১২ বছরের মধ্যে সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ে কোহলি

সদ্য সমাপ্ত বোর্ডার–গাভাস্কার ট্রফিতে রানখরায় ছিলেন বিরাট কোহলিএএফপি

প্রথম ইনিংসে ১৭, দ্বিতীয় ইনিংসে ৬—অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের দুই ইনিংসে এ–ই ছিল বিরাট কোহলির পারফরম্যান্স। শুধু সিডনিতেই নয়, পাঁচ টেস্ট সিরিজের আগের তিন ম্যাচেও কোহলির ব্যাটে বড় ইনিংস দেখা যায়নি। যার ছাপ পড়েছে হালনাগাদ আইসিসি র‍্যাঙ্কিংয়ে।

সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ পিছিয়ে কোহলি নেমে গেছেন ২৭ নম্বরে। গত এক যুগের ক্যারিয়ারে এত নিচে তিনি আর নামেননি। ২০১২ সালের ডিসেম্বরে কোহলির অবস্থান ছিল ৩৬ নম্বরে। ১২ বছর পর এবারই প্রথম ২৫–এর বাইরে ছিটকেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে শুধু কোহলি নন, অধিনায়ক রোহিত শর্মাও ভালো খেলেননি। বাজে ফর্মের কারণে শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া রোহিত এখন ৪২ নম্বরে। তবে অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে হওয়া এই সিরিজ দিয়েই আবার র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কারও কারও।

স্কট বোল্যান্ড (ডানে) ২৯ ধাপ এগিয়েছেন
এএফপি

সিডনি টেস্টে ১০ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড প্রথমবারের মতো টেস্ট বোলারদের সেরা দশে ঢুকেছেন। ৩৫ বছর বয়সী এই পেসার ২৯ ধাপ এগিয়ে রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে নবম স্থানে জায়গা করে নিয়েছেন। টেস্ট বোলারদের ১ নম্বর স্থান অবশ্য যশপ্রীত বুমরারই আছে। তবে আগের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা জশ হ্যাজলউড চোটের কারণে সিডনিতে না খেলায় দুই ধাপ নেমে গেছেন। এক ধাপ করে এগিয়ে দুইয়ে এখন প্যাট কামিন্স, তিনে কাগিসো রাবাদা।

আরও পড়ুন

টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ তিনে অবশ্য কোনো পরিবর্তন নেই। আগের অবস্থান ধরে রেখেছেন যথাক্রমে জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে একে রবীন্দ্র জাদেজাই, তবে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে তিনে।

ক্রিকেটের অন্য দুই সংস্করণ ওয়ানডে ও টি–টোয়েন্টির প্রথম তিন অপরিবর্তিত। ওয়ানডের ব্যাটিংয়ে বাবর আজম, রোহিত শর্মা ও শুবমান গিল, বোলিংয়ে রশিদ খান, কুলদীপ যাদব ও শাহিন শাহ আফ্রিদি এবং অলরাউন্ডারে মোহাম্মদ নবী, সিকান্দার রাজা ও আজমতউল্লাহ ওমরজাই।

আর টি–টোয়েন্টির ব্যাটিংয়ে ট্রাভিস হেড, ফিল সল্ট ও তিলক ভার্মা, বোলিংয়ে আকিল হোসেন, আদিল রশিদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অলরাউন্ডারে হার্দিক পান্ডিয়া, দীপেন্দ্র সিং ঐরি ও লিয়াম লিভিংস্টোন।

আরও পড়ুন