প্রমাণ। আইপিএলে এর চেয়ে বেশি ছক্কা হয়েছে শুধু ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এমন রান প্রসবা মাঠে দিল্লি নিশ্চয়ই তাদের বোলিং আক্রমণের ধারটা কমাতে চাইবে না। যদিও কোহলিদের বিপক্ষে মোস্তাফিজ ততটা সফল নন। এখন পর্যন্ত তাদের বিপক্ষে খেলা ৭ ম্যাচে উইকেট নিয়েছেন ৬টি, ইকোনমির বেশি—৯.৫৮।

আরও পড়ুন

মোস্তাফিজ টিকে গেলে দল থেকে বাদ পড়তে হবে রোভম্যান পাওয়েলকে। কারণ, ওয়ার্নার অধিনায়ক হওয়ায় ও পেসার আনরিখ নর্কিয়ার পারফরম্যান্সের কারণে তাদের  নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের পারফরম্যান্সও তাঁকে বাদ দেওয়ার কাজটা সহজ করে দিচ্ছে। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে একবারও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি পাওয়েল।

ক্রিকেটবিশ্লেষক টম মুডিও দলে দেখছেন মোস্তাফিজকে। ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে অভিজ্ঞ এই কোচ বলেছেন, ‘আমার মনে হয় মিচেল মার্শ খেলবে। ওয়ার্নার ওপেন করবে, মার্শ খেলবে তিন নম্বরে। আর এই মাঠে মোস্তাফিজ ও নর্কিয়া দুজনকেই খেলাতে হবে। তাই পাওয়েলেকে বাদ পড়তে হচ্ছে।’

আরও পড়ুন