তরুণ লেগ স্পিনারদের দেখে মুগ্ধ মুশতাক আহমেদ

তরুণ লেগ স্পিনারদের সঙ্গে জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদবিসিবি

জাতীয় দলের অনুশীলন নেই। এই সুযোগ কাজে লাগিয়ে আজ তরুণ লেগ স্পিনারদের সঙ্গে কিছুটা সময় কাটালেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে সাবেক পাকিস্তানি লেগ স্পিনার প্রায় তিন ঘণ্টা কাজ করলেন তাঁদের নিয়ে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কোচ, আরেক পাকিস্তানি লেগ স্পিনার শাহেদ মাহমুদ। ক্যাম্প শেষে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। জানিয়েছেন মুশতাক আসলে কী করেছেন, ‘বেশির ভাগ কাজই হয়েছে কৌশলগত। আমাদের স্পিনারদের দেখে তিনি মুগ্ধ হয়েছেন। প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। সামনে কী করণীয়, বলেছেন তা–ও।’

লেগ স্পিনারদের পরিণত হতে সময় লাগে। লম্বা সময় তাঁদের পরিচর্যার মধ্যে রাখতে হয়। মুশতাক আহমেদ সেই জানা কথাটাই নাকি আবারও মনে করিয়ে দিয়েছেন বলে জানালেন শাহেদ মাহমুদ, ‘একটা ব্যাপারে তিনি বারবার জোর দিয়েছেন, এই স্পিনাররা এক-দুই মাসে পরিণত হবে না। ওদের যদি লম্বা সময় পরিচর্যার মধ্যে রাখা যায়, তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব। আর ওদের গড়ে তোলার এটাই আদর্শ বয়স। তিনি এ কথাও বলেছেন, তিনি সব সময় এই লেগ স্পিনারদের সঙ্গে কাজ করতে চান। যেকোনো সাহায্যের জন্য তাঁর সঙ্গে যেকোনো সময় যোগাযোগ করতে বলেছেন।’

তরুণদের লেগ স্পিন সম্পর্কে ধারণা দিচ্ছেন মুশতাক আহমেদ
বিসিবি

লেগ স্পিনারদের এই ক্যাম্পে ২৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে। এর মধ্যে আজ উপস্থিত ছিলেন ১৬ জন। এর আগে শাহেদ মাহমুদ গত তিন মাসে দেশের ১১টি জেলা থেকে ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেছেন। গত ২ ও ৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ট্রায়ালের মাধ্যমে সেখান থেকে ২০ জন লেগ স্পিনারকে বাছাই করা হয়। সঙ্গে যোগ করা হয়েছে বয়সভিত্তিক দলের আরও পাঁচজনকে। এই লেগ স্পিনারদের নিয়ে বিসিবি দীর্ঘ মেয়াদে কাজ করার পরিকল্পনা করেছে। শাহেদ মাহমুদের পাশাপাশি যেটিতে যুক্ত আছেন মুশতাক আহমেদও।

আরও পড়ুন

বিসিবির লক্ষ্য, বছরের বিভিন্ন সময় লেগ স্পিনারদের নিয়ে আলাদাভাবে ১০ সপ্তাহের ক্যাম্প করা। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার এ ব্যাপারে বলেছেন, ‘আজ আমরা ওনাকে পেয়েছি, তিনি কিছু টিপস দিয়েছেন ছেলেদের। জাতীয় দলের আজ কোনো ডিউটি ছিল না। এই সুযোগ কাজে লাগিয়েছি। যারা কাছাকাছি ছিল, তাদের এনে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আজ যারা ছিল, তারা আমাদের বিভিন্ন প্রোগ্রামে আছে। তাদের একসঙ্গে করে আমরা শিগগিরই ক্যাম্প শুরু করব। শাহেদ মাহমুদের অধীনেই এই ক্যাম্প চলবে। যখন কোনো সুযোগ হবে, তখন উনি (মুশতাক) এসে টিপস দেবেন।’

আরও পড়ুন