লোকেশ রাহুলকে নিয়েই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ভারতের

লোকেশ রাহুলছবি: এএফপি

চোটের কারণে চলতি বছরের মে মাস থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি লোকেশ রাহুল। কিন্তু তাঁকে রেখেই বিশ্বকাপে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত। নির্বাচকদের প্রথম পছন্দের এই উইকেটকিপার ব্যাটসম্যান ফিটনেস টেস্টে পাস করার পর এখন এশিয়া কাপে সুপার ফোরে খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারত যে ১৭ জনের স্কোয়াড পাঠিয়েছে তার মধ্যে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃঞ্চা। এশিয়া কাপে ভারতের রিজার্ভ খেলোয়াড় সঞ্জু স্যামসনেরও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে ইশান কিষানকে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে ৮২ রান করেছিলেন ইশান কিষান। ওয়ানডেতে সাদামাটা ব্যাটিং গড়ের সূর্যকুমার যাদবকেও বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন ভারতের নির্বাচকেরা। ২৪ ইনিংসে ২৪.৩৩ ব্যাটিং গড়ে মাত্র ২টি ফিফটি পেয়েছেন সূর্যকুমার।

এ বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলা রাহুল সর্বশেষ আইপিএলে ঊরুতে চোট পাওয়ার পর মে মাসে অস্ত্রোপচার করান। শুরুতে তাঁকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু পরে আবারও চোট পাওয়ায় ভারতের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে পড়েন। ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বলেছেন, ‘কয়েকজনের ফিটনেস নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। তবে তিনজনই (লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা ও শ্রেয়াস আইয়ার) শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। রাহুল ভালো আছে। আমরা মনে করি এতে দল ভারসাম্যপূর্ণ হবে...গত দুই দিনে সে কিছু ম্যাচ খেলেছে। ৫০ ওভার কিপিংয়ের পাশাপাশি প্রায় ৫০ ওভার ব্যাটিংও করেছে। তাকে পেয়ে আমরা খুশি।’

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব থাকবেন যশপ্রীত বুমরা। অন্য তিন পেসার মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। স্পিন বিভাগে আছেন কুলদ্বীপ যাদব এবং অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার মতো তিনজন অলরাউন্ডারকেও স্কোয়াডে রেখেছেন নির্বাচকেরা। তবে একজন অফ স্পিনারের অভাব অনুভব করতে পারে ভারত।

এর আগে ভারতের একাধিক সংবাদমাধ্যম লোকেশ রাহুলকে রেখেই সম্ভাব্য দল ঘোষণার খবর দিয়েছিল। সেই দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষিত দলেরও মিল রয়েছে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইষান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।