ট্রাম্পকে ‘শান্তির জন্য খেলা’র বার্তা লিখে জার্সি উপহার রোনালদোর

ট্রাম্পের হাতে রোনালদোর স্বাক্ষরিত জার্সি, পাশে আন্তোনিও কস্তাএক্স

ইসরায়েল–ইরান পাল্টাপাল্টি হামলায় জড়ানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা বিবেচনা করছেন তিনি। তবে এসব উত্তেজনার মধ্যেই  জি-৭ সম্মেলনে গিয়ে শান্তির বার্তা মোড়ানো বিশেষ এক জার্সি উপহার পেয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জার্সিটি দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সোমবার কানাডার আলবার্টার কানানাসকিসে ট্রাম্পকে বিশেষ এ উপহার তুলে দেন।

সর্বকালের অন্যতম সেরা তারকা রোনালদো তাঁর পর্তুগালের ৭ নম্বর জার্সিতে সই করে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে, শান্তির জন্য খেলছেন।’

আরও পড়ুন

নিজের এক্স অ্যাকাউন্টে কস্তা প্রেসিডেন্ট ট্রাম্প ও জার্সির কিছু ছবি শেয়ার করেন, যার সঙ্গে ছিল ক্রিশ্চিয়ানোর বার্তার একটি ক্লোজআপও। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি, শান্তির জন্য খেলছেন, একটি দল হিসেবে।’

রোনালদোর বার্তা
এক্স

প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা মারগো মার্টিন জার্সি গ্রহণের সেই মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও ক্লিপে শোনা যায়, আন্তোনিও আমেরিকান প্রেসিডেন্টকে বলছেন, জার্সিটির ওপর একটি ‘বিশেষ বার্তা’ রয়েছে। বার্তাটি পড়ে শোনানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর দেন, ‘ওহ, এটা ভালো লেগেছে। শান্তির জন্য খেলা।’ এরপর জার্সিটি তুলে ধরে তিনি বলেন, ‘এটা দারুণ!’

আরও পড়ুন

ট্রাম্পকে জার্সি উপহার দেওয়ায় অনেকে রোনালদোকে সাধুবাদ জানালেও কেউ কেউ সমালোচনাও করেছেন। আন্তোনিও কস্তার পোস্টের নিচের আলেকসান্দার কুদুজ নামে একজন লিখেছেন, ‘এর মানে কি রোনালদো ট্রাম্প ও কস্তার গণহত্যাকে সমর্থন দিচ্ছেন?’ অন্য একজন লিখেছেন, ‘অথচ এই লোকটিই সব যুদ্ধ আর গণ্ডগোলের কারণ।’