রান করতে পারেন দেখাতে মা-বাবার সামনে ম্যাক্সওয়েলের ১৩ ছক্কায় সেঞ্চুরি

সেঞ্চুরির পর ম্যাক্সওয়েলওয়াশিংটন ফ্রিডম

ইনিংসের প্রথম ১৫ বলে করলেন ১১। বাউন্ডারি নেই। এ আবার কোন গ্লেন ম্যাক্সওয়েল! হয় ম্যাক্সওয়েল শুরুতেই আউট হবেন, নয়তো ১৫ বলে ৩৫-৪০ রান করবেন, টি–টোয়েন্টিতে এটাই তো হওয়ার কথা!

‘বিগ শো’খ্যাত এই ক্রিকেটার পরে ঠিকই হাত খুলেছেন। ইনিংসে নিজের শেষ ৩৪ বলের মধ্যে ছক্কাই মেরেছেন ১৩টি, চার ২টি। প্রথম চারটি যখন মেরেছেন তখন তাঁর ব্যক্তিগত রান ৭৮। এভাবে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমের হয়ে আজ ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়েছেন ম্যাক্সওয়েল।

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে পাওয়া সেঞ্চুরিটি ম্যাক্সওয়েলের জন্য বিশেষ কিছু হওয়ার কথা। কারণ, শুরুর দিকে বেশ চাপেই ছিলেন। দলের রান যখন ১৩ ওভারে ৫ উইকেটে ৯৮, তখন ম্যাক্সওয়েলের রান ১৫ বলে ১১।

টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েল এখন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরিয়ান

রয়েসয়ে খেলে পরে ঝড় তুলেছেন। স্বদেশি স্পিনার তানভীর সাংহার পরের ওভারে টানা তিন ছক্কা দিয়ে যার শুরু, আর শেষ হয় জেসন হোল্ডারের করা ইনিংসের ২০তম ওভারে দুই ছক্কা মেরে। তাতে দলের রানও দুই শ পেরিয়ে যায়, ৫ উইকেটে ২০৮।

টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েল এখন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। সর্বোচ্চ সেঞ্চুরি ক্রিস গেইলের, ২২টি। দ্বিতীয় সর্বোচ্চ বাবর আজমের ১১টি, ৯ সেঞ্চুরি নিয়ে রাইলি রুশো ও বিরাট কোহলি তৃতীয়। ৮টি করে সেঞ্চুরি রোহিত শর্মা, মাইকেল ক্লিঙ্গার, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, জশ বাটলার ও ম্যাক্সওয়েলের।

আরও পড়ুন

এমন দিনে আবার গ্যালারিতে ছিলেন ম্যাক্সওয়েলের মা ও বাবা। স্বাভাবিকভাবেই অষ্টম সেঞ্চুরিটির মাহাত্ম্য তাই আরও বেড়েছে। ইনিংস শেষে ম্যাক্সওয়েল নিজেও এ প্রসঙ্গে কথা বলেছেন, ‘দারুণ লাগছে। আমি রান করেছি—এমন কিছু তাঁরা খুব একটা দেখতে পান না, তাই এমন একটা কিছু তাঁদের সামনে করতে পেরে ভালো লাগছে।’

ইনিংসের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন অধিনায়ক বলেছেন, ‘কিছুটা কঠিন পরিস্থিতিতে উইকেটে এসেছিলাম। ভিন্নভাবে ব্যাটিং করতে হয়েছে। শুরুটা বেশ ধীরগতির ছিল, কিন্তু যখন বুঝলাম আরও কিছু রান দরকার, তখন মারার সিদ্ধান্ত নিই—আর শটগুলো কাজে লেগে গেছে। ওই সময় আমাদের সময় নিয়েই ব্যাটিং করা দরকার ছিল।’

২০৯ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ১১ ওভারে ৬৫ রানে হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত ৯৫ রানে অলআউট হয়ে ১১৩ রানে হেরেছে দলটি। ফ্রিডমের হয়ে ৩টি করে উইকেট জ্যাক এডওয়ার্ডস ও মিচেল ওয়েনের।

আরও পড়ুন