সূর্যকুমারের ব্যাটে সিরিজে এগিয়ে গেল ভারত

ফিফটির পর সূর্যকুমার যাদবছবি: এএফপি

খেলোয়াড়দের কিট ব্যাগ মাঠে পৌঁছাতে দেরি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ-ভারত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের অনেক পরে। সেই ম্যাচের প্রভাব পরে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজকের তৃতীয় টি-টোয়েন্টিতেও। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরু হয় দেড় ঘণ্টা দেরিতে। দুই ম্যাচের মাঝে দুই দলের খেলোয়াড়দের একটু বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত।

এই দেরিটা যেন সহ্য হয়নি সূর্যকুমার যাদবের! ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যে ম্যাচটা যত দ্রুত শেষ করতেই ব্যাটিং করেছেন তিন। তাঁর আগ্রাসী ফিফটিতে ভর করেই তৃতীয় ম্যাচটা ৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতে পাঁচ ম্যাচ সিরিজে রোহিত শর্মার দল এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। সিরিজের শেষ দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের লডারহিলে ৬ ও ৭ আগস্ট।

সেন্ট কিটসে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার করার রেকর্ড গড়া ভারতের জয়ে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় ওপেনার ৪৪ বলেই করেছেন ম্যাচের সর্বোচ্চ ৭৬ রান। ৮টি চার ও ৪টি ছক্কা মারা সূর্যকুমার আউট হয়েছেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫তম ওভারে দলকে ১৩৫ রানে রেখে। ১৪ রান পরে পান্ডিয়া (৬ বলে ৪) ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। ঋষভ পন্ত (২৬ বলে ৩৩) ও দীপক হুদা (৭ বলে ১০) দলকে জিতিয়েই ড্রেসিংরুমে ফেরেন। সেন্ট কিটসে এর আগে ১৪৭ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল।

৪টি ছক্কা ও ৮টি চার মেরেছেন সূর্যকুমার যাদব
ছবি: এএফপি

ভারত ৭ উইকেটে জিতলেও দলটির হয়ে ব্যাটিং করেছেন ছয়জন। অধিনায়ক রোহিত শর্মা আউট না হয়েও যে ফিরেছেন চোটের যন্ত্রণায়। আলজারি জোসেফের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফাইনলেগ দিয়ে চার মেরেছিলেন রোহিত। ওই শটটি খেলতেই গিয়ে কোমরের নিচের পেশিতে টান পড়ে তাঁর। পরে একটি বল খেলেই উঠে যান ৫ বলে ১১ রান করা রোহিত।

অধিনায়কের অবসরের পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৫৯ বলে ৮৬ রানের জুটি গড়েন সূর্যকুমার। জুটির ৬০ রানই ৩১ বছর বয়সী ওপেনারের। সূর্যকুমারের আগুনে ব্যাটিংয়ে সামনে বেশ ম্লানই ছিলেন ২৭ বলে ২৪ রান করা আইয়ার।

৭৩ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার কাইল মায়ার্স
ছবি: এএফপি

এর আগে ৫ উইকেটে ১৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বলে সর্বোচ্চ ৭৩ রান ওপেনার কাইল মায়ার্সের। সূর্যকুমারের মতোই ৮টি চার ও ৪টি ছক্কা মারা মায়ার্সের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ইনিংস। প্রথম ও দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরানকে নিয়ে ৫৭ ও ৫৪ রানের জুটি গড়া মায়ার্স ফেরেন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১৬.২ ওভারে ১২৮। শেষ দিকে শিমরন হেটমায়ারের ১২ বলে ২০ ও রোভম্যান পাওয়েলের ১৪ বলের ২৩ রানের ইনিংসে ভর করে ১৬০ পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯তম ওভারের শেষ দুই বলে আবেশ খানকে ছক্কা মেরেছেন হেটমায়ার।

তবে তা শেষ পর্যন্ত যথেষ্ট হলো না।

আরও পড়ুন