অমিতাভ বচ্চনের হাতে বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’

অমিতাভ বচ্চনকে হাতে ‘গোল্ডেন টিকিট’ তুলে দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহছবি : বিসিসিআই

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে ঠিক ১ মাস বাকি। সময় যতই ঘনিয়ে আসছে, বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ততই বাড়ছে। স্বাগতিক ভারতের ম্যাচগুলোর টিকিটও সোনার হরিণ হয়ে উঠেছে।

গত ২৫ আগস্ট টিকিট বিক্রি শুরু হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিশিয়াল টিকিট ক্রয়–সংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠানের অ্যাপে ঢুকতে না পারার অভিযোগ এসেছে। অনেকক্ষণ অপেক্ষার পর যাঁরা ঢুকতে পেরেছেন, তাঁরাও দেখেছেন সব টিকিট শেষ!

তবে ভারতীয় আইকনদের টিকিট পেতে যাতে কোনো সমস্যা নয়, সেটি নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। বিভিন্ন জগতের মহাতারকা, রথী–মহারথীদের বিনা মূল্যে ভিআইপি স্ট্যান্ডে বসে বিশ্বকাপের পছন্দের ম্যাচগুলো দেখার সুযোগ করে দিচ্ছে।

ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক অমিতাভ বচ্চন
ছবি : এএফপি

গতকাল বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। এ দিনই অমিভাত বচ্চনকে ‘গোল্ডেন টিকিট’ উপহার দেওয়া হয়েছে। বলিউড শাহেনশাহখ্যাত অমিতাভের হাতে বিশেষ এই টিকিট তুলে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। টিকিটের সঙ্গে বিশেষ অ্যাক্রিডিটেশন কার্ডও দেওয়া হয়েছে তাঁকে। চাইলে ভিআইপি বক্সে বসে সব খেলা দেখতে পারবেন অমিতাভ, পাবেন বিশেষ সুযোগ–সুবিধাও।

অমিতাভকে বিশেষ উপহার দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিসিসিআই লিখেছে, ‘আমাদের গোল্ডেন আইকনের জন্য গোল্ডেন টিকিট! হাজার বছরের মহাতারকা শ্রী অমিতাভ বচ্চনের হাতে এই গোল্ডেন টিকিট তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছে বিসিসিআই সচিব জয় শাহর। অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতা ও একনিষ্ঠ ক্রিকেটপ্রেমীর ভারতীয় দলকে সমর্থন জোগানো আমাদের অনুপ্রাণিত করে। তিনি বিশ্বকাপ দেখতে আসবেন, এটা ভেবে আমরা রোমাঞ্চিত।’

আরও পড়ুন

পরে জয় শাহও ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘সত্যিই সোনালি মুহূর্ত! হাজার বছরের মহাতারকা শ্রী অমিতাভ বচ্চনকে গোল্ডেন টিকিট উপহার দিতে পারা পরম সম্মানের।’

কলকাতায় ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিন ভারতের জাতীয় সংগীত গেয়েছেন অমিভাত বচ্চন
ছবি : এএফপি

অমিতাভের ক্রিকেটপ্রীতির কথা কমবেশি সবার জানা। ভারতের জাতীয় পতাকা হাতে বেশ কয়েকবার গ্যালারিতে দেখা গেছে তাঁকে। ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগানে রোহিত–কোহলিদের অনুপ্রাণিতও করেছেন। ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের দিন তিনিই ভারতের জাতীয় সংগীত গেয়েছিলেন। তাঁর মতো ব্যক্তিত্বকে এবার বিশ্বকাপের মতো মহাযজ্ঞে কাজে লাগানোর সুযোগটাই নিচ্ছে বিসিসিআই।

আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। স্বাগতিক ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে।