মিসাইল না থাকলে গেরিলা যুদ্ধের কথা বললেন হাথুরুসিংহে

শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে চন্ডিকা হাথুরুসিংহেছবি: শামসুল হক

বাংলাদেশ দল ঘরের মাঠের সুবিধা পুরোপুরি নিতে শিখেছে চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ে। তাঁর অধীনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। কোচ রাসেল ডমিঙ্গো সে ধারা থেকে বেরিয়ে ঘরের মাঠে ভালো উইকেটে খেলার ওপর জোর দিয়েছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন

কিন্তু নতুন করে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে এসে হাথুরুসিংহে আজ প্রথম সংবাদ সম্মেলনেই ঘোষণা দিলেন, ঘরের মাঠে নিজেদের শক্তির জায়গার কথা মাথায় রেখেই খেলবে বাংলাদেশ।

এবার হাথুরুসিংহের অধীনে ঘরের মাঠে কেমন ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কান কোচ ফিরতি প্রশ্ন করেন, ‘ঘরের মাঠের সুবিধা বলে কী বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ডে যাই, কী ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে?’

দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোচ হয়ে এসেছেন হাথুুরুসিংহে
ছবি: শামসুল হক

হাথুরুসিংহে আরও যোগ করেন, ‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে, তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে, তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বিদেশে সাফল্য পাওয়ার প্রসঙ্গও তুলে ধরেছেন হাথুরুসিংহে, ‘দক্ষিণ আফ্রিকায় ওরা ভালো করেছে। নিউজিল্যান্ডে ওরা ভালো করেছে। আমরা একটু আগে আলোচনা করলাম ফাস্ট বোলারদের নিয়ে, যারা উঠে আসছে। ইবাদতের কথা মনে আছে। আমার প্রথম নিউজিল্যান্ড সফরে সে ছিল ডেভেলপমেন্ট প্লেয়ার, শান্তও। এখন ওরাই ভালো করছে। সুতরাং এটা করতে সময় লাগে। সব দেশই তা–ই করে। আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে হবে। আমাদের নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে।’