আইপিএলে খেলা আয়ারল্যান্ডের প্রথম খেলোয়াড় তিনি। প্রথমবারের জন্য আইপিএল খেলতে গিয়ে জশ লিটল গুজরাট টাইটানসের হয়ে ৮ ইনিংসে ২৯ ওভার বোলিং করে ৩৯.৬৫ গড়ে নিয়েছেন ৬ উইকেট।
পরিসংখ্যান অবশ্য বোঝাতে পারছে না, এবারের আইপিএলে গুজরাটের জন্য লিটল কতটা কার্যকর বোলার। প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে আস্থার প্রতিদান দিয়েছেন আইরিশ মিডিয়াম পেসার।
এবারের আইপিএলে খেলতে গিয়ে জশ লিটল মিস করেছেন বাংলাদেশ সফর এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। তবে ইংল্যান্ডে হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁকে দলে রেখেছে আয়ারল্যান্ড। সিরিজটি যে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজটি ৩–০ ব্যবধানে জিতলে আয়ারল্যান্ড সরাসরি এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পেতে পারে।
এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজে দলের অন্যতম সেরা পেসারকে বাইরে রেখে দল ঘোষণার কথা ভাবতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার জন্য আইপিএলে গুজরাটের হয়ে তিনটি ম্যাচ মিস করবেন লিটল। খেলতে পারবেন না লক্ষ্ণৌ, মুম্বাই ও হায়দরাবাদের বিপক্ষে।
শূন্যের রেকর্ড এখন শুধুই রোহিতের
রাজস্থানের বিপক্ষে গতকাল গুজরাটের হয়ে ম্যাচ খেলে ইংল্যান্ডের পথে যাত্রা করেছেন লিটল। সুখস্মৃতি নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছেন তিনি। গতকাল দলের ৯ উইকেটের জয়ে একটি উইকেট নিয়েছেন আইরিশ পেসার।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে গুজরাটের বোলারদের তোপে ১৭.৫ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। ৪ ওভারে ২৪ রান দিয়ে লিটল নিয়েছেন রাজস্থানের সর্বোচ্চ স্কোরার সঞ্জু স্যামসনের উইকেট।