এবার টি-টোয়েন্টিতেও গিলের সেঞ্চুরি, ভারতের রেকর্ড গড়া জয়

নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারতএএফপি

দুই সপ্তাহ আগে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড গড়েছিল ভারত। সেই ম্যাচে রোহিত শর্মার দলের শিকার ছিল শ্রীলঙ্কা। এবার দুটি পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টিতেও সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডও গড়ল ভারত, এবার শিকার নিউজিল্যান্ড।

আজ আহমেদাবাদে প্রথমে ব্যাট করে শুবমান গিলের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৩৪ রান তুলেছিল ভারত। তাড়া করতে নামা কিউইদের ১২.১ ওভারে ৬৬ রানে গুঁড়িয়ে দেয় হার্দিক পান্ডিয়ার দল। ১৬৮ রানের বিশাল ব্যবধানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গিল-ময়। উদ্বোধনী জুটির সঙ্গী ঈশান কিষান দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেও রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াদের সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে দুই শ পার করিয়ে দেন ২৩ বছর বয়সী গিল। এর মধ্যে প্রথম পঞ্চাশ রান তুলতে খেলেন ৩৫ বল, পরের পঞ্চাশে মাত্র ১৯।

ষষ্ঠ টি–টোয়েন্টিতে প্রথম শতকের দেখা পেয়েছেন শুবমান গিল
এএফপি

৫৪ বলে তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি শুবমানের প্রথম টি-টোয়েন্টি শতক। শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন ৬৩ বলে ১২৬ রানে অপরাজিত থেকে। টি-টোয়েন্টিতে ভারতের পক্ষে সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস এটি। এত দিন শীর্ষে ছিল গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা বিরাট কোহলির ১২২*।

শুবমানের ইনিংসটি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজেও শুবমানের ব্যাট থেকে এসেছিল ২০৮ রানের ইনিংস

আরও পড়ুন
সিরিজ জয়ের ট্রফি হাতে হার্দিক পান্ডিয়া
এএফপি

শুবমানের ১২ চার ৭ ছয়ের ইনিংসটিকে সঙ্গ দিয়েছে ত্রিপাঠির ২২ বলে ৪৪, সূর্যকুমারের ১৩ বলে ২৪ আর পান্ডিয়ার ১৭ বলে ৩০ রানের ইনিংস তিনটি।

রান তাড়ায় প্রথম ১০ বলের মধ্যেই ৭ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। দুটি করে উইকেট তোলেন পান্ডিয়া ও অর্শদীপ সিং। প্রথম তিন ওভারে খেই হারিয়ে ফেলা নিউজিল্যান্ডের ইনিংস আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ম্যাচটি যে ১৩তম ওভার পর্যন্ত গেল, নিউজিল্যান্ডও পঞ্চাশ পার করতে পেরেছে, তাতে মূল অবদান ড্যারিল মিচেলের। পাঁচে নামা এই ব্যাটসম্যান দশম উইকেট হিসেবে আউট হওয়ার আগে করেন ২৫ বলে ৩৫ রান। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন আর একজনই—মিচেল স্যান্টনার (১৩ বলে ১৩ রান)।

আরও পড়ুন

ভারতের পক্ষে অধিনায়ক পান্ডিয়া ১৬ রানে নেন ৪ উইকেট। তবে ভারতের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক সবচেয়ে বেশি খুশি সম্ভবত বড় ব্যবধানের জয়ে সিরিজ জয়ে।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর টি-টোয়েন্টিতে এর আগের বড় ব্যবধানের জয়টিও ছিল ভারতের (১৪৩ রানে, ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে)। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডটি এখন চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রানে হারায় ইউরোপের দলটি।

আরও পড়ুন