ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে সুদিন ফেরাতে সব রকম সাহায্য করতে প্রস্তুত ক্লাইভ লয়েড

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েডওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মিডিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে অলআউট হয়ে হারার পর নড়েচড়ে বসেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ক্যারিবীয় ক্রিকেটকে বাঁচাতে জরুরি বৈঠকে ডেকেছিল বোর্ড, যে বৈঠকে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের তিন কিংবদন্তি  ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারা।

বৈঠকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সব দিক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্লাইভ লয়েড। দলকে সাহায্য করতে লয়েড নিজেও প্রস্তুত বলে জানিয়েছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে পাঠানো এক বিবৃতিতে লয়েড বলেছেন, ‘আমাদের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মঞ্চ—প্রতিটি স্তর খতিয়ে দেখা দরকার। সবকিছুই সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একটি প্রতিষ্ঠান, যা এই অঞ্চলের মানুষকে অনেক কিছু দিয়েছে। এখন আমাদের দায়িত্ব এটিকে পুনরুজ্জীবিত করা।’

লয়েড আরও বলেন, ‘আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত। আমাদের যেসব ভাবনা আছে, তা প্রয়োজনের সঙ্গে কীভাবে মিলিয়ে নেওয়া যায় এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে সফল আলোচনা কীভাবে সম্ভব, সেটা করতে উন্মুখ হয়ে আছি। আমরা প্রায় ১০০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছি, আমাদের এটি ঠিক করতেই হবে।’

আমাদের ল্যারি গোমেজের মতো কয়েকজন ব্যাটসম্যান দরকার। আমাদের এমন ব্যাটসম্যান দরকার, যারা উইকেটের মূল্য বোঝে এবং একবার সেট হয়ে গেলে দীর্ঘ সময় ধরে ব্যাট করতে চায়।
ক্লাইভ লয়েড

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় জর্জরিত ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। এই সিরিজে অভিষেক হওয়া ব্যাটসম্যান ব্রেন্ডন কিং ও বোলার অ্যান্ডারসন ফিলিপ ছাড়া কেউই ২০-এর গড় ছুঁতে পারেননি।

আরও পড়ুন

সিরিজ চলাকালীন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি কয়েকবার ব্যাটিং দুর্বলতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। স্যামির দাবি, তাঁর দলের ক্রিকেটাররা ক্রিজে সময় না কাটিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে লয়েড মনে করেন, ইনিংস গড়তে হবে, ব্যাটসম্যানদের ধৈর্য ধরে উইকেটে সময় কাটাতে হবে।

লয়েড বলেছেন, ‘আমাদের ল্যারি গোমেজের মতো কয়েকজন ব্যাটসম্যান দরকার। আমাদের এমন ব্যাটসম্যান দরকার, যারা উইকেটের মূল্য বোঝে এবং একবার সেট হয়ে গেলে দীর্ঘ সময় ধরে ব্যাট করতে চায়। ব্যাটিং দেখতে খারাপ হলেও সমস্যা নেই। আমাদের লড়াই করতে হবে, উইকেটে দাঁড়িয়ে থাকতে হবে, প্রতিপক্ষ বোলারদের ক্লান্ত করতে হবে। আমরা সেটা করতে পারছি না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ
এএফপি

ওয়েস্ট ইন্ডিজের হয়ে গোমেজ ৬০টি টেস্ট ও ৮৩টি ওয়ানডে খেলেছেন। দুই সংস্করণ মিলিয়ে সেঞ্চুরি করেছেন ১০টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২টি সেঞ্চুরি আছে তাঁর।
লয়েড আরও বলেছেন, ‘আমাদের মানসিক দৃঢ়তা বাড়াতে হবে। আবারও ক্রিকেটের মূল শিক্ষায় ফিরে যেতে হবে। স্কুল ক্রিকেট, ক্লাব ক্রিকেট, প্রথম শ্রেণির ক্রিকেট—সব পর্যায় খতিয়ে দেখা জরুরি। যথেষ্ট ম্যাচ খেলছি তো? উইকেট কেমন তৈরি হচ্ছে, সেগুলোয় খেলা কেমন হচ্ছে—সবকিছুই গুরুত্ব দিয়ে দেখতে হবে।’

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসরেই ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে থেকে শেষ করেছে। চলতি চক্রে তাদের পরবর্তী দুটি সিরিজ ভারতের ও নিউজিল্যান্ডের মাটিতে।

আরও পড়ুন