ওভাল টেস্ট জিতিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ–কৃষ্ণা
ওভাল টেস্টের শেষ দিনে অবিশ্বাস্য পারফর্ম করে ভারতকে জিতিয়েছেন দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। ভারতকে জেতানোর পথে এই টেস্টে সিরাজ নিয়েছেন ৯ উইকেট, কৃষ্ণা নিয়েছেন ৮ উইকেট।
এই পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে। চলতি সপ্তাহে র্যাঙ্কিংয়ের হালনাগাদে ভারতের এই দুই পেসারই ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন।
সিরাজ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ১৫তম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৭৪, এটিও ক্যারিয়ারসেরা। কৃষ্ণার রেটিং পয়েন্ট ৩৬৮, ২৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৫৯তম স্থানে। এটিই তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান।
ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাংও ওভাল টেস্টে ৮টি করে উইকেট নিয়েছেন। দুজনেই উঠেছেন ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে। অ্যাটকিনসন প্রথমবারের মতো ঢুকেছেন শীর্ষ দশে, আছেন যৌথভাবে ১০ নম্বরে। তালিকার ১০ নম্বরে আছেন মিচেল স্টার্কও। ১৪ ধাপ এগিয়েছেন টাং, তাঁর অবস্থান এখন ৪৬ নম্বরে।
ওভালে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল তিন ধাপ এগিয়ে ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে ঢুকেছেন। এই টেস্টেই সেঞ্চুরি করেছিলেন জো রুট ও হ্যারি ব্রুক। দুজনেই নিজেদের অবস্থান দৃঢ় করেছেন। রুট আছেন এক নম্বরে, ব্রুক দুইয়ে।
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রভাবও আছে র্যাঙ্কিংয়ে। কিউই ব্যাটসম্যান ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন। আর তাঁর সতীর্থ ম্যাট হেনরিও বড় লাফ দিয়েছেন। তিন ধাপ এগিয়েছেন, উঠে এসেছেন চার নম্বরে। হেনরির রেটিং পয়েন্ট ৮১৭, এটি তাঁর ক্যারিয়ারের সেরা। টেস্টে বোলারদের তালিকার শীর্ষে আছেন যশপ্রীত বুমরা। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা।