চোটে মাঠের বাইরে থাকা উইলিয়ামসন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান

কেইন উইলিয়ামসনফাইল ছবি: এএফপি

কেইন উইলিয়ামসন মাঠে নেই এপ্রিলের শুরু থেকেই। আইপিএলে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া নিউজিল্যান্ড ব্যাটসম্যান আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সেই উইলিয়ামসনই এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। গত মার্চের পর উইলিয়ামসন ও তাঁর দল নিউজিল্যান্ড কোনো টেস্ট খেলেনি। তবু অন্যদের ওঠানামা আজ প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বানিয়েছে উইলিয়ামসনকে।

২০২১ সালের আগস্টের পর এই প্রথম টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ফিরে পেলেন তিনি। ২০১৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন উইলিয়ামসন।

আরও পড়ুন

র‌্যাঙ্কিংয়ে উইলিয়ামসনের পরেই আছেন স্টিভ স্মিথ। লর্ডসে টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি করে বেশ এগিয়েছেন তিনি, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক চার ধাপ এগিয়ে উঠেছেন দ্বিতীয় স্থানে। ৮৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠা নিউজিল্যান্ড তারকার সঙ্গে মাত্র ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে স্মিথ। লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দুই ইনিংসে ভালো করতে পারেননি জো রুট। ১০ ও ১৮ রান করে আউট হওয়ায় টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড তারকা শুধু শীর্ষ স্থানই হারাননি বেশ নিচেও নেমে গেছেন। চার ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছেন রুট।

উইলিয়ামসনের হাত ছোঁয়া দূরত্বে আছেন স্মিথ
ফাইল ছবি: রয়টার্স

তৃতীয় ও চতুর্থ স্থানও দুই অস্ট্রেলীয়র। লর্ডসে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে ৪৭ ও ৩০ রান করা লাবুশেন ৮৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়। এই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৭৭ রান করা ট্রাভিস হেড ৮৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতটি স্থানের মধ্যে চারটিই অস্ট্রেলিয়ানদের। অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি তুলে নেওয়া উসমান খাজা সপ্তম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৭। শীর্ষে থাকা উইলিয়ামসনের সঙ্গে সাতে থাকা খাজার পয়েন্টের ব্যবধান বেশি নয়—৩৬ পয়েন্ট।

অর্থাৎ হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টেই শীর্ষ স্থানের রদবদল হওয়ার সম্ভাবনা খুব বেশি। হিসাবটা শীর্ষ পাঁচে টেনে নিলে উইলিয়ামসনের পয়েন্টের সঙ্গে পাঁচে থাকা রুটের পয়েন্ট ব্যবধান মাত্র ১৭।

আরও পড়ুন

লর্ডসে ইংল্যান্ডের দুই ইনিংসে ৯৮ ও ৮৩ রান করা বেন ডাকেট ২৪ ধাপ উন্নতি করে ১৮তম স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস লর্ডসে দলের দ্বিতীয় ইনিংসে মহাকাব্যিক ১৫৫ রানের ইনিংস ৯ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৩তম স্থানে।

লর্ডসে ইংল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে মোট ৪ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন। ৮২৬ পয়েন্ট নিয়ে দুই ধাপ উন্নতি করেছেন কামিন্স। শীর্ষে থাকা ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ৩৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে কামিন্স। লর্ডসেই ৬ উইকেট নেওয়া কামিন্সের সতীর্থ পেসার মিচেল স্টার্কও দুই ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন।

কামিন্স দুইয়ে উঠে সেখান থেকে চারে নামিয়েছেন  ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে। লর্ডস টেস্টে ২ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এই পেসার। ইংল্যান্ডের তরুণ পেসার জশ টাং লর্ডসে ৫ উইকেট নিয়ে ২৭ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৯তম স্থানে।