‘ধোনি রিভিউ সিস্টেম’ও এখন কাজ করে না

‘ধোনি রিভিউ সিস্টেম’ও এখন অকার্যকর!বিসিসিআই

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেওয়ার ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির এমনই সুনাম যে ডিশিসন রিভিউ সিস্টেম বা ডিআরএসকে অনেকে ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলে থাকেন। এমন অনেক রিভিউতে ধোনি সফল হয়েছেন, যেটায় আম্পায়ার ও দর্শকের কাছে সিদ্ধান্ত সঠিকই মনে হয়েছিল। পরে দেখা গেছে ভিন্ন চিত্র। অধিনায়ক ধোনির অনেক সাহসী ও ভিন্নধারার সিদ্ধান্তের মতো রিভিউও কাজে লেগে যেত প্রায়ই।

কিন্তু সময় এখন ভিন্ন। ধোনির ব্যাটে যেমন আগের সেই ধার নেই, নেতৃত্বেও সাফল্য নিয়মিত নয়। যেমন এবারের আইপিএলে তাঁর অধিনায়কত্বে তিন ম্যাচের দুটিতেই হেরেছে চেন্নাই সুপার কিংস। পরশু মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৯ উইকেটে হারের ম্যাচে প্রশ্নের মুখে পড়েছে ‘ধোনি রিভিউ সিস্টেমের’ কার্যকারিতাও। বলাবলি শুরু হয়েছে, ধোনি রিভিউ সিস্টেমও এখন কাজ করে না!

ঘটনা মুম্বাই ইনিংসের প্রথম ওভারের। খলিল আহমেদের পঞ্চম বল রায়ান রিকেলটনের সামনের প্যাডে আঘাত হানলে জোরালো কোনো আবেদন ওঠেনি। লেগ স্টাম্প মিস করে যাবে ভেবে আম্পায়ারও আউট দেননি। অতীত বলে, আউট হওয়ার মতো অবস্থা থাকলে ধোনি রিভিউ নিয়ে নিতেন। কিন্তু তিনিও নেননি।

এই রিভিউ নেননি এমএস ধোনি।
ভিডিও থেকে নেওয়া ছবি

পরে রিপ্লেতে দেখা মেলে ভিন্ন ছবি। বল রিকেলটনের লেগ স্টাম্পে আঘাত হানত। যার অর্থ, ধোনি রিভিউ নিলেই উইকেট পেয়ে যেত চেন্নাই। ‘ধোনি রিভিউ সিস্টেম’ থেকে বেঁচে যাওয়া রিকেলটন শেষ পর্যন্ত ১৯ বলে করেন ২৪ রান। এর চেয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোহিত শর্মার সঙ্গে প্রথম উইকেটে ৬৩ রানের জুটি গড়ে। যে ভিতের ওপর দাঁড়িয়ে পরে ম্যাচ জিতে নেয় মুম্বাই।

আরও পড়ুন

রিকেলটনের ঘটনায় রিভিউ না নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধোনিকে নিয়ে মজা নিতে শুরু করেন। রিপ্লের ছবি যুক্ত করে ‘ধোনি রিভিউ সিস্টেম কাজ করে না’, ‘ধোনি রিভিউ সিস্টেম ফেইলড’ লেখেন তাঁরা। ম্যাচের পর ধোনির রিভিউ না নেওয়া নিয়ে কথা বলেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকাররাও।

ধোনির নেতৃত্বে তিন ম্যাচের দুটিতে হেরেছে চেন্নাই সুপার কিংস
বিসিসিআই

স্টার স্পোর্টসের ম্যাচ বিশ্লেষণপর্বে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন, ‘আজ ধোনি রিভিউ সিস্টেম ব্যর্থ হয়েছে। বলটা লেগ স্টাম্পে আঘাত হানত। কিন্তু অধিনায়ক ডিআরএসের সুযোগ নেননি।’

আরেক সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডু চেন্নাইয়ের আট ম্যাচে ষষ্ঠ হারের দিকে ইঙ্গিত করে বলেন, ‘যখন সময়টা ভালো যায় না, তখন এ ধরনের ভুল হতে থাকে।’

একই অনুষ্ঠানে থাকা শিখর ধাওয়ান অবশ্য রিভিউ না নেওয়ার পুরো দায় ধোনিকে দিতে রাজি নন, ‘বল প্যাডের কোথায় লেগেছে, সেটা ভালো দেখেছে খলিল আহমেদ। সুতরাং এ ক্ষেত্রে বোলারও সমান দায়ী।’

আরও পড়ুন