‘বাংলাদেশ দলের একটা জায়গা ঠিক করলে, অন্যটা খারাপ হয়ে যায়’
বিশ্বকাপে গতকাল ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৫৬ রান করলেও সেই রান ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। তবে এদিন ম্যাচটা যেভাবে শেষ হয়েছে, শুরুটা মোটেই তেমন ছিল না। টসে জিতে আগে ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে ৯৩ রান তোলে বাংলাদেশ। কিন্তু এরপরই শুরু হয় ছন্দপতন। ব্যাটিং উইকেটে বাংলাদেশের মিডল অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ।
নাজমুল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তৌহিদ হৃদয়ের রান ছিল যথাক্রমে ৮, ৩ ও ১৬। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস আড়াই শ পেরোয় ৬ ও ৭ নম্বরে নামা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে। বাংলাদেশের মিডল অর্ডারের এমন ব্যর্থতায় বিস্মিত পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। তিনি বলেছেন, একটি দল বিনা উইকেটে এক শর কাছাকাছি রান করার পর কীভাবে ২৫০ রানে গুটিয়ে যেতে পারে! বাংলাদেশ দলে অনেক ত্রুটিও দেখছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটসম্যান।
ব্যাটিং উইকেটে দারুণ শুরুর পরও বাংলাদেশের ভালো করতে না পারায় বিস্মিত রমিজ বলেছেন, ‘বিনা উইকেটে ১০০ রান করেছিল (মূলত ৯৩ রানে প্রথম উইকেট হারায়) বাংলাদেশ। এরপর তারা ২৫০ রান (২৫৬) করে অলআউট হয়ে গেল। তার মানে কোথাও না কোথাও সমস্যা আছে। মানলাম ভারতের দক্ষতা আর সামর্থ্য আপনার চেয়ে ভালো। কিন্তু তারপরও এমন দুর্দান্ত শুরুর পর আপনি ২৫০ রানে কীভাবে অলআউট হতে পারেন!’
বাংলাদেশের খেলায় অনেক সমস্যা দেখছেন জানিয়ে রমিজ আরও বলেছেন, ‘সবাই বলছে পুনের উইকেট ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত। এখানে তো আপনার এভাবে আউট হওয়া উচিত নয়। এর অর্থ বাংলাদেশের খেলায় এখনো অনেক ত্রুটি আছে। কারণ, বাংলাদেশ দলের একটা জায়গা ঠিক করলে, অন্যটা খারাপ হয়ে যায়। আবার অন্য একটা ঠিক করলে, আরেকটা খারাপ হয়ে যায়। তাদের খেলা মাঝেমধ্যে মুগ্ধ করে, কিন্তু সামগ্রিকভাবে (পারছে না)।’
বাংলাদেশের খেলার সমালোচনা করলেও ভারতের খেলার দারুণ প্রশংসা করেছেন রমিজ, ‘সব মিলিয়ে ভারত ছাড়া বিশ্বকাপে কেউ সেই সামগ্রিক পারফরম্যান্স দেখাতে পারেনি। ভারতের প্রথম ৪–৫ জন ব্যাটসম্যানের গড় ৫০। যারা আবার সমানে ছক্কাও মারতে থাকে, স্ট্রাইক রেট দুর্দান্ত এবং জুটি গড়তেও জুড়ি নেই। তাদের মান ও বুদ্ধিমত্তা সবকিছুই দুর্দান্ত। বোলিংয়েও তারা একই রকম। তাই চ্যালেঞ্জটা বাংলাদেশের জন্য কঠিনই ছিল।’
ভারতের দারুণ এ জয়ে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে কৃতিত্ব দিয়েছেন রমিজ। এ দুজন চাপ তৈরি না করলে বাংলাদেশের রান ৩০০ ছাড়িয়ে যেত বলে মনে করেন পিসিবির সাবেক সভাপতি, ‘রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সে সময় তারা এসে যদি চাপ তৈরি না করত, তাহলে বাংলাদেশ ৩০০ রানের বেশি করে ফেলত। ওরা শুধু রানই আটকায়নি, উইকেটও নিয়েছে এরা। জাদেজার ফিল্ডিংও ছিল দুর্দান্ত। জাদেজা পয়েন্টে যে ক্যাচটি নিয়েছে, তা দুর্দান্ত ছিল। কুলদীপ যাদব রিস্ট স্পিন ও গুগলি দুটোই করে। এ ধরনের বোলার বল সামনে পেছনে করে। কিন্তু কুলদীপ একদম নিখুঁত বোলার। আর জাদেজার বল বাতাসে দ্রুত গতিতে যায়। সে–ও খুব নিখুঁত। এ দুজনের কারণেই অনেক বেশি চাপ তৈরি হয়।’
এ সময় ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলিকেও প্রশংসায় ভাসিয়েছেন রমিজ, ‘বিরাট কোহলি রান তাড়ায় দুর্দান্ত। মানলাম, বাংলাদেশের বোলিং এই উইকেট বিবেচনায় ভালো ছিল না। কিন্তু সেঞ্চুরি মানে সেঞ্চুরিই। আর এটা তার প্রাপ্য ছিল। সে পুরো আবেগ দিয়ে একেকটি বল খেলে। সিঙ্গেল বের করা, দুই রান নেওয়া এবং ছক্কা মারতেও পারদর্শী। সব মিলিয়ে এই ভারতকে হারাতে হলে যেকোনো দলকে অনেক দুর্দান্ত কিছুই করতে হবে।’