ইংল্যান্ড নয়, আর্চার কি হয়ে যাবেন মুম্বাইয়ের

আইপিএল থেকে এরই মধ্যে ফিরে গেছেন জফরা আর্চারআইপিএল

সারা বছর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে চুক্তিবদ্ধ থাকবেন। যদি ইংল্যান্ডের জার্সিতে তাঁকে খেলাতে হয়, তাহলে সেই মুম্বাইয়ের কাছে অনুমতি নিতে হবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। জফরা আর্চারের ভবিষ্যৎ কি এমনই হতে যাচ্ছে? সারা বছর নিজেদের করে নিতে মুম্বাই আর্চারকে এমন প্রস্তাব দিতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল।

আন্তর্জাতিক ক্রিকেটারদের মালিকানা নিজেদের কাছে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো, এমন খবর এসেছিল আগেই। সেখানে জানা গিয়েছিল, অন্তত ছয়জন ইংলিশ ক্রিকেটারকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। ওই ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আসেনি তখন। এবার ডেইলি মেইল বলছে, ফাস্ট বোলার আর্চার ও ওপেনার অ্যালেক্স হেলসকে প্রস্তাব দিতে যাচ্ছে মুম্বাই। হেলস অবশ্য এখন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তিবদ্ধ ক্রিকেটার নন।

আরও পড়ুন

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সামনে বিশ্বকাপ ও অ্যাশেজ না থাকলে এবার চোট নিয়েই আইপিএলে খেলা চালিয়ে যেতেন আর্চার। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছেন এ পেসার। কনুইয়ের চোটের পরিচর্যার জন্য আইপিএল ছেড়ে এরই মধ্যে ইংল্যান্ড ফিরে গেছেন আর্চার।

লম্বা চোট কাটিয়ে এ বছরের শুরুতে ফিরেছিলেন আর্চার
ছবি: এএফপি

চোটের কারণে বেশ লম্বা বিরতির পর আর্চার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরেন গত জানুয়ারিতে, মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়েই। আইপিএল ছাড়াও নতুন চালু হওয়া দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আর্চার। গত বছর আইপিএলে চোটের কারণে খেলতে না পারলেও আর্চারকে কিনে নিয়েছিল মুম্বাই।

অবশ্য পাকাপাকিভাবে মুম্বাইয়ের হয়ে যাওয়ার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্চার। ২০২৫ সালের মেগা নিলাম থেকেই ক্রিকেটারদের মালিকানা নিজেদের নেওয়ার ব্যাপারে আশাবাদী আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

আইপিএল ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে দল আছে মুম্বাই ইন্ডিয়ানস ফ্র্যাঞ্চাইজির।

আরও পড়ুন