বাংলাদেশের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে তিন সংস্করণেই শীর্ষে ওঠার সুযোগ হারাল ভারত

এশিয়া কাপ সুপার ফোরে গতকাল বাংলাদেশের কাছে হেরেছে ভারতছবি: এএফপি

সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ভারত? সে তো বটেই। এশিয়া কাপের সুপার ফোরে গতকাল বাংলাদেশকে হারাতে পারলে আইসিসির তিন সংস্করণের র‌্যাঙ্কিংয়েই শীর্ষে উঠত ভারত। কিন্তু বাংলাদেশের ২৬৫ রান তাড়া করতে নেমে ৬ রানে হেরেছে রোহিত শর্মার দল। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ স্রেফ নিয়ম রক্ষার হলেও হারে ভারত কিন্তু সুযোগটি হারিয়েছে।

আরও পড়ুন

আইসিসি টি-টোয়েন্টি ও টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত। গতকাল বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা দ্বিতীয় স্থানে ছিল। ১১৬ রেটিং পয়েন্ট ছিল ভারতের। তাদের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট এগিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। কাল দুটি শর্ত পূরণ হলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠত ভারত। এক. এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ভারত হারাতে পারলে। দুই. ওয়ানডে সিরিজে কাল চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে দক্ষিণ আফ্রিকা হারালে। পরের শর্তটি পূরণ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ১৬৪ রানের বিশাল ব্যবধানে। কিন্তু বাংলাদেশের সঙ্গে জিততে পারেনি ভারত।

বাংলাদেশের বোলারদের বিপক্ষে আটকে যায় ভারতের ব্যাটিং
ছবি: এএফপি

সাকিব আল হাসানের দলের কাছে ভারতের এই হারে লোকসানও হয়েছে। আজ আইসিসি প্রকাশিত দলগুলোর নতুন র‌্যাঙ্কিং তালিকা অনুযায়ী, বাংলাদেশের কাছে হারের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে ভারতের। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে রোহিতের দল। ২টি রেটিং পয়েন্টও হারিয়েছে ভারত (১১৪)। পাকিস্তান ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুইয়ে। পাকিস্তানের সমান রেটিং পয়েন্ট নিয়েও শীর্ষে অস্ট্রেলিয়া।

আইসিসি প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই দলের সমান রেটিং পয়েন্ট দেখানো হলেও প্রতিবেদনে বিষয়টি ব্যাখ্যা করা হয়—অস্ট্রেলিয়া ১১৫.২৫৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় পাকিস্তানের সংগ্রহ ১১৪.৮৮৯ রেটিং পয়েন্ট।

আরও পড়ুন

বাংলাদেশকে হারিয়ে ভারত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কত বড় সুযোগ হারিয়েছে, সেটি বুঝিয়ে দেবে আরেকটি হিসাব। ধরা যাক, ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো। আর অস্ট্রেলিয়াও পাঁচ ম্যাচ সিরিজে শেষ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার কাছে হারল—ভারত তবু ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ উঠতে পারবে না। অস্ট্রেলিয়া হারলে পাকিস্তানের শীর্ষে ওঠার পথ সুগম হবে। গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা পাকিস্তান এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার কাছে হারের পর ‘সিংহাসন’ হারায়।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে চারে ইংল্যান্ড (১০৫)। মাত্র ১ রেটিং পয়েন্ট ব্যবধানে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। ১০০ রেটিং পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড ছয়ে। তাঁদের চেয়ে ৬ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে বাংলাদেশ (৯৪)। বাংলাদেশের ঘাড়ে আবার নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে দাসুন শানাকার দল। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশকে আটে নামিয়ে সাতে উঠেছিল শ্রীলঙ্কা। কিন্তু ভারতকে হারিয়ে আবারও সাতে উঠে এসেছে সাকিবের দল। নয়ে আফগানিস্তান (৮০) ও দশে ওয়েস্ট ইন্ডিজ (৬৮)।