সৌরভ গাঙ্গুলী এবার বেঙ্গলের সভাপতি হওয়ার দৌড়ে

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীএএফপি

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে লড়াই করবেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে গাঙ্গুলী নিজে এ খবর নিশ্চিত করেছেন। গাঙ্গুলী জানিয়েছেন, তিনি বার্ষিক সাধারণ সভার আগে নিজের মনোনয়ন জমা দেবেন।

ভারতের আরেকটি সংবাদমাধ্যম দৈনিক ‘আজকাল’ জানিয়েছে, গতকাল গাঙ্গুলী নির্বাচন করার কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শেষ পর্যন্ত নির্বাচন হবে কি না, সেটি অবশ্য এখনই বলা যাচ্ছে না। নির্বাচনের আয়োজন না করে সবার সম্মতির ভিত্তিতে সভাপতি বেছে নেওয়াও হতে পারে।

সব মিলিয়ে গাঙ্গুলী প্রতিদ্বন্দ্বিতায় নামলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে সিএবি সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলীর ভাই স্নেহাশিস গাঙ্গুলী। তবে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তাঁর মেয়াদ শেষ। এরই মধ্যে বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা।

বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন সৌরভ গাঙ্গুলী
এএফপি

গাঙ্গুলীর প্রশাসনিক যাত্রা শুরু হয় ২০১৫ সালে সিএবি সচিব হিসেবে। একই বছরের শেষের দিকে তিনি সভাপতির দায়িত্ব নেন এবং ২০১৯ সাল পর্যন্ত সেই পদে ছিলেন। এরপর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত তিনি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিএবি সভাপতি থাকাকালীন গাঙ্গুলী বাংলার ক্রিকেটে চোখে পড়ার মতো কিছু কাজ করেছেন। তিনি পেশাদার কোচিং–ব্যবস্থা ও খেলোয়াড় উন্নয়ন কর্মসূচি জোরদারে গুরুত্ব দেন। তাঁর সময়ে বেঙ্গল রঞ্জি ট্রফিতে উল্লেখযোগ্য সাফল্যও পায়।

বিসিসিআই সভাপতি হওয়ার পর গাঙ্গুলীর মেয়াদে ভারতীয় ক্রিকেটের ভিত আরও মজবুত হয় এবং এর বৈশ্বিক প্রভাব বাড়ে। তাঁর অন্যতম উদ্যোগ ছিল বেঙ্গালুরুতে আধুনিক ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রতিষ্ঠা, যা উঠতি ক্রিকেটারদের বিশ্বমানের প্রশিক্ষণ দেয়।

নারী ক্রিকেটারদের জন্য তিনি শুরু করেন উইমেনস টি-২০ চ্যালেঞ্জ। এ ছাড়া তাঁর নেতৃত্বে বিসিসিআই আইপিএলের জন্য রেকর্ড চুক্তি করে, যা ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে ৪৮ হাজার কোটি টাকার বেশি রাজস্ব এনে দেয়।

আরও পড়ুন