হাফিজকে ‘ধন্যবাদ’ জানিয়ে বিদায় দিল পিসিবি

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাফিজপিসিবি

টিম ডিরেক্টরের পদ থেকে মোহাম্মদ হাফিজকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৪৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার গত নভেম্বর থেকে পাকিস্তান দলের পরিচালকের দায়িত্বে ছিলেন। ডিসেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন প্রধান কোচ হিসেবেও।

হাফিজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানাতে গিয়ে অবশ্য ‘ছাঁটাই’, ‘সম্মতির ভিত্তিতে আলাদা হয়ে যাওয়া’ বা এ–জাতীয় কোনো শব্দ ব্যবহার করেনি পিসিবি। বোর্ডের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এক বার্তায় হাফিজকে তাঁর কাজের জন্য ‘ধন্যবাদ’ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

হাফিজ টিম ডিরেক্টর হয়েছিলেন বিশ্বকাপ–পরবর্তী পাকিস্তান ক্রিকেটের টালমাটালের মধ্যে। তখনকার পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বিশ্বকাপ–ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে বাবর আজম (আনুষ্ঠানিকভাবে নিজেই পদত্যাগ), টিম ডিরেক্টর পদ থেকে মিকি আর্থার এবং কোচ পদ থেকে গ্রান্ড ব্র্যাডবার্নকে সরিয়ে দেন। হাফিজের হাতে তুলে দেওয়া হয় অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডে টি–টোয়েন্টি সিরিজের দায়িত্ব।

পাকিস্তান দুটি সিরিজেই হারে বড় ব্যবধানে—অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ হারে ৩–০ ব্যবধানে, নিউজিল্যান্ডে পাঁচ টি–টোয়েন্টির সিরিজ ৪–১ ব্যবধানে। বিভিন্ন সূত্র জানায়, সফর দুটির সময় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাফিজের সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে দল পরিচালনায় তাঁর বিভিন্ন সিদ্ধান্ত ও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিষয়ে ধীর ও দ্বিমুখী নীতিতে অনেকেই তাঁর ওপর অসন্তুষ্ট ছিলেন। এ ছাড়া কখনো কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা হাফিজকে দুটি বড় সফরে দায়িত্ব দেওয়ার বিষয়ে পিসিবির অভ্যন্তরেও আপত্তি ছিল।

আরও পড়ুন

এরই মধ্যে চলতি মাসে নতুন চেয়ারম্যান এসেছে পিসিবিতে। তিন বছরের জন্য নির্বাচিত হয়ে মহসিন নাকভি পাকিস্তানের ক্রিকেট নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। যে পরিকল্পনায় হাফিজ নেই। জিও নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন হাফিজ। এ নিয়ে নাকভির সঙ্গে তিনি দেখা করতে চান। কিন্তু পিসিবি চেয়ারম্যান তাঁকে দেখা করার সময় দেননি।

আজ পিসিবির এক্স বার্তায় হাফিজকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা আছে, ‘পিসিবি মোহাম্মদ হাফিজকে পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে তার অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। খেলাটির প্রতি হাফিজের ভালোবাসা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে খুব ভূমিকা রেখেছে। পিসিবি হাফিজকে শুভকামনা এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছে।’

পিসিবির মিডিয়া ডিরেক্টর আলিয়া রশিদ সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘গত মাসে নিউজিল্যান্ড সিরিজ শেষেই হাফিজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পিসিবি এটা আর বাড়াচ্ছে না।’

আরও পড়ুন