এবার ‘বোমা’ ফাটালেন হাফিজ

টিম ডিরেক্টরের পদ থেকে হাফিজকে সরিয়ে দিয়েছে পিসিবিইনস্টাগ্রাম

চলিতেছে, চলিতেছে। চলিতেছে ‘দ্য পাকিস্তান ক্রিকেট সার্কাস’!

পাকিস্তান ক্রিকেটের যেন এমনই দশা। বিশ্বকাপের পর অনেক আয়োজন করে মোহাম্মদ হাফিজকে পাকিস্তানের ক্রিকেট পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দুই মাস যেতে না যেতেই গতকাল ধন্যবাদ দিয়ে টিম ডিরেক্টরের পদ থেকে হাফিজকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির মিডিয়া ডিরেক্টর আলিয়া রশিদ সংবাদ সংস্থা এএফপিকে বলেছিলেন, গত মাসে নিউজিল্যান্ড সিরিজ শেষেই হাফিজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

আসলেই কি তাই? হাফিজের চুক্তির মেয়াদ শেষ এবং পিসিবি তা আর বাড়ায়নি বলে স্বাভাবিকভাবেই বিদায় নিতে হয়েছে তাঁকে? তাহলে হাফিজ কেন আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অখুশির কথা জানালেন!

হতাশা প্রকাশ করে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার এক্সে পোস্ট করা এক বার্তায় এ–ও লিখেছেন যে তিনি দায়িত্বে থাকাকালীন যেসব কারণে দলের পারফরম্যান্স খারাপ হয়েছে, সেটাও প্রকাশ শিগগিরই প্রকাশ করবেন। এর জন্য তাঁর এক্সে নজর রাখতেও বলেছেন হাফিজ।

আরও পড়ুন

চলতি মাসে নতুন চেয়ারম্যান এসেছে পিসিবিতে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন বছরের জন্য নির্বাচিত হয়ে মহসিন নাকভি পাকিস্তানের ক্রিকেট নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। যে পরিকল্পনায় হাফিজ নেই।

৪৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার গত নভেম্বর থেকে পাকিস্তান দলের পরিচালকের দায়িত্বে ছিলেন। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন প্রধান কোচ হিসেবেও। হাফিজ টিম ডিরেক্টর হয়েছিলেন বিশ্বকাপ-পরবর্তী পাকিস্তান ক্রিকেটের টালমাটালের মধ্যে।

তখনকার পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বিশ্বকাপ-ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে বাবর আজম, টিম ডিরেক্টর পদ থেকে মিকি আর্থার ও কোচ পদ থেকে গ্রান্ড ব্র্যাডবার্নকে সরিয়ে দেন। হাফিজের হাতে তুলে দেওয়া হয় অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব। তখন হাফিজকে দায়িত্ব সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে, এমন কথা শোনা গেলেও হাফিজ দাবি করেছেন, তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল লম্বা সময়ের জন্যই।

আজ এক্সে তিনি লিখেছেন, ‘আমি সব সময় পাকিস্তানকে সম্মান ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছি। ইতিবাচক পরিবর্তনের জন্য ক্রিকেট পরিচালকের দায়িত্ব আমি অনেক আগ্রহের সঙ্গে নিয়েছিলাম। আমাকে পিসিবি থেকে ৪ বছরের জন্য দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, নতুন নেতৃত্ব আসায় দুর্ভাগ্যজনকভাবে সেটাকে ২ মাসে নিয়ে আসা হয়। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাফিজ। যখন দায়িত্বে ছিলেন।
পিসিবি

হাফিজ যে দুটি সফরের কোচ ও পরিচালকের দায়িত্বে ছিলেন, সেই দুটি সিরিজেই পাকিস্তান হারে বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ হারে ৩-০ ব্যবধানে, নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ ৪-১ ব্যবধানে। কেন এমন হার—সেই কারণ প্রকাশ করবেন হাফিজ, ‘সব সময়ের মতো আমি দায়িত্ব নেব, দায়িত্বে থাকার সময়ে দলের পারফরম্যান্সের জন্য জন্য আমি দায়বদ্ধ। সে হিসেবে ক্রিকেট সংশ্লিষ্ট ও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই, অপেশাদার যেসব ঘটনার কারণে বাজে পারফরম্যান্স হয়েছে, তা প্রকাশ করব। সঙ্গেই থাকুন।’

আরও পড়ুন