জিএসএলের সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সংঘাত, রংপুরের দলে কে আছেন কে নেই

প্রথম গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্সরংপুর রাইডার্সের ফেসবুক পেজ থেকে

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) জন্য স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্টে। প্রথম আসরের শিরোপা জেতা রংপুরকে এবারও নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ নুরুল হাসান।

দলে আছেন প্রথম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার। গত আসরে ৫ ম্যাচে ২ ফিফটিতে ১৮৮ রান করেছিলেন সৌম্য। বাঁহাতি এই ওপেনার দলে থাকলেও নেই স্পিনার মেহেদী হাসান। গত আসরে রংপুরের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৮ উইকেট নেন এই স্পিনার।

আরও পড়ুন

মেহেদীকে দলে না রাখার কারণ হতে পারে বাংলাদেশ–শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজও শুরু হবে আগামী ১০ জুলাই। সে ক্ষেত্রে সৌম্যরও বাংলাদেশ দলে থাকার সম্ভাবনা আছে। চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সৌম্য। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি দলে ছিলেন।

সৌম্য সরকার
রংপুর রাইডার্স

রংপুরের স্কোয়াডে বিদেশি কোটায় এসেছে কিছু বড় নাম। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাব্রেইজ শামসিও ফ্র্যাঞ্চাইজি দলটির হয়ে খেলবেন।

আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকেও পাচ্ছে রংপুর। এর বাইরে পাকিস্তানের তিন ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়েছে। তিনজনই বিপিএলের সর্বশেষ মৌসুমে দারুণ খেলেছেন। এদের মধ্যে ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ খেলেছিলেন রংপুরের হয়ে আর খাজা নাফা খেলেছেন চট্টগ্রামের হয়ে।

আরও পড়ুন

চট্টগ্রামের হয়ে ৫ ম্যাচ খেলে ৩ ফিফটিতে ২০১ রান করেছিলেন খাজা। ইফতিখার করেন ৩০৫ রান। আকিফ ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার, তৃতীয় সর্বোচ্চ ২০টি উইকেট নেন।

রংপুর স্কোয়াড:
নুরুল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী, কাইল মায়ার্স, তাব্রেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমীত সিং ও খাজা নাফা।