ফ্লিনটফের এক সেঞ্চুরিতে অনেক মাহাত্ম্য
যেকোনো সেঞ্চুরিই বিশেষ। আর সেটা যদি হয় প্রথম, বিশেষত্ব তাতে আরও বাড়ে। আর যদি প্রথম সেঞ্চুরির ম্যাচে কোচের দায়িত্বে থাকেন নিজেরই বাবা, সেটার মাহাত্ম্য নিশ্চয়ই আরও বেশি। আজ ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে রকি ফ্লিনটফের ১০৮ রানের ইনিংসের মাহাত্ম্য অবশ্য এখানেই শেষ নয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইংল্যান্ড লায়নসের হয়ে রকি সেঞ্চুরিটি করেছেন ৯ নম্বরে নেমে। সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলের সেঞ্চুরিই তাঁর দলকে বড় লিড এনে দিয়েছে।
অস্ট্রেলিয়া সফরে থাকা ইংল্যান্ডের ‘এ’ দল লায়নস ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি ট্যুর ম্যাচ খেলছে। বুধবার শুরু দ্বিতীয় ম্যাচে স্বাগতিকেরা প্রথম ইনিংসে করেছে ২১৪ রান। ইংল্যান্ড লায়নসের প্রথম ইনিংসে আজ রকি ফ্লিনটফ যখন ব্যাটিংয়ে নামে, দল তখন ১৬১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে।
ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফ্রেডি ম্যাকানকে নিয়ে রকি প্রথমে গড়েন ৬৬ রানের জুটি। ম্যাকান ৫১ রান করে আউট হয়ে যাওয়ার পর রকি আরেকটি বড় জুটি দাঁড় করান দশম উইকেটে মিচেল স্ট্যানলিকে নিয়ে। এ দুজনের শেষ উইকেট থেকে দল পায় ৭২ রান, যার মধ্যে স্ট্যানলির অবদান ২৭ বলে ৪। অর্থাৎ, দলকে প্রায় একাই টেনেছেন রকি।
দলের শেষ ব্যাটসম্যান হিসেবে ক্যাচ দেওয়ার আগে রকি ১২৭ বলে করেন ১০৮ রান, যার মধ্যে চার ছিল ৯টি, ছক্কা ৬টি। গত বছর ইংল্যান্ড লায়নসে অভিষেক হওয়ার পর এটিই রকির সেঞ্চুরি। তবে ট্যুর ম্যাচ হওয়ায় এটি অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেট রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না।
২০০৮ সালের এপ্রিলে জন্ম নেওয়া রকি ফ্লিনটফ বাবা অ্যান্ড্রুর মতো ব্যাটিং, বোলিং দুটিই করেন। যদিও অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত তাঁর হাতে বল দেখা যায়নি।