ভারতের বিপক্ষে রান পাবেন কি বাবর

পাকিস্তান অধিনায়ক বাবর আজমছবি: এএফপি

কোনো একটি টুর্নামেন্টের ফাইনাল যতটা গুরুত্বপূর্ণ, পাকিস্তানের অনেক সমর্থকের চোখে ভারতের বিপক্ষে ম্যাচ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে কোন ব্যাটসম্যান বা বোলার কখন কী করলেন, তার মূল্যায়নটা হয় বেশ গুরুত্ব দিয়ে।

ঠিক এ জায়গাটিতে অনেকখানি পিছিয়ে বাবর আজম। পাকিস্তান অধিনায়ক এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছেন ভারতের বিপক্ষে। ৬ ইনিংস ব্যাট করে তুলেছেন মাত্র ১৬৮ রান, ম্যাচপ্রতি গড়ে ২৮। আট বছরের ওয়ানডে ক্যারিয়ারে বাবর যে ১৪টি দলের বিপক্ষে খেলেছেন, তার মধ্যে সবচেয়ে কম গড় ভারতের বিপক্ষে। প্রবল প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ২০১৯ বিশ্বকাপে ৪৮ রানের।

ভারতের বিপক্ষে বাবরের রান না পাওয়ার কারণ কি ম্যাচ নিয়ে মাথায় ঘুরতে থাকা ভাবনা, নাকি ভারতীয় বোলারদের ভালো বোলিং? আজ আহমেদাবাদে সংবাদ সম্মেলনে এই প্রশ্নই ধেয়ে গেছে পাকিস্তান অধিনায়কের দিকে। আগের দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৫ রান করার প্রসঙ্গ টেনে বাবর বলেন, ‘আমার বিশ্বকাপ যেভাবে হওয়ার কথা, এখন পর্যন্ত সেভাবে হয়নি। আশা করছি, সামনের ম্যাচে আপনারা কিছুটা পার্থক্য দেখবেন। আর ভারতের বিপক্ষে আমরা শুধু বিশ্বকাপেই খেলে থাকি। দুই ম্যাচের মধ্যে লম্বা বিরতি থাকে। এটার (ভালো না খেলা) কারণ বোলার বা অন্য কিছু নয়। কখনো কখনো আমি নিজের ভুলের কারণেই আউট হয়ে যাই। চেষ্টা করছি যতটা সম্ভব কম ভুল করার।’

পাকিস্তান দলের অনুশীলনে ক্রিকেট পরিচালক মিকি আর্থারের সঙ্গে অধিনায়ক বাবর আজম
ছবি: এএফপি

শুধু বাবরই নন, দল হিসেবে পাকিস্তানও ভারতের বিপক্ষে বিশ্বকাপে ভালো খেলতে পারছে না। এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়ে প্রতিবারই হার নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। নিজের ব্যাটিংয়ে ফর্মে ফেরার পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকেও হারের ধারা থেকে বের করতে পারবেন বলে মনে করেন বাবর, ‘আমি অতীতে বেশি নজর দিই না। চোখ রাখার চেষ্টা করি ভবিষ্যতে। এ ধরনের (টানা হারের) রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আমি সেটা ভাঙারই চেষ্টা করি। আগামীকাল ভালো পারফরম্যান্সই করার চেষ্টা করব। আর ভালো করাটা নির্ভর করে নির্দিষ্ট দিনে কেমন খেলছেন, তার ওপর। আমি বিশ্বাস করি, আমাদের দল আগের দুই ম্যাচে ভালো খেলেছে। সামনের ম্যাচেও ভালো খেলবে।’

আরও পড়ুন