পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২৮ মে।এএফপি

পাঁচ ম্যাচ নয়, সিরিজ হবে তিন ম্যাচের—এমনটা চূড়ান্ত হয়েছিল গতকালই। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সেই তিন ম্যাচের দিনক্ষণ।

পিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে ২৮মে বুধবার। পরের দুটি ম্যাচ ৩০ মে শুক্রবার ও পয়লা জুন রোববার। সব কটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

আগের সূচি অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান সিরিজে পাঁচ টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল লাহোর ও ফয়সালাবাদে। তবে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে সিরিজই অনিশ্চয়তাই পড়ে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়ে এলে সরকারের সবুজ সংকেত পেয়ে দেরিতে হলেও সিরিজটি খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তবে বাংলাদেশের ক্রিকেটাররা অনুরোধ জানান, যেন দ্রুত সময়ে সফর শেষ করা যায়। ঈদুল আজহার আগেই দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি ৫ থেকে ৩ ম্যাচে নামিয়ে আনা হয়েছে। ভেন্যু তালিকা বাদ পড়েছে ফয়সালাবাদও।

আরও পড়ুন

সফরটি নিয়ে পরশু রাতে দুবাইয়ে পিসিবি প্রধান মহসিন নাকভীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন। বিসিবি ম্যাচ তিনটি আয়োজনের প্রস্তাব দেয় ২৭, ২৯ ও ৩১ মে। কিন্তু পিসিবির প্রস্তাব ছিল ২৮ ও ৩০ মে এবং ১ জুন। শেষ পর্যন্ত তাঁদের ইচ্ছেতেই সিরিজের সূচি নির্ধারিত হয়েছে।

আরব আমিরাতের বিপক্ষে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও পরের ম্যাচে দুই উইকেটে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আজ শারজায় মাঠে নামবে বাংলাদেশ ও আরব আমিরাত।
এই ম্যাচের পর কাল বিশ্রাম নেবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর দুবাইয়ে দুই দিন অনুশীলন করার কথা রয়েছে তাঁদের। ২৫ মে তিন ম্যাচের পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবেন লিটন দাসরা। প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে ২৬ ও ২৭ মে লাহোরেও দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ।

আরও পড়ুন